রেজাল্ট

নাম্বার সহ রেজাল্ট 2024 SSC Result দেখুন এখানে

নাম্বার সহ রেজাল্ট 2024 SSC Result দেখুন এখানে . মাধ্যমিক (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ ২৮ জুলাই 2024 প্রকাশ করা হবে Secondary (SSC) and equivalent examination results 2024 will be released next 28th july 2024। নির্ধারিত দিনে দুপুর ১ টায় সারা দেশে একযোগে প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা ইন্টারনেট, মোবাইলের এসএমএস ও নিজ নিজ প্রতিষ্ঠান থেকে নাম্বার সহ রেজাল্ট SSC Result 2024 জানতে পারবে। শিক্ষা বোর্ড এর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এই তথ্য সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে, পাসের হার ৯৩.৫৮ শতাংশ। সোমবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশিত হয়। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে ফলাফলের অনুলিপি এবং পরিসংখ্যান প্রতিবেদন প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

এসএসসি রেজাল্ট ২০২৪ কবে দিবে?

এস এস সি রেজাল্ট প্রকাশের তারিখ রবিবার ২৮ জুলাই প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি তিনই ঘোষনা করেন ২৮ জুলাই ২০২৪ এসএসসি রেজাল্ট সকাল ১০ টায় আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে এই ফলাফল অনলাইন, মেসেজ এবং নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান হতে জানা যাবে।

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের জন্য আগামী ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বরের যেকোন একদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় চাওয়া হয়েছে। এই তিনদিনের যেদিন প্রধানমন্ত্রী সময় দেবেন সেদিনই ফল প্রকাশ করা হবে। বুধবার (২২ ডিসেম্বর ২০২১) এসব কথা জানান আন্ত:শিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ।

এসএসসি রেজাল্ট ২০২৪ কিভাবে পাবো?

শিক্ষার্থীরা ইন্টারনেট, মোবাইলের এসএমএস ও নিজ নিজ প্রতিষ্ঠান থেকে নাম্বার সহ রেজাল্ট SSC Result 2024 জানতে পারবে।

SSC/Dakhil পরীক্ষার ফলাফল 2024 জানার নিয়ম

মোবাইলে SMS এর মাধ্যমে এস.এস.সি/ দাখিল / ভোকেশনাল পরীক্ষার ফলাফল 2023 জানার পদ্ধতিঃ

How to check SSC Result 2023 by Mobile SMS? মোবাইল এসএমএস এর মাধমে এস এস সি ফলাফল ২০২১ জানা যাবে যেভাবেঃ

SMS এর মাধ্যমে ফলাফল পাওয়ার পদ্ধতিঃ
SSC<Space>আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর<Space>রোল নম্বর<Space>পাশের বছর এরপর পাঠিয়ে দিন 16222 নম্বরে।

উদাহরণঃ
SSC DIN 455563 2024 এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে।

SMS পদ্ধতি মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্যঃ
Dakhil<Space>আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর<Space>রোল নম্বর<Space>পাশের বছর এরপর পাঠিয়ে দিন 16222 নম্বরে।
উদাহরণঃ
Dakhil MAD 455568 2024 এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে।

এসএসসি ভোকেশনালের জন্যঃ
SSC<Space>আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর<Space>রোল নম্বর<Space>পাশের বছর এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে।

উদাহরণঃ
SSC Tec 456556 2024 এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে।

 সকল বোর্ড এর প্রথম তিন টি অক্ষর নিম্নে দেয়া হল।
DHA = Dhaka Education Board | COM = Comilla Board | RAJ = Rajshahi Board | JES = Jessore Board | CHI= Chittagong Board | BAR = Barisal Board | SYL = Sylhet Board | DIN = Dinajpur Board | MAD = Madrassah Board | TEC= Technical Board | MYN=Mymensing Education Board

২০২২ সালের এস.এস.সি পরীক্ষার ফলাফল ইন্টারনেটে যেভাবে দেখবেন সেটি নিম্নে দেয়া হল।

শুধু রোল নম্বর (Roll Number) দিয়ে নাম্বার সহ রেজাল্ট 2023 SSC Result দেখবো কিভাবে?

