NTRCA

চলতি মাসেই তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবী চাকরিপ্রার্থীদের

চলতি মাসেই তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবী চাকরিপ্রার্থীদের। চলতি অক্টোবর মাসেই গণবিজ্ঞপ্তি প্রকাশ না করা হলে কঠোর কর্মসূচী পালনের ঘোষণা দিয়েছেন চাকরিপ্রার্থীরা। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এই হুশিয়ারি উচ্চারণ করা হয়। তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রত্যাশী শিক্ষক ফোরামের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক নিবন্ধিত লক্ষাধিক শিক্ষকের প্রাণের দাবি ৫৮ হাজার শূন্যপদের বিপরীতে তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা। এটা প্রকাশ করলে সরকারের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। বেকার শিক্ষকরা বেকারত্বের হতাশা থেকে মুক্তি পাবেন।’

তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবী চাকরিপ্রার্থীদের

সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ রাজু বলেন, ‘বাংলাদেশে পরীক্ষা, ভাইভাসহ চারটি ধাপ পার করেও আমরা বেকার। নিয়োগের জন্য ৩৫ বছর বয়স নির্ধারণ করে দেয়া হয়েছে। এ অবস্থায় প্রতিনিয়ত অনেক শিক্ষকের বয়স পার হয়ে যাচ্ছে। আমরা চাকরি চাচ্ছি না কিন্তু, শুধু একটা গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হোক। চলতি মাসের মধ্যেই যেন এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।’

তিনি বলেন, ‘আমরা আশা করি, লক্ষাধিক বেকার শিক্ষকের প্রাণের দাবি প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, এনটিআরসিএ সবার প্রচেষ্টায় অতি দ্রুত- সম্ভব হলে চলতি মাসেই গণবিজ্ঞপ্তি প্রকাশ করেন। আমরা আবেদনটা অন্তত করি। এটা অতি দ্রুত করা হোক। যেসব জটিলতা আছে, সরকার চাইলেই দূর করা সম্ভব। আশা করি বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে।’ এসময় দাবি না মানা হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন তিনি। NTRCA

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group