জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনাল ভর্তির কোটার মেধা তালিকা ২০২০ প্রকাশ Notice regarding quota merit list result for national university masters professional admission 2020-2021
২০২০-২১ শিক্ষাবর্ষের মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তি কার্যক্রমে কোর্সভিত্তিক কোটার মেধা তালিকা ফলাফল ৭ সেপ্টেম্বর রাত ৯ টায় অনলাইনে প্রকাশ করা হবে।
উক্ত ফল ঐ দিন বিকেল ৪টা থেকে SMS এর মাধ্যমে nu<space>atmf<space>roll লিখে 16222 নম্বরে Send করে এবং রাত ৯টায় ওয়েব সাইট www.nu.ac.bd/admissions থেকে ফল পাওয়া যাবে।
বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.nu.ac.bd/admissions অথবা www.nubd.info) থেকে জানা যাবে।
উল্লেখ্য যে, একই অথবা দুটি ভিন্ন শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত/প্রাইভেট) অথবা মাস্টার্স প্রফেশনাল কোর্সে বর্তমান অধ্যয়নরত কোন শিক্ষার্থী ২০২০-২০২১ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তি হলে তার উভয় ভর্তি বাতিল বলে গণ্য হবে।
অনলাইনে রেজাল্ট দেখার লিংকঃ http://app5.nu.edu.bd/nu-web/msapplicant/applicantLogin.action?degreeName=Professional
উক্ত ওয়েবসাইটে প্রবেশ করে,এডমিশন রোল ও পিন নাম্বার দিয়ে লগইন করে মেধা তালিকা দেখা যাবে ।