এইচএসসি পরীক্ষার রেজাল্ট 2023 HSC Result

HSC Result: এইচএসসি পরীক্ষার রেজাল্ট 2023 প্রকাশ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে আজ ৮ ফেব্রুয়ারী ২০২৩। ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক সোমবার এ তথ্য Daily Result BD নিশ্চিত করেন।

এইচ এস সি রেজাল্ট 2023 কবে দিবে?

৮ ফেব্রুয়ারী এইচ এস সি ফলাফল প্রকাশিত হবে। রেওয়াজ অনুযায়ী ওইদিন সকাল ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এইচএসসি ফলের অনুলিপি তুলে দেবেন শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট বোর্ড প্রধানরা। পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানানো হবে। HSC Exam Result Publish date 8th February 2023

এইচ এস সি রেজাল্ট 2023 প্রকাশ HSC Result

এইচ এস সি রেজাল্ট 2023 প্রকাশ HSC Result

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পৌনে দুই লাখ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। সব বোর্ডে জিপিএ-৫ এর সংখ্যা ১ লাখ ৮৬ হাজার।

সব বোর্ডে পাসের হার ৮৬ শতাংশের কিছু বেশি।

গতবার এসএসসি ও সমমানে মোট পাসের হার ছিলো ৯৫ দশমিক ২৬ শতাংশ। গতবছর জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন পরীক্ষার্থী। গতবার এসএসসি ও সমমানে মোট পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ।

শিক্ষা বোর্ডগুলোর নিজস্ব ওয়েবসাইট ও সব শিক্ষা বোর্ডের রেজাল্টের ওয়েবসাইটে (www.educationboardresults.gov.bd) ফল জানা যাবে। এ ওয়েবসাইটে প্রবশে করে পরীক্ষার্থীদের পরীক্ষার নাম, পাসের বছর, বোর্ড, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এন্ট্রি দিতে হবে। যিনি ফল দেখতে চাচ্ছেন তিনি রোবোট নন তা যাচাইয়ে একটি যোগ অংক করতে দেয়া হবে। যে যোগফল এন্ট্রি দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে শিক্ষার্থীরা ফল দেখতে পারবেন।

এসএমএসের মাধ্যমেও জানা যাবে। এজন্য ফোনের ম্যাসেজ অপশনে হিয়ে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে (ঢাকা বোর্ডের ক্ষেত্রে Dha) পরীক্ষার্থীর রোল নম্বর টাইপ করে স্পেস দিয়ে 2022 লিখে তা 16222 নম্বরে এসএমএস পাঠাতে হবে।

উদাহারণ : HSC<>Board name (First 3 letter) <> Roll<>2022

এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ১ এপ্রিল। আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৩ লাখ ৫১ হাজার ৩০৯ জন।

এর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের ১১ লাখ ৩৮ হাজার ৫৫০ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৭৮ হাজার ৪৫১ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ২৪ হাজার ২৬৫ জন। মোট কেন্দ্র সংখ্যা ২ হাজার ৫৮০টি। পরীক্ষা শেষ হয় ১২ মে। আর ১২ থেকে ২১ মের মধ্যে হয় ব্যবহারিক পরীক্ষা।
গত বছর এইচএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৬৬ দশমিক ৬৪ শতাংশ। আর মোট জিপিএ-৫ পেয়েছিল ২৯ হাজার ২৬২ জন।

HSC Result দেখতে এখানে ক্লিক করুন-

https://eboardresults.com/app/

https://eboardresults.com/app/stud/

http://www.educationboardresults.gov.bd/

HSC Result Check By Mobile SMS Method

HSC Result Check By Mobile SMS Method

HSC <Space>3 letter of Board Name< Space> Roll And Send To 16222 Number

An Example Here: HSC DIN 947574 2023 16222

এইচএসসি ফলাফল পুনঃনিরীক্ষণ আবেদন প্রক্রিয়া ২০২৩

পুনঃনিরীক্ষণ আবেদন শুধুমাত্র টেলিটকের প্রিপেইড মোবাইল ফোন এর মাধ্যমে করা যায়

আপনার মোবাইল মেসেজে যান এবং RSC <Space> টাইপ করুন শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর <Space> রোল নম্বর <Space> বিষয় কোড এবং এটি 16222 তে পাঠিয়ে দিন।

তারপরে আপনি একটি PIN নাম্বার সহ একটি এসএমএস পাবেন। এটি ৪ নং ধাপে দরকার পড়বে।

আপনাকে অবশ্যই RSC <Space> yes <Space> পিন নম্বর <Space> মোবাইল নম্বর টাইপ করতে হবে এবং এটি ১৬২২২ তে পাঠাতে হবে।
১৫০ টাকা আবেদন ফি কেটে নেয়া হবে।

শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষরঃ

DHA – Dhaka Board

BAR – Barisal Board

SYL – Sylhet Board

COM – Comilla Board

CHI – Chittagong Board

RAJ – Rajshahi Board

JES – Jessore Board

DIN – Dinajpur Board

MAD – Madrasah Board

TEC- Technical Board

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group