এনইউ রেজাল্টজাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের CGPA সমন্বিত ফলাফল ২০২৪ Honours 4th year CGPA result 2024

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের সমন্বিত সিজিপিএ রেজাল্ট ২০২৪ National University Honors 4th year integrated CGPA result 2024। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮, ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের ২০২১ সালের ৪র্থ বর্ষ অনার্স পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষার ৭৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। পরীক্ষার্থীদের ৪ বছরের সমন্বিত ফলাফলের সিজিপিএ আজ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর Daily Result BD কে এ তথ্য নিশ্চিত করেছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বুধবার এ ফল প্রকাশ করা হয়। পাসের হার ৭৭ দশমিক ৫৭ শতাংশ। সন্ধ্যা ৭টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd/results অথবা www.nubd.info/results) থেকে ফলাফল পাওয়া যাবে।

বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক আতাউর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চার বছরের সমন্বিত ফলাফল ((CGPA) ১৩/১১/২০২৩ প্রকাশিত । এই পরীক্ষায় ৭৩৩টি কলেজের ২ লাখ ৯৪ হাজার ৭২৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

NU Honours 4th Year CGPA consolidated Result 2024 with Marksheet published today

২০২১ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার CGPA সিজিপিএ ফলাফল প্রকাশ প্রসঙ্গে। ২০১৯ সালের অর্নাস ৪র্থ বর্ষ পরীক্ষার সংশোধিত ফলাফল ২৫/০৫/২০২২ইং তারিখ প্রকাশ করা হয়েছে। National University Honours 4th Year CGPA Result 2021

উল্লেখ, ১ম,২য় ও ৩য় বর্ষে বিভিন্ন কোর্সে অকৃতকার্য পরীক্ষার্থীদের উত্তির্ন প্রেক্ষিতে তাদের CGPA সহ এ ফলাফল প্রকাশ করা হলো। ফলাফল দেখার লিংকঃ http://www.nu.ac.bd/results/

এনইউ ২০১৮ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষায় ৩০টি অনার্স বিষয়ে ৬১৩ টি কলেজের ১৮২ টি কেন্দ্রে ১ লাখ ৮৪ হাজার ৯২৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। অনার্স ১ম বর্ষের পরীক্ষায় অকৃতকার্য পরীক্ষার্থীদের অনার্স ১ম বর্ষ/২০১৯ পরীক্ষার প্রকাশিত ফলাফলের ভিত্তিতে অনার্স ৪র্থ বর্ষের সমন্বিত ফলাফল প্রকাশ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের CGPA সমন্বিত ফলাফল ২০২৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের CGPA সমন্বিত ফলাফল ২০২৩

National University Honours 4th Year Results 2022 Releasedজাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফলাফল ২০২২

অনার্স সিজিপিএ রেজাল্ট আপডেট
অনার্স ৪র্থ বর্ষ(২০১৬-২০১৭ সেশন) যাদের ২য় ও ৩য় বর্ষে ইমপ্রুভমেন্ট ছিলো তাদের সিজিপিএ রেজাল্ট আপডেট করা হয়েছে।

অনার্স সিজিপিএ রেজাল্ট দেখবেন যেভাবেঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট সংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করুন।
NU Honours → Consolidated অপশনে ক্লিক করে আপনার অনার্স ৪র্থ বর্ষের রোল ও রেজিষ্ট্রেশন নাম্বার, এক্সাম ইয়ার ২০২০ দিয়ে পূরন করুন।
Enter the code above here লেখার নিচে বক্সে উপরের বক্সে উল্লেখিত কোড লিখুন।
Search result বাটনে ক্লিক করুন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের সমন্বিত সিজিপিএ রেজাল্ট ২০২৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমন্বিত সিজিপিএ রেজাল্ট ২০২১

National University Honours 4th Year CGPA Result 2022 publish 2014-2015 Session প্রকাশিত ফল বিকাল ৪ টা থেকে এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে /দেখতে পারবেন শিক্ষার্থীরা।

যে কোন মোবাইল মেসেজ অপশনে গিয়ে NU <Space> H4 <Space> Roll Number লিখে 16222 নম্বরে Send করে Result জানা যাবে।

