প্রশ্ন সমাধানবিসিএস

৪৫ তম বিসিএসের প্রশ্ন সমাধান 45th BCS Question Solution

৪৫ তম বিসিএসের প্রশ্ন সমাধান 45th BCS Question Solution নিম্নে দেয়া হলো । মোট ২০০ নম্বরের সকল প্রশ্নের উত্তর নিম্নে দেয়া হলো।

৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার নম্বর বণ্টন ও সিলেবাসঃ

১। বাংলা ভাষা ও সাহিত্য- ৩৫

২। English Language and Literature- 35

৩। বাংলাদেশ বিষয়াবলি- ৩০

৪। আন্তর্জাতিক বিষয়াবলি- ২০

৫। ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব.) পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা- ১০

৬। সাধারণ বিজ্ঞান- ১৫

৭। কম্পিউটার ও তথ্য-প্রযুক্তি- ১৫

৮। গাণিতিক যুক্তি- ১৫

৯। মানসিক দক্ষতা- ১৫

১০। নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন- ১০
মোট নম্বর : ২০০

পরীক্ষার তারিখ ১৯ মে ২০২৩।

৪৫ তম বিসিএসের প্রশ্ন সমাধান 45th BCS Question Solution

৪৫ তম বিসিএসের প্রশ্ন সমাধান 45th BCS Question Solution

সদ্য অনুষ্ঠিত হওয়া ৪৫ তম বিসিএসের একটা প্রশ্ন:
* তোমার নাম কী? এখানে ‘ কী’ কোন পদ?
সঠিক উত্তর: সর্বনাম পদ।
ব্যাখা: আমরা জানি,
কি= অব্যয় পদ ( হ্যাঁ / না দিয়ে সমাধান হয়)
যেমন:
তুমি কি ভর্তি পরিক্ষার্থী?
উত্তর : না। ( এই কি অব্যয় পদ)
কী= সর্বনাম/ বিশেষণ উভয়টাই হতে পারে।
কখন সর্বনাম হবে?
উত্তর: যখন উত্তর হবে ডেসক্রিপশনাল বা বর্ণনামূলক, তখন কী হবে। আর সেটা হবে সর্বনাম পদ।
যেমন: তোমার নাম কী?
কারক কী কী?
তার বাবা কী করেন?
** কখন বিশেষণ হবে:
প্রশ্ন জিজ্ঞাসা ছাড়া অন্যক্ষেত্রে কী – বিশেষণ হবে।
যেমন:
কী সহজে কাজটি হয়ে গেল!
কী নিস্পৃহ!

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group