প্রশ্ন সমাধানশিক্ষা নিউজ

৮ম শ্রেণির বাংলা ২য় পত্র সাজেশন ২০২৩

৮ম /অষ্টম শ্রেণির বাংলা ২য় পত্র সাজেশন ২০২৩ পত্র/চিঠি (২ টি উত্তর সহ) 8th / 8th class Bangla 2nd letter suggestion 2023 letter / letter (with 2 answers) 8th / 8th class Bangla 2nd letter suggestion 2023 letter / letter (with 2 answers)
1. Remember your name is Nibir. Your friend’s name is Rahul. He lives in Pabna. Write a letter to him mentioning the need for tree planting.

বাংলা ২য় পত্র মডেল টেস্ট : আমরা চেষ্টা করেছি, এ বছর তোমাদের পরীক্ষার জন্য সম্পূর্ণ নতুন মানবণ্টনের ভিত্তিতে এ মডেল টেস্টগুলো তৈরি করতে। এখানে লিখিত অংশের জন্য ৭০ নম্বরের মডেল টেস্ট এবং বহুনির্বাচনী অংশের জন্য ৩০ নম্বরের মডেল টেস্ট আলাদা করে দেওয়া আছে। সর্বমোট প্রতিটি সাবজেক্ট থেকে তোমরা ১০০ নম্বরের মডেল টেস্টের অনুশীলন করতে পারবে।

৮ম /অষ্টম শ্রেণির বাংলা ২য় পত্র সাজেশন ২০২৩ পত্র/চিঠি (২ টি উত্তর সহ)

৮ম শ্রেণির বাংলা ২য় পত্র সাজেশন ২০২৩

নির্বাচিত গদ্য
1. অতিথির স্মৃতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
2. ভাব ও কাজ কাজী নজরুল ইসলাম
3. পড়ে পাওয়া বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
4. তৈলচিত্রের ভূত মানিক বন্দ্যোপাধ্যায়
5. এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম শেখ মুজিবুর রহমান
6. আমাদের লোকশিল্প কামরুল হাসান
7. সুখী মানুষ মমতাজউদদীন আহমদ
8. শিল্পকলার নানা