এছাড়া NU বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd/results) থেকে রেজাল্ট জানা যাবে।CGPA দেখতে Consolidated Result দেখুন. এজন্য রোল / রেজিষ্ট্রেশন নাম্বার,শিক্ষা সাল ,ক্যাপচা কোড দিয়ে সিজিপিএ রেজাল্ট দেখা যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় এর গ্রেডিং সিস্টেম ও CGPA নির্ণয় করার সহজ পদ্ধতিঃ

গ্রেডিং সিস্টেম:
৮০ বা তদুর্ধ = A+ = ৪.০০ বা ১ম বিভাগ
৭৫ থেকে ৭৯ = A = ৩.৭৫ বা ১ম বিভাগ
৭০ থেকে ৭৪ = A- = ৩.৫০ বা ১ম বিভাগ
৬৫ থেকে ৬৯ = B+ = ৩.২৫ বা ১ম বিভাগ
৬০ থেকে ৬৪ = B = ৩.০০ বা ১ম বিভাগ
৫৫ থেকে ৫৯ = B- = ২.৭৫ বা ২য় বিভাগ
৫০ থেকে ৫৪ = C+ = ২.৫০ বা ২য় বিভাগ
৪৫ থেকে ৪৯ = C = ২.২৫ বা ২য় বিভাগ
৪০ থেকে ৪৫ = D = ২.০০ বা ৩য় বিভাগ
৩৯ থেকে ০ = Fail = ০.০০

সিজিপিএ রেজাল্ট যারা পেয়েছেনঃ

সিজিপিএ ৩.০০ থেকে ৪.০০ এর মধ্যে = ১ম বিভাগ(ফার্স্ট ক্লাস)

সিজিপিএ ২.২৫ থেকে ২.৯৯ এর মধ্যে = ২য় বিভাগ(সেকেন্ড ক্লাস)

সিজিপিএ ২.২৫ এর নীচে = ৩য় বিভাগ(থার্ড ক্লাস)

National University Honours CGPA নির্ণয়:
১ বছরের CGPA নির্ণয : এক বছরে মোট অর্জিত পয়েন্ট এক বছরে মোট অর্জিত ক্রেডিট।
এক বছরে মোট অর্জিত পয়েন্ট : কোন বিষয়ে প্রাপ্ত পয়েন্টকে ঐ বিষয়ের ক্রেডিট দিয়ে গুন। এভাবে সকল সাবজেক্টের পয়েন্টকে তাদের ক্রেডিট দিয়ে গুন দিয়ে সব গুনফলকে যোগ করে পাওয়া যাবে “এক বছরের মোট অর্জিত পয়েন্ট”।

এক বছরের মোট অর্জিত ক্রেডিট : পাশ কৃত সকল বিষয়ের ক্রেডিট যোগ করে পাওয়া যাবে “এক বছরের মোট অর্জিত ক্রেডিট”
Exanple : বিষয়ভিত্তিক পয়েন্ট × তার ক্রেডিট :
A-= 3.50×4 =14 ;
B+=3.25×4=13;
A+=4.00×4 =16;
B+=3.25×4=13;
A-=3.50×4=14;
B+=3.25×4 =13;
সুতরাং মোট অর্জিত পয়েন্টস :
14+13+16+13+14+13=83
এবং মোট অর্জিত ক্রেডিট :
4+4+4+4+4+4 = 24
মোট জিপিএ দাড়ায় : 83÷24=3.45

প্রিমিয়াম সাজেশন Premium Suggestion

৪ বছরের CGPA নির্নয়:

চার বছরের মোট অর্জিত পয়েন্ট (প্রথম বর্ষ + ২য় বর্ষ + ৩য় বর্ষ + চতুর্থ বর্ষ) পুরো কোর্সের মোট অর্জিত ক্রেডিট সংখ্যা।

চার বছরের মোট অর্জিত পয়েন্ট : জিপিএ নির্নয়ের প্রথম ধাপের ন্যায় সকল বর্ষের “মোট অর্জিত পয়েন্টস” গুলো পর পর যোগ করলে পাবেন চার বছরের মোট অর্জিত পয়েন্ট।
পুরো কোর্সের মোট অর্জিত ক্রেডিট : পুরো কোর্সের সকল পাশকৃত বিষয়ের ক্রেডিটের যোগ ফল হলো পুরো কোর্সের মোট অর্জিত ক্রেডিট।
Example : চার বছরের মোট অর্জিত পয়েন্টস : 83+85+81+79=328
চার বছরের কোর্সের মোট অর্জিত ক্রেডিট : 24+24+26+28=102 অতএব, মোট CGPA : 328÷102=3.21

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group