নাম্বার সহ রেজাল্ট SSC Rersult 2019 দেখুন এখানে

মার্কশিট সহ এসএসসি রেজাল্ট ২০২৩

http://eboardresults.com/app/stud/ এখানে ক্লিক ওয়েবসাইটে যান তারপর, ড্রপ ডাউন মেনু থেকে SSC/Dakhil/Equivalent নির্বাচন করুন।

তারপর,2023 সাল সিলেক্ট করুন এবং পরবর্তীতে আপনার নিজস্ব শিক্ষা বোর্ডের নাম নির্বাচন করুন।

পরবর্তী, আপনার ফলাফলের প্রকারটি লিখুন (যদি আপনি একক ফলাফল জানতে চান তাহলে Individual Result প্রবেশ করুন)।, আপনি বিষয় চিহ্ন দিয়ে পূর্ণ ফলাফল পাবেন।

তারপর, সঠিক Security Key টি প্রবেশ করে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি একজন মানব। সমস্ত তথ্য সঠিক হলে, শুধু Get Result এ ক্লিক করুন।

সব কাজ সম্পন্ন, আপনি আপনার ফলাফল পাবেন।

প্রিমিয়াম সাজেশন Premium Suggestion

বিদ্যালয়ের (Institution Result) SSC Result Download করবো কিভাবে?
তাহলে http://eboardresults.com/app/stud/ এখানে ক্লিক ওয়েবসাইটে যান তারপর, ড্রপ ডাউন মেনু থেকে SSC/Dakhil/Equivalent নির্বাচন করুন।

তারপর,2024 সাল সিলেক্ট করুন এবং পরবর্তীতে আপনার নিজস্ব শিক্ষা বোর্ডের নাম নির্বাচন করুন।

পরবর্তী, আপনার ফলাফলের প্রকারটি লিখুন ( নির্বাচন করুন, স্কুল EIIN প্রবেশ করুন)। Registration Number এখানে থেকে ফলাফল পেতে ঐচ্ছিক।

আপনি বিষয় চিহ্ন দিয়ে পূর্ণ ফলাফল পাবেন। তারপর, সঠিক নিরাপত্তা Key টি প্রবেশ করে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি একজন মানব। সমস্ত তথ্য সঠিক হলে, শুধু Get Result এ ক্লিক করুন।

সব কাজ সম্পন্ন, আপনি আপনার ফলাফল পাবেন।

এসএসসির ফল ২০২২

সম্পূর্ণ কেন্দ্রের (District Result,Centre Result) SSC Result দেখবো কিভাবে?

http://eboardresults.com/app/stud/ এখানে ক্লিক ওয়েবসাইটে যান  ড্রপ ডাউন মেনু থেকে SSC/Dakhil/Equivalent নির্বাচন করুন।

তারপর,2025 সাল সিলেক্ট করুন এবং পরবর্তীতে আপনার নিজস্ব শিক্ষা বোর্ডের নাম নির্বাচন করুন। পরবর্তী, আপনার ফলাফলের প্রকারটি লিখুন ( স্কুলগত ফলাফল নির্বাচন করতে চান তাহলে Institution Result নির্বাচন করুন, স্কুল EIIN প্রবেশ করুন)।

তারপর, সঠিক নিরাপত্তা Key টি প্রবেশ করে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি একজন মানব। সমস্ত তথ্য সঠিক হলে, শুধু Get Result এ ক্লিক করুন।

সব কাজ সম্পন্ন, আপনি আপনার SSC ফলাফল পাবেন।

https://youtu.be/Y0DRXYDfB48

মার্কসিট সহ SSC রেজাল্ট 2024 সম্পূর্ণ কেন্দ্রের (District Result,Centre Result) দেখবো কিভাবে?

তাহলে http://eboardresults.com/app/stud/ এখানে ক্লিক ওয়েবসাইটে যান তারপর, ড্রপ ডাউন মেনু থেকে SSC/Dakhil/Equivalent নির্বাচন করুন।

তারপর,2024 সাল সিলেক্ট করুন এবং পরবর্তীতে আপনার নিজস্ব শিক্ষা বোর্ডের নাম নির্বাচন করুন।

পরবর্তী, আপনার ফলাফলের প্রকারটি লিখুন (যদি আপনি একক ফলাফল জানতে চান তাহলে Individual Result বা স্কুলগত ফলাফল নির্বাচন করতে চান তাহলে Institution Result নির্বাচন করুন, স্কুল EIIN প্রবেশ করুন)।

Registration Number এখানে থেকে ফলাফল পেতে ঐচ্ছিক। কিন্তু, আপনি রেজিস্ট্রেশন সংখ্যা লিখুন, তারপর, সঠিক নিরাপত্তা Key টি প্রবেশ করে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি একজন মানব। সমস্ত তথ্য সঠিক হলে, শুধু Get Result এ ক্লিক করুন। সব কাজ সম্পন্ন, আপনি আপনার ফলাফল পাবেন।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group