ক্যারিয়ারশিক্ষক নিয়োগ তথ্য

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের প্রিলি প্রস্তুতি ২০২২

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের প্রিলি প্রস্তুতি ২০২২
বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (জেনারেল) পদে নিয়োগ পাবেন ২২৫ জন। আবেদন করা যাবে ১৫ জুন পর্যন্ত।

যেভাবে পরীক্ষা হয় :
বাছাই পরীক্ষা হয় তিন ধাপে—প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক। প্রথম ধাপে প্রিলিমিনারি (এমসিকিউ) ১০০ নম্বরের ওপর। দ্বিতীয় ধাপে ২০০ নম্বরের লিখিত আর সব শেষে ভাইভা (২৫)। প্রিলিমিনারি পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, কম্পিউটার জ্ঞান ও তথ্য-প্রযুক্তির ওপর মোট ১০০ নম্বরের প্রশ্ন থাকে। এ ক্ষেত্রে সাধারণ গণিতে ৩০, ইংরেজিতে ২৫, বাংলায় ২০, সাধারণ জ্ঞানে ১৫ ও কম্পিউটার/তথ্য-প্রযুক্তিতে ১০ নম্বর।

বিষয়ভিত্তিক প্রস্তুতি :
ইংরেজি :
ইংরেজি অংশে মূলত দুই ধরনের প্রশ্ন থাকে। প্রথমত, Vocabulary Based; দ্বিতীয়ত, Grammar Based|
Vocabulary Based Topics-গুলো হলো—Synonyms & Antonyms, One-word Substitution, Replacing underlined word, Analogy, Odd man out, Spelling, Sentence Completion Group verb, Appropriate preposition, Idioms & Phrase.
আর Grammar Based Topics-গুলো হলো—Error Finding, Sentence Correction, Correct Sentence Choice, Rearrange Sentence Parts, Grammar Based Fill in the blanks.

গণিত :
ব্যাংকের গণিতের প্রস্তুতির জন্য বর্তমানে অষ্টম, নবম-দশম শ্রেণির ইংরেজি ভার্সনের বইটা বেশ কাজে দিচ্ছে। অনেক প্রশ্নই হুবহু অষ্টম, নবম-দশম শ্রেণির বই থেকে আসতে দেখা যাচ্ছে। এ ছাড়া আগারওয়ালের বইটা দারুণ কাজে দেয়। বইটি থেকে শুধু গুরুত্বপূর্ণ টপিকগুলো অনুশীলন করতে হবে। গণিত অংশে প্রস্তুতির ক্ষেত্রে শতকরা, সুদকষা, সময় ও কাজ, সময় ও দূরত্ব (নৌকা, ট্রেন), লাভ-ক্ষতি, বয়স, নল ও চৌবাচ্চা, অনুপাত-সমানুপাত, পরিমাপ ও একক, গড়, অংশীদারি ও ভাজ্য, মিশ্র ও দ্রবণ, বিন্যাস-সমাবেশ প্রভৃতি অনুশীলন করতে হবে। বীজগণিতের রাশিমালা, সূচক, সমীকরণ, লগারিদম, সেট, সিরিজ প্রভৃতি থেকে প্রশ্ন বেশি থাকতে পারে। জ্যামিতির ত্রিভুজ, চতুর্ভুজ, বহুভুজ, স্থানাঙ্ক ও দূরত্ব প্রভৃতি থেকেও প্রশ্ন আসে। এ ছাড়া পরিমিত ও ত্রিকোণমিতি থেকেও মাঝেমধ্যে প্রশ্ন আসে।

বাংলা :
বাংলার ক্ষেত্রে সাহিত্যের চেয়ে ব্যাংকরণ অংশ বেশি গুরুত্বপূর্ণ। ব্যাকরণ অংশে প্রস্তুতির জন্য নবম-দশম শ্রেণির ব্যাকরণ বইটা বুঝে বুঝে পড়তে হবে। ভাষা, ধ্বনি, বর্ণ, সমাস, কারক ও বিভক্তি, সন্ধিবিচ্ছেদ, বচন, শব্দের প্রকারভেদ, লিঙ্গান্তর, বাক্য, বাগধারা, এককথায় প্রকাশ ইত্যাদির ওপর প্রশ্ন থাকে বেশি। তাই এই বিষয়গুলোতে বেশি মনোযোগ দিতে হবে। তবে কিছু কিছু বিষয় আছে যেগুলো শুধু নবম-দশম শ্রেণির ব্যাকরণ বইয়ের ওপর নির্ভর না করে বিস্তর প্রস্তুতি নিতে হবে।

সাধারণ জ্ঞান :
সাধারণ জ্ঞানের পরিধি বিশাল, তাই চোখ-কান খোলা রাখা ছাড়া বিকল্প নেই। বিগত বছরের প্রশ্নগুলো বিশ্লেষণ করলে দেখা যায়—বেশ কয়েকটি বিষয় থেকে নিয়মিত প্রশ্ন আসে, যেমন—সমসাময়িক রাজনীতি, নির্বাচন, নারীনীতি, সমাজনীতি, পরিবেশনীতি, খেলাধুলা, পুরস্কার প্রভৃতি। এ ছাড়া বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষাবিষয়ক তথ্য, বিভিন্ন দেশের অর্থনীতিবিষয়ক তথ্য, জিডিপি, মাথাপিছু আয়, মুদ্রা, জাতীয় ব্যাংকের নাম, জাতিসংঘ, বিশ্বব্যাংকসহ এদের সব অঙ্গসংগঠন, বিভিন্ন অর্থনৈতিক ও ব্যাবসায়িক চুক্তিসমূহ। এ ছাড়া বাংলাদেশের ইতিহাস (১৯৪৭-১৯৭১) সাল পর্যন্ত; সাধারণ জ্ঞানে ভালো প্রস্তুতির জন্য দৈনিক পত্রিকার বাণিজ্য ও অর্থনৈতিক পাতা, আন্তর্জাতিক পাতা, উপসম্পাদকীয় পাতা ও খেলাধুলার পাতা নিয়মিত পড়ার চেষ্টা করবেন।

