এনইউ রেজাল্টজাতীয় বিশ্ববিদ্যালয়

আইএসটিটি এর অধীনে B.Sc (Hons) in AMT, KMT and FDT পরীক্ষার ফলাফল 2024

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের আইএসটিটি এর অধীনে B.Sc (Hons) in AMT, KMT and FDT পরীক্ষার ফলাফল ২০২২ প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি।

জাতীয় বিশ্ববিদ্যালয় এর ২০২৯ সালের ICT স্নাতক (সম্মান) (নিয়মিত) B.Sc Honours in Apparel Manufacture & technology (AMT), Knitwear Manufacture & Technology(KMT), and Fashion Design & Technologoy (FDT) Of Academic Session 2014-2015 Exam Result 2023 পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় পাসের হার ৭৬ দশমিক ০৫ শতাংশ।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২০২২ সালের বি.এসসি (অনার্স) ইন-এ্যাপারেল ম্যানুফ্যাকচার এন্ড টেকনোলজি (AMT), নীটওয়্যার ম্যানুফ্যাকচার এন্ড টেকনোলজি (KMT), ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি (FDT) দ্বিতীয় বর্ষ, ৩য় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি।

আইএসটিটি B.Sc (Hons) in AMT KMT and FDT পরীক্ষার ফলাফল 2024

আইএসটিটি B.Sc (Hons) in AMT KMT and FDT পরীক্ষার ফলাফল 2024
আইএসটিটি B.Sc (Hons) in AMT KMT and FDT পরীক্ষার ফলাফল 2024

 

আইএসটিটি B.Sc (Hons) in AMT KMT and FDT পরীক্ষার ফলাফল 2023

আইএসটিটি B.Sc (Hons) in AMT KMT and FDT পরীক্ষার ফলাফল 2022

আইএসটিটি B.Sc (Hons) in AMT KMT and FDT পরীক্ষার ফলাফল
২০১৭ ও ২০১৮ সালের B.Sc (Hons) in AMT পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি।এতে বলা হয়,এনইউ ২০১৮ সালের অনার্স প্রফেশনাল (নিয়মিত) পরীক্ষায় সারাদেশে ১৫৭টি কলেজের ৮ হাজার ৬৬৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে পাঁচ হাজার ৪৫৫ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হারে যা ৭৬ দশমিক ০৫ শতাংশ।

প্রকাশিত NU ফল মঙ্গলবার বিকেল ৪ টার পর যেকোনো মোবাইল নম্বর থেকে NU <Space> H <Space> রোল নম্বর লিখে 16222 নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও (www.nu.ac.bd/results and www.nubd.info) ফল জানা যাবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রকাশিত ফলাফলের কোন প্রকার অসঙ্গতি বা ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন বা সম্পুর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষন করে।প্রকাশিত রেজাল্ট সম্পর্কে কোন পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারো কোন আপত্তি/ অভিযোগ থাকলে ফলাফল প্রকাশের ০১ (এক) মাসের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের নিকট লিখিতভাবে জানাতে হবে। অন্যথায় কোন আপত্তি ।অভিযোগ গ্রহণ করা হবে না।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group