NTRCA

শিক্ষক নিবন্ধনের ভাইবায় ছবিসহ পরিচয়পত্র বাধ্যতামূলক : এনটিআরসিএ

শিক্ষক নিবন্ধনের ভাইবায় ছবিসহ পরিচয়পত্র বাধ্যতামূলক : এনটিআরসিএ . ১৫তম শিক্ষক নিবন্ধনের ভাইভা পরীক্ষা চলছে। শিক্ষক নিবন্ধনের ভাইভা পরীক্ষা ফটো আইডি বা ছবিসহ পরিচয়পত্র নিয়ে আসা বাধ্যতামূলক বলে জানিয়েছেন এনটিআরসিএর চেয়ারম্যান এস এম আশফাক হুসেন। প্রার্থীদের সনদে ছবি না থাকায় তা যাচাইয়ের সুবিধার্থে প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট নিয়ে ভাইভায় আসতে বলা হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) Daily Result BD সাথে আলাপকালে এ তথ্য জানান এনটিআরসিএর চেয়ারম্যান।

১৫তম শিক্ষক নিবন্ধনের ভাইভা পরীক্ষা চলছে। অনেক প্রার্থী ভাইভায় ফটো আইডি বা জাতীয় পরিচয় পত্র নিয়ে পরীক্ষা দিতে না আসায় তাদের তথ্য ও সনদ যাচাইয়ে অসুবিধায় পড়তে হচ্ছে। জাতীয় পরিচয় পত্র বা ফটো আইডি নিয়ে ভাইভায় অংশগ্রহণের বিষয়ে প্রবেশপত্রে জানানো হলেও তা আনছেন না প্রার্থীরা। যদিও প্রথম দিকের পরীক্ষায় বেশ কয়েকজন প্রার্থীকে পরীক্ষার পরে জাতীয় পরিচয় পত্র প্রদর্শন করার সুযোগ দেয়া হয়েছিল।

শিক্ষক নিবন্ধনের ভাইবায় ছবিসহ পরিচয়পত্র বাধ্যতামূলক : এনটিআরসিএ

NTRCA চেয়ারম্যান Daily Result BD কে বলেন, শিক্ষক নিবন্ধনের ভাইভা পরীক্ষায় প্রার্থীদের সনদ যাচাই করে দেখা হয়। সনদ পত্রে কোনো ছবি থাকে না। তাই, প্রার্থীদের পরিচয় নিশ্চিত হতে তাদের জাতীয় পরিচায় পত্র বা সরকার প্রদত্ত ফটো আইডি নিয়ে আসতে বলা হয়েছে। মৌখিক পরীক্ষার প্রবেশপত্রেরও বিষয়টি তাই উল্লেখ করা হয়েছে।

তিনি আরও জানান, পূর্বে নিবন্ধন সনদ নিয়ে চাকরি করেছেন এমনকি এমপিওভুক্ত হয়েছেন এমন অনেকের শিক্ষা সনদ জাল পাওয়া গিয়েছে। তাই, ভাইভা পরীক্ষায় প্রার্থীদের শিক্ষা সনদ যাচাই করে দেখা হয়। কিন্তু তাদের সনদে কোনো ছবি থাকে না। তাই, প্রদর্শিত সনদটি যে প্রার্থীদেরই তা নিশ্চিত করতে ফটো আইডি নিয়ে আসতে বলা হয়েছে। সরকার প্রদত্ত ছবিসহ পরিচয়পত্র যেমন জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট নিয়ে পরীক্ষায় অংশ নেয়া যাবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group