কম্পিউটার ও তথ্য-প্রযুক্তি :
কম্পিউটারের ইতিহাস, কম্পিউটারের প্রকারভেদ, ক্রমবিবর্তন, সংগঠন, সিস্টেম ইউনিট, আউটপুট ইউনিট, মেমোরি, স্টোরেড ডিভাইস, কম্পিউটার বাস, কম্পিউটার সফটওয়্যার, অপারেটিং সিস্টেম, ডাটাবেইস, ডিজিটাল লজিক, সেলুলার ফোন, কমিউটার নেটওয়ার্ক, ক্লাউড কম্পিউটিং, ইন্টারনেট, ই-মেইল, ই-কমার্স, সামাজিক যোগাযোগ, ইউটিলিটি প্রগ্রাম, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল টপিক থেকে প্রায়ই প্রশ্ন আসে।

Read More- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬১ হাজার শিক্ষকের পদ সৃষ্টি হবে। প্রাথমিক শিক্ষা অধিদফতরের আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৯-২০ অর্থবছরে ৬১ হাজার ১৬৬ জন শিক্ষকের পদ সৃজন করা হবে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে প্রায় ২০ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হবে। বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) প্রথম যৌথ বার্ষিক পর্যালোচনা সভায় এ কথা জানানো হয়।

যৌথ বার্ষিক পর্যালোচনা সভার এ কর্মসূচিতে গত এক বছরে হাতে নেয়া বিভিন্ন কর্মকাণ্ড পর্যালোচনা করা হয়। এতে খাতওয়ারি পর্যালোচনা, ষাণ্মাসিক পর্যালোচনা, হিসাব নিরীক্ষণ পর্যালোচনা, পরিবেশ ও সামাজিক নিরাপত্তা বিধান এবং বার্ষিক পরিকল্পনা প্রণয়ন ও পর্যালোচনা করা হয়।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬১ হাজার শিক্ষকের পদ সৃষ্টি হবে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬১ হাজার শিক্ষকের পদ সৃষ্টি হবে

সভায় বলা হয়; পিইডিপি-৪ প্রকল্প যথাযথ গতিতে এগিয়ে চলছে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর (ডিপিএইচই) কর্মসূচিতে পূর্ত, অবকাঠামো ও প্রকৌশলগত সহযোগিতা করছে।

পর্যালোচনা সভায় প্রাথমিক শিক্ষা অধিদফতরের প্রশাসনিক বিভাগের আলোচনায় জানা যায়, কর্মসূচির আওতায় চলতি (২০১৯-২০) অর্থবছর ৬১ হাজার ১৬৬ জন শিক্ষকের পদ সৃজন করা হবে। চলতি বছর ডিসেম্বরের মধ্যে প্রায় ২০ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হবে। এ সংক্রান্ত পরিকল্পনা ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।

এছাড়া পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের আলোচনায় জানা যায়, গত অর্থবছর (২০১৮-১৯) সারাদেশে দুর্যোগকালীন সময়ে ক্ষতিগ্রস্ত ৫২৩টি বিদ্যালয়ে ১০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। চলতি অর্থবছর তথ্য ব্যবস্থাপনা বিভাগ বিদ্যালয় পর্যায়ে মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষসমূহে ২৬ হাজার আইসিটি প্যাকেজ বিতরণ করবে।

পর্যালোচনা সভায় চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির পাঁচটি বিষয় নিয়ে গ্রুপ ডিসকাশন হয়। এগুলো হচ্ছে- প্রাথমিক শিক্ষার মান নিশ্চিতকরণ, ন্যায়সঙ্গত অংশগ্রহণ নিশ্চিতকরণ, ব্যবস্থাপনা ও সুশাসন, অর্থ ও ক্রয় ব্যবস্থাপনা এবং সুষ্ঠু সমন্বয় ও অংশীদারিত্ব।

সমাপনী বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন বলেন, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি সবার সহযোগিতায় বাস্তবায়িত হবে। এ কর্মসূচির মূল লক্ষ্যই হলো প্রি-প্রাইমারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সব শিশুর মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ।

উল্লেখ্য, পাঁচ বছর মেয়াদি চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি সরকারের নেয়া প্রাথমিক শিক্ষার উন্নয়নে সর্ববৃহৎ উদ্যোগ। ২০১৮ সালের জুলাই মাস থেকে কর্মসূচিটি শুরু হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দায়িত্বপ্রাপ্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ কর্মসূচি প্রাথমিক শিক্ষা অধিদফতর দ্বারা বাস্তবায়ন করছে।

পর্যালোচনা সভায় মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেনের সভাপতিত্বে আর্থিক সহায়তা প্রদান করা পাঁচটি আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী- এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (জাইকা), জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) এবং বিশ্বব্যাংকের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার ছিল সমাপনী সভা।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group