রেজাল্ট

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল

একাদশ জাতীয় সংসদ নির্বাচন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফল পর্যায়ক্রমে প্রকাশিত হচ্ছে। সর্বশেষ ফলাফল অনুযায়ী আওয়ামীলীগ ২৮৮ আসনে এগিয়ে রয়েছে এদিকে বিএনপি ৭ আসনে এগিয়েছে। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী পেয়েছে ৩ আসন।

দল / জোট   এগিয়ে জয়ী
আওয়ামী লীগ
২৫৯
২৫৯

বিএনপি

০০৫

০০৫

জাতীয় পার্টি
গণফোরাম
ওয়ার্কার্স পার্টি
জাসদ
বিকল্পধারা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল।

⛵ আওয়ামী-মহাজোট- ২৮৮
🌾 বিএনপি- ঐক্যফ্রন্ট- ০০৭
🐯 স্বতন্ত্র প্রার্থী- ০০৩

টানা তৃতীয়বারের মত সরকার গঠনের পথে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। ২৯৯টি আসনের মধ্যে ২৯৮টি আসনের ফল ঘোষণা হয়েছে। স্থগিত রয়েছে একটি আসন। এর মধ্যে ২৮৮টি আসনে মহাজোট, ৭টি আসনে ঐক্যফ্রন্ট এবং ৩টি আসনে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা তৃতীয়বার সরকার গঠনের করছে আওয়ামী লীগ। ২৯৯ আসনের মধ্যে আওয়ামী লীগ ২৫৯, জাতীয় পার্টি ২০, বিএনপি ৫, ওয়ার্কার্স পার্টি ৩, স্বতন্ত্র ৩, জাসদ ২, বিকল্প ধারা ২, গণফোরাম ২, তরিকত ফেডারেশন ১, জেপি (মঞ্জু) ১ আসনে জয় পেয়েছে।

গোপালগঞ্জ-৩ আসনে শেখ হাসিনা ২ লাখ ২৯ হাজার ৫৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এছাড়া নোয়াখালী-৫ আসনে ওবায়দুল কাদের, ঢাকা-১: সালমান এফ রহমান, রংপুর-৩ আসনে বিজয়ী হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। বগুড়া ৬ আসনে জয় পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঐক্যফ্রন্ট প্রার্থীর মৃত্যুতে গাইবান্ধা-৩ আসনের ভোট আগেই স্থগিত হয়েছিল। তিনটি কেন্দ্রের ভোট স্থগিত হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ফলও স্থগিত করা হয়েছে। ওই কেন্দ্রগুলোতে নতুন করে ভোট হওয়ার পর ফল ঘোষণা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য

