রেজাল্ট

মাদ্রাসা বোর্ডের এসএসসি দাখিল পরীক্ষার ফলাফল 2024 মার্কসিট সহ SSC Result

মার্কসিট সহ মাদ্রাসা বোর্ডের এসএসসি দাখিল পরীক্ষার ফলাফল 2024 SSC Result দেখার বিকল্প পদ্ধতি। ২০২৩ সালের এসএসসি দাখিল পরীক্ষার ফলাফল ২৮ জুলাই শুক্রবার দুপুরে প্রকাশ হবে। খুব সহজে এখান থেকে এসএসসি দাখিল ফলাফল 2024 সংগ্রহ করতে পারবেন। প্রতিবছর এসএসসি রেজাল্টের দিন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে ফলাফল হস্তান্তর করেন। প্রতিবছরের ন্যায় এবারো সকালে তিনি প্রধানমন্ত্রীর হাতে ফলাফল তুলে দিবেন। তারপর শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। Madrasa Board SSC Dakhil Exam Result 2024 With Marksheet Has Been Published On Daily Result BD Website.

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে, পাসের হার ৯৩.৫৮ শতাংশ। সোমবার ২৮ জুলাই শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশিত হয়। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে ফলাফলের অনুলিপি এবং পরিসংখ্যান প্রতিবেদন প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

ফলাফল প্রকাশের পর সঠিক সময়ে বাংলাদেশ শিক্ষা বোর্ড এর অফিসিয়াল ওয়েবসাইট www.educationboardresults.gov.bd এ ফলাফল দেখা সম্ভব হয়না। সবাই একত্রে চেষ্টার ফলে সার্ভার জনিত সমস্যা দেখা দেয়। এক সাথে এত মানুষকে সামলানোর ক্ষমতা বাংলাদেশের শিক্ষাবোর্ড এর রেজাল্ট দেখার অফিশিয়াল ওয়েবসাইটের পক্ষে সম্ভব হয়না। তাই সবাইকে ফলাফল ভোগান্তির স্বীকার হতে হয়।

আরো দেখুন- এসএসসি পরীক্ষার ফলাফল ২০২৪ সকল বোর্ড

যারা মাদ্রাসা বোর্ড এর এসএসসি দাখিল পরীক্ষার ফলাফল সহজ উপায়ে পাইতে চান আমাদের ওয়েবসাইট এ মাধ্যমে সবার আগে সহজেই পাইতে পারেন কাঙ্ক্ষিত রেজাল্ট। মাদ্রাসা বোর্ড দুপুরে তাদের নিজস্ব ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করবে। তাই যারা মাদ্রাসা বোর্ড এর পরীক্ষার্থী তারা খুব সহজেই ফলাফল পেয়ে যাবেন। বাংলাদেশ শিক্ষা বোর্ড এর ফলাফল দেখার কমন ওয়েবসাইটে প্রথমে পূর্ণাঙ্গ মার্কশীটসহ ফলাফল প্রকাশ করে না কিন্তু মাদ্রাসা বোর্ড এর অফিশিয়াল ওয়েবসাইটে ফলাফল প্রকাশের পর থেকেই পূর্ণাঙ্গ মার্কশীটসহ ফলাফল দেখা যাবে।

এসএসসি দাখিল পরীক্ষার রেজাল্ট 2024 SSC Result

অনলাইনে  মার্কসিট সহ কুমিল্লা বোর্ড এসএসসি রেজাল্ট ২০২২ দেখবেন যেভাবে:

অনলাইনে মাদ্রাসা শিক্ষাবোর্ড এর এসএসসি দাখিল পরীক্ষার ফলাফল বিকল্প পদ্ধতিতে দেখবেন যেভাবে: এসএসসি দাখিল পরীক্ষার রেজাল্ট দেখতে https://eboardresults.com/app/stud/ ক্লিক করুন

মার্কসিট সহ মাদ্রাসা বোর্ডের এসএসসি দাখিল পরীক্ষার ফলাফল ২০১৯

অনলাইনে ফলাফল দেখার নিয়ম:

  • প্রথমে আপনাকে এই https://eboardresults.com/app/stud/ ওয়েবসাইটে ভিজিট করতে হবে
  • তারপর আপনাকে পরীক্ষার নাম সিলেক্ট করতে হবে অপশন থেকে
  • তারপর যে সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন তার নির্বাচন করতে হবে। ২০২৩ সালের পরীক্ষার্থী সেহেতু এখানে ২০২৩ নির্বাচন করুন।
  • এরপর আপনি যে বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন তা নির্বাচন করুন। যেমন ধরুন, আপনি ঢাকা বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন তাহলে আপনার বোর্ড হবে ঢাকা Dhaka
  • পরবর্তী ঘরে আপনার রোল নাম্বার দিতে হবে।
  • রেজাল্ট টাইপ এ গিয়ে individual result সিলেক্ট করতে হবে।
  • তারপর জেএসসি-জেডিসি পরীক্ষার রোল নাম্বার এন্ট্রি দিতে হবে।
  • এরপর আপনার রেজিষ্টেশন নম্বরের ঘরটি সঠিকভাবে পূর্ণ করতে হবে।
  • এর নিচে লক্ষ্য করে দেখবেন একটি ক্যাপচা। এখানে যে শব্দটি বা সংখ্যাটি হিজিবিজি ভাবে লেখা থাকবে তা সঠিকভাবে পাশের ঘরটিতে টাইপ করতে হবে।

এস এম এসের মাধ্যমে মাদ্রাসা শিক্ষাবোর্ডের এসএসসি দাখিল পরীক্ষার ফলাফল দেখার উপায়ঃ

ফলাফল দেখতে আপনার মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে লিখুনঃ

SSC<Space>MAD<space>Roll Number <space> 2024 And Send to 16222 Number

উদাহরণ: SSC MAD 123456 2023 ম্যাসেজটি পাঠাতে হবে 16222 নম্বরে, ফিরতি এস.এম.এসে আপনার ফলাফল পেয়ে যাবে।

বি.দ্রঃ ফলাফল প্রকাশের আগে (১২:৩০ টার আগে) এস.এম.এস পাঠালে রিপ্লাই পাবেন না। তাই ফলাফল প্রকাশের পরে এসএমএস করুন।

এস এম এসের মাধ্যমে কুমিল্লা বোর্ড এর SSC ফলাফল দেখার উপায়ঃ

An alternative method of viewing Madrassa board SSC admission exam results in 2024 with the market sheet. The results of the 2024 SSC admission exam will be released at noon on December 30. You can easily collect the SSC admission result in 2024 from here. Every year on the day of the SSC result, the Education Minister hands over the results to the Prime Minister. Like every year, he will hand over the results to the Prime Minister this morning. It will then be published on the education board’s website. Madrasa Board SSC Dakhil Exam Result 2024 With Marksheet Has Been Published On the Daily Result BD Website.

এস.এস.সি পরীক্ষার গ্রেডিং সিস্টেম 2024

Marks Range Grade Points Grade
80 – 100 5.00 A+
70 – 79 4.00 A
60 – 69 3.50 A-
50 – 59 3.00 B
40 – 49 2.00 C
33 – 39 1.00 D
0 – 32 0.00 F
শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group