প্রিমিয়াম সাজেশন Premium Suggestionশিক্ষা নিউজ

এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় পরীক্ষা সাজেশন ২০২৪ SSC Bangladesh and Global Studies Suggestion PDF

এসএসসি পরীক্ষা সাজেশন ২০২৪ বিষয়: বাংলাদেশ ও বিশ্বপরিচয়। এসএসসি পরীক্ষার সাজেশন নিম্নে দেয়া হলো। আর যারা শুধুমাত্র পরীক্ষায় পাস নাম্বার চাচ্ছেন তারা বিগত সালের বোর্ড প্রশ্ন গুলো সলভ করবেন। এতো আপনি পাশ নাম্বার কমন পাবেন আশাবাদি এবং যারা মোটামুটি একটা ভালো নাম্বার কম পেতে চাচ্ছেন তারা বোর্ড প্রশ্ন সলভ করবেন। বিগত সালের বোর্ড প্রশ্ন গুলো আপনি বিভিন্ন সাজেশন গাইডে পাবেন এছাড়া আপনার সিনিয়র ভাইবোনদের কাছ থেকে ও সংগ্রহ করতে পারবেন।এসএসসি শিক্ষার্থীদের জন্য শুভকামনা। অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো বিগত সাল থেকে পড়লে ৮০% কমন পড়ার সম্ভবনা থাকে,তাই সাল থেকে পড়লে বই ও সাজেশন উভয় থেকেই পড়ত হবে।

এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় সাজেশন ২০২৪ বিষয়: বাংলাদেশ ও বিশ্বপরিচয় SSC Bangladesh and Global Studies Suggestion PDF

টর্ট আইন

SSC Bangladesh and Word Studies Suggestion PDF

১. স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো স্থানীয় জনগণের দ্বারা নির্বাচিত ও পরিচালিত হয়। এক্ষেত্রে গ্রামীণ স্থানীয় স্বায়ত্তশাসিত ক্ষুদ্রতম প্রতিষ্ঠান একটি।

ক. আইনের উৎস কয়টি ও কী কী?
খ. অভিশংসন কাকে বলে?
গ. উদ্দীপকে কোন প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে? উক্ত প্রতিষ্ঠানের গঠন প্রণালি আলোচনা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের কার্যাবলি ব্যাখ্যা কর।

২. যুদ্ধ কখনো জাতিতে জাতিতে সংকট নিরসনের পথ হতে পারে না। যুদ্ধ ডেকে আনে ভয়ঙ্কর ধ্বংসলীলা এবং মানবজাতির জন্য অবর্ণনীয় দুর্ভোগ এবং অশান্তি। এরই ধারাবাহিকতায় গড়ে ওঠে নানান সংঘ ও সংস্থা।

ক. ভেটো কী?
খ. অছি পরিষদের কাজ ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে কোন প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে? উক্ত প্রতিষ্ঠান কি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সফল? তুমি কি মনে কর তা যুক্তিসহ লেখ।
ঘ. উদ্দীপকে নির্দেশিত প্রতিষ্ঠানের বাংলাদেশে কী ভূমিকা পালন করছে? সূচিন্তিত মতামত দাও।

৩. চীন ও আমেরিকার মধ্যে সর্বদা বিপরীতমুখী চিন্তা। এর মূল কারণ চীন এবং আমেরিকার ভিনড়ব অর্থনৈতিক ব্যবস্থা। চীনে মানুষ ইচ্ছামত সম্পদ বানাতে পারে না। কিন্তু আমেরিকায় ইচ্ছামত সম্পদ করতে পারে। তাই বর্তমান বিশ্বের মানুষজন আমেরিকার দিকে ঝুঁকে পড়েছে।

ক. উপযোগ কী?
খ. জাতীয় সম্পদ অপচয় রোধ কীভাবে করা যায় ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে চীন ও আমেরিকার কোন কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিরাজ করছে? উহাদের বৈশিষ্ট্য আলোচনা কর।
ঘ. তুমি কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা পছন্দ কর? যুক্তিসহ আলোচনা কর।

৪. মানুষ পরিবারে জন্ম নিয়ে ধীরে ধীরে পরিবারে বড় হতে থাকে। পরিবারে কখনো কখনো পিতা, কখনো মাতায় সর্বময় ক্ষমতার অধিকারী হয়। আবার দিন দিন পরিবারগুলো ছোট ছোট হয়ে আসছে।

ক. সামাজিকীকরণ কী?
খ. পরিবারকে আয়ের একক বলা হয় কেন? ব্যাখ্যা কর।
গ. পরিবারের বিভিন্ন ধরনগুলো বিস্তারিত লেখ।
ঘ. বাংলাদেশে গ্রামীণ ও শহরের পরিবারের বর্তমান অবস্থা ও ভূমিকা আলোচনা কর।

৫. শহিদের বয়স ১৯ বছর। সে সবেমাত্র ঐঝঈ পরীক্ষার্থী। সে খুব শান্ত প্রকৃতির ছেলে। সে নিয়মিত লেখাপড়া ও খেলাধুলা করত। ইদানীং সে কেমন যেন মনে হচ্ছে। বাবা-মাও তার আচরণে কিছুটা পরিবর্তন লক্ষ করছে। কয়েক দিন পর তার বাবা-মা জানতে পারল সে একটি চরমপন্থি গ্রুপের সাথে জড়িয়ে গেছে।

ক. নৈরাজ্য কী?
খ. ‘এইডস’কে নীরব ঘাতক বলা হয় কেন?
গ. উদ্দীপকে উল্লিখিত সমস্যাটির কারণ উল্লেখ কর।
ঘ. এ সমস্যা সমাধানে করণীয়সহ তোমার মতামত প্রদান কর।

৬. ইসলামপুর গ্রামে একটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি কলেজ প্রতিষ্ঠিত হওয়ায় নারী শিক্ষার দ্বার উন্মুক্ত হয়েছে। শিক্ষা, প্রযুক্তি, শিল্পায়নের মতো উপাদান নারীর মর্যাদায় অবদান রাখছে।

ক. কিংসলে ডেভিস-এর মতে সামাজিক পরিবর্তন কী?
খ. পরিবারকে আয়ের একক বলার কারণ ব্যাখ্যা কর।
গ. ইসলামপুর গ্রামের সামাজিক পরিবর্তনের প্রভাবক উপাদান ব্যাখ্যা কর।?
ঘ. “নারীর ক্ষমতায়ন ও মর্যাদা প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে সামাজিক পরিবর্তনের ভূমিকা অনস্বীকার্য” – উদ্দীপকের আলোকে বক্তব্যটি মূল্যায়ন কর।

৭. শাহজাহান সাহেব দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করেছেন। বহু বছর তার গ্রামের বাড়ি যাওয়া হয়নি। এবার ভাতিজার বিয়েতে গ্রামের বাড়ি গিয়ে দেখেন প্রতিটি ঘরে টেলিভিশন। সহজে বিদেশের খবর পাওয়া যাচ্ছে। বিদ্যালয়ে আইসিটির মাধ্যমে শিক্ষাদান চলছে। বর্তমানে গ্রামের মেয়েরা শহরে গিয়ে চাকরি করছে। অথচ শাহজাহান মিয়া যখন গ্রামে ছিলেন তখন এগুলোর কিছুই ছিল না।

ক. সম্পদ কয় প্রকার?
খ. স্থানীয় প্রশাসনের গুরুত্ব ব্যাখ্যা কর।
গ. শাহজাহান সাহেবের গ্রামে সামাজিক পরিবর্তনের যে উপাদানটির কার্যকারিতা পরিলক্ষিত হয় তা ব্যাখ্যা কর।
ঘ. তুমি কী মনে কর উক্ত উপাদানটি সামাজিক পরিবর্তনের একমাত্র কারণ? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

৮. এক ঐতিহাসিক দিনে জামান সাহেব তার পরিবারের সদস্যদের সাথে টিভি দেখছিলেন। টিভির পর্দায় একজন নেতার বলিষ্ঠ কণ্ঠে উচ্চারিত হচ্ছিল প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব তবু এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ্……।

ক. বাংলাদেশে বর্তমানে জনসংখ্যার ঘনত্ব কত?
খ. রাজনৈতিক দল বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে উল্লিখিত ভাষণটির পটভূমি ব্যাখ্যা কর।
ঘ. ‘বাংলাদেশের স্বাধীনতা এবং উদ্দীপকের ভাষণটি একই সূত্রে গাঁথা উক্তিটি বিশ্লেষণ কর।

৯. জনাব আবিদ হাসান একটি রাষ্ট্রের নাগরিক। তার রাষ্ট্রে জনগণই সকল ক্ষমতার মালিক। জনগণ স্বাধীনভাবে সরকারের সমালোচনা করতে পারে। নির্দিষ্ট মেয়াদ অন্তর নির্বাচন অনুষ্ঠিত হয়।

ক. SAARC-এর পূর্ণরূপ লেখ।
খ. GNP বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে যে ধরনের সরকার ব্যবস্থার কথা বলা হয়েছে তা ব্যাখ্যা কর।
ঘ. ‘উক্ত সরকার ব্যবস্থা বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সরকার ব্যবস্থা’ উক্তিটি বিশ্লেষণ কর।

১০. দীর্ঘদিন যাবৎ ব্রিটেনে বসবাসের পর রাজীব বাবা-মায়ের সাথে বাংলাদেশে আসে। প্রথমদিকে সে কারও সাথে মিশতে পারত না। বাবামা অন্যান্যদের সহযোগিতায় সে সমাজের রীতিনীতি, প্রথা, পদ্ধতি ও ধর্মীয় বিষয়াদির সাথে পরিচিত হওয়ার সুযোগ পায়। অল্প কিছুদিনের মধ্যে রাজীব নিজেকে সম্পূর্ণরূপে মানিয়ে নিতে সক্ষম হয়।

ক. সংসদ প্রণীত আইনে রাষ্ট্রপতি কতদিনের মধ্যে সম্মতি প্রদান করবেন?
খ. ভাষা আন্দোলনের গুরুত্ব লেখ।
গ. কোন প্রক্রিয়ায় রাজীব উদ্দীপকের বিষয়গুলোর সাথে মানিয়ে নিতে সক্ষম হয়? ব্যাখ্যা কর।
ঘ. ‘রাজীবের ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে পরিবারই একমাত্র নিয়ামক নয়’ উক্তিটি বিশ্লেষণ কর।

১১. সমাজে রাষ্ট্র ও সমাজকর্তৃক স্বীকৃত এমন একটি বিষয় আছে যা মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে। যার উপস্থিতি মানুষকে অন্যের অবৈধ হস্তক্ষেপ থেকে মুক্ত রাখে। ধনী, গরিব, দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের উপর বিষয়টি সমানভাবে প্রয়োগ করা হয়।

ক. ভারত কোন তারিখে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে?
খ. সার্বভৌমত্ব বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে যে বিষয়টি সম্পর্কে ইঙ্গিত করা হয়েছে তার উৎসগুলো বর্ণনা কর।
ঘ. ‘সুশাসন প্রতিষ্ঠায় উক্ত বিষয়টির গুরুত্ব অপরিসীম’ – উক্তিটি বিশ্লেষণ কর।

১২. জনাব রহিম মিয়ার এক ছেলে ও এক মেয়ে। মেয়েটি মেধাবী হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। অন্যদিকে ছেলেটি সরকারি বিশ্ববিদ্যালয়সমূহে ভর্তি পরীক্ষা দিয়ে কোথাও উত্তীর্ণ হতে পারেনি। একারণে রহিম মিয়া তার ছেলেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাতে বাধ্য হন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি ও অন্যান্য খরচ বহন করতে তাকে হিমশিম খেতে হচ্ছে।

ক. বর্তমানে জাতিসংঘের সদস্য রাষ্ট্র কতটি?
খ. জাতিসংঘের স্থায়ী সদস্য রাষ্ট্র কয়টি?
গ. উদ্দীপকে কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থার কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের অর্থনৈতিক ব্যবস্থার সাথে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার তুলনামূলক বিশ্লেষণ কর।

১৩. জনাব ‘ক’ এমন একটি আন্তর্জাতিক সংস্থায় কর্মরত যেটি বিশ্বশান্তি রক্ষার কাজে নিয়োজিত। এ লক্ষ্যে সংস্থাটি বিভিন্ন দেশ থেকে সদস্য নিয়ে মিশন গড়ে তুলেছে। উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি সৈন্য এ মিশনে কর্মরত।

ক. সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে মানুষের চিন্তা, বিবেক ও বাক স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়া হয়েছে?
খ. পরিবার শিশুর চিরন্তন শিক্ষালয়-ব্যাখ্যা কর।
গ. জনাব ‘ক’ কোন সংস্থায় কর্মরত? এটি সৃষ্টির প্রেক্ষাপট ব্যাখ্যা কর।
ঘ. ‘বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে উক্ত সংস্থাটির অবদান গুরুত্বপূর্ণ – উক্তিটি বিশ্লেষণ কর।

১৪. বিশ্বের প্রতিটি মানুষের নিজস্ব ভাষা ও সংষ্কৃতি রয়েছে। ভাষা ও সংস্কৃতি মানুষের মননশীলতা বিকাশের প্রধান বাহন। আর ভাষা ও সংস্কৃতির মাধ্যমে মানুষ আত্মসচেতন হয়ে ওঠে। যা তাকে যেকোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী করে তোলে।

ক. ‘কবর’ নাটকটির রচয়িতা কে?
খ. দ্বিজাতি তত্ত্ব বলতে কী বোঝ?
গ. “ভাষা ও সংস্কৃতি মননশীলতা বিকাশের প্রধান বাহন” উক্তিটি যথার্থতা মূল্যায়ন কর।
ঘ. ভাষাকেন্দ্রিক আন্দোলনটি কী স্বাধীনতার বীজ বপন করেছিল? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দিয়ে লেখ।

১৫. শীতকালে উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে সামান্য বৃষ্টিপাতের ফলে বাংলাদেশ ও ভারতে ধান, গম, তামাক, বিভিন্ন জাতের ডাল, তৈলবীজ, গোল আলু, পিঁয়াজ, রসুন, ধনিয়া ইত্যাদি বিভিন্ন রবিশস্য এবং বিভিন্ন ধরনের শাকসবজি প্রচুর পরিমাণে উৎপাদন হয়।

ক. বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
খ. কালবৈশাখী ঝড় কেন হয়?
গ. বাংলাদেশের জলবায়ুর বিস্তারিত আলোচনা কর।
ঘ. জলবায়ু পরিবর্তন কীভাবে জনজীবনে প্রভাব বিস্তার করে সূচিন্তিত মতামত দাও।

এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় পরীক্ষা সাজেশন ২০২৪

এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় পরীক্ষা সাজেশন ২০২৩
এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় পরীক্ষা সাজেশন ২০২৩
এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় পরীক্ষা সাজেশন ২০২৩
এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় পরীক্ষা সাজেশন ২০২৩
এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় পরীক্ষা সাজেশন ২০২৩
এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় পরীক্ষা সাজেশন ২০২৩
এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় পরীক্ষা সাজেশন ২০২৩
এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় পরীক্ষা সাজেশন ২০২৩
এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় পরীক্ষা সাজেশন ২০২৩
এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় পরীক্ষা সাজেশন ২০২৩

এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় পরীক্ষা সাজেশন ২০২৩এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় পরীক্ষা সাজেশন ২০২৩

এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় পরীক্ষা সাজেশন ২০২৪. SSC exam suggestions are given below. And those who are only asking for pass marks in the exam will solve the previous year’s board questions. So you are hopeful that you will get the pass number common and those who want to get a fairly good number less will solve the board questions. You will find the previous year’s board questions in various suggestion guides as well as collect them from your senior siblings. Good luck to ssc students. There is an 80% chance of reading the very short questions from the last year, so from the year onwards, you will have to read both the book and the suggestion.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group