১০,৪১,৯০,৪৮০

মোট ভোটার

৫,২৫,৪৭,৩২৯

পুরুষ ভোটার

৫,১৬,৪৩,১৫১

নারী ভোটার

৩০০

আসন সংখ্যা

১,৮৪৮

মোট প্রার্থী

১,৭৭৯

পুরুষ প্রার্থী

৬৯

নারী প্রার্থী

৩৯

দল

✅নওগাঁ-৪: মো. ইমাজউদ্দিন প্রামাণিক বেসরকারিভাবে জয়ী (নৌকা ১,৬৬,৪৬২), নিকটতম: শামসুল আলম প্রামাণিক (ধানের শীষ ৪৯,৯৭১)
✅মাগুরা-১: সাইফুজ্জামান শিখর বেসরকারিভাবে জয়ী (নৌকা ২,৭৪,১৩০ ভোট), নিকটতম: মনোয়ার হোসেন (ধানের শীষ ১৬,৪৬৭ ভোট)
✅মাগুরা-২: বীরেন শিকদার বেসরকারিভাবে জয়ী (নৌকা ২,৩০,১২৩), নিকটতম: নিতাই রায় চৌধুরী (ধানের শীষ ৫২,০০৯)
✅নওগাঁ-৬: মো. ইসরাফিল আলম বেসরকারিভাবে জয়ী (নৌকা ১,৯০,৪২৯), নিকটতম: আলমগীর কবীর (ধানের শীষ ৪৬,১৫৪)
✅দিনাজপুর-৩: ইকবালুর রহিম বেসরকারিভাবে জয়ী (নৌকা ১,৯৫,৭০০), নিকটতম: মুফতি মো. খায়রুজ্জামান (হাতপাখা ৩৯,৫০০)
✅মেহেরপুর-২: মো. সাহিদুজ্জামান বেসরকারিভাবে জয়ী (নৌকা ১,৬৯,০১৪), নিকটতম: জাভেদ মাসুদ (ধানের শীষ ৭,৯০০)
✅মেহেরপুর-১: অধ্যাপক ফরহাদ হোসেন বেসরকারিভাবে জয়ী (নৌকা ১,৬৯,২০৪), নিকটতম: মাসুদ অরুণ (ধানের শীষ ১২,৯৬৯)
✅লক্ষ্মীপুর-৩: শাজাহান কামাল বেসরকারিভাবে জয়ী (নৌকা ২,৩৩,৪৭৫), নিকটতম: শহিদউদ্দিন চৌধুরী অ্যানি (ধানের শীষ ১৪,৪৭৭)
✅চট্টগ্রাম-৩: মাহফুজুর রহমান মিতা বেসরকারিভাবে জয়ী (নৌকা ১,৬২,৫৪৫), নিকটতম: মোস্তফা কামাল পাশা (ধানের শীষ ৩,০২২)
✅টাঙ্গাইল-৭: একাব্বর হোসেন বেসরকারিভাবে জয়ী (নৌকা ১,৬৪,৪৭৬), নিকটতম: আবুল কালাম আজাদ সিদ্দিকী (ধানের শীষ ৮৫,৮০৩)
✅কিশোরগঞ্জ-৪: রেজওয়ান আহমেদ বেসরকারিভাবে জয়ী (নৌকা ২,৫৪,২৪৪), নিকটতম: এড. ফজলুর রহমান (ধানের শীষ ৪,৯১৮)
✅খুলনা-৫: নারায়ণ চন্দ্র চন্দ বেসরকারিভাবে জয়ী (নৌকা ২,৩১,৭২৯), নিকটতম: মিয়া গোলাম পরোয়ার (ধানের শীষ ৩২,৬৯৪)
✅নেত্রকোনা-৪: রেবেকা মমিন বেসরকারিভাবে জয়ী (নৌকা ২,০৪,৭৮৫), নিকটতম: তাহমিনা জামান (ধানের শীষ ৩৭,৬০৫)
✅কুষ্টিয়া-২: হাসানুল হক ইনু বেসরকারিভাবে জয়ী (নৌকা ২,৮১,০৪৫), নিকটতম: আহসান হাবিব লিংকন (ধানের শীষ ৩৬,৭৭৪)
✅কুষ্টিয়া-৩: মাহবুব উল আলম হানিফ বেসরকারিভাবে জয়ী (নৌকা ২,৯৬,৫৯২), নিকটতম: জাকির হোসেন (ধানের শীষ ১৪,৩৭৯ ভোট)
✅ভোলা-৪: আব্দুল্লাহ আল ইসলাম (জ্যাকব) বেসরকারিভাবে জয়ী (নৌকা ২,৯৯,১৫০ ভোট), নিকটতম: মাওলানা মহিবুল্লাহ (হাতপাখা ৬,২২২)
✅চাঁদপুর-১: মহিউদ্দীন খান আলমগীর বেসরকারিভাবে জয়ী (নৌকা ১,৯৭,৬৬৬), নিকটতম: মোশাররফ হোসেন (ধানের শীষ ৭,৯০৪)
✅লালমনিরহাট-৩: জিএম কাদের বেসরকারিভাবে জয়ী (লাঙ্গল ১,১২,৬৩২), নিকটতম: আসাদুল হাবিব দুলু (ধানের শীষ ৮৯,১১৯)
✅লালমনিরহাট-১: মোতাহার হোসেন বেসরকারিভাবে জয়ী (নৌকা ২,৬৪,১১২), নিকটতম: হাসান রাজীব প্রধান (ধানের শীষ ১১,০০৩)
✅কুষ্টিয়া-৪: সেলিম আলতাফ জর্জ বেসরকারিভাবে জয়ী (নৌকা ২,৭৮,৮৬৪), নিকটতম: সৈয়দ মেহেদী আহমেদ রুমী (ধানের শীষ ১২,৩১৯)
✅চট্টগ্রাম-৬: এবিএম ফজলে করিম চৌধুরী বেসরকারিভাবে জয়ী (নৌকা ২,৩১,৪৪২), নিকটতম: জসিমউদ্দীন সিকদার (ধানের শীষ ২৩০৭)
✅নীলফামারী-২: আসাদুজ্জামান নূর বেসরকারিভাবে জয়ী (নৌকা ১,৭৭,৬৫৭), নিকটতম: মো: মনিরুজ্জামান মন্টু (ধানের শীষ ৭৯৪৮৪)
✅লালমনিরহাট-২: নুরুজ্জামান আহমেদ বেসরকারিভাবে বিজয়ী (নৌকা ৯৯,৬৪৭ ভোট), নিকটতম: রোকনউদ্দীন বাবুল (ধানের শীষ ৭৩,৫৫৩)
✅কুষ্টিয়া-১: সরওয়ার জাহান বাদশা বেসরকারিভাবে বিজয়ী (নৌকা ২,৭৬,৯৭৮ ভোট), নিকটতম: রেজা আহমেদ (ধানের শীষ ৩,৪২০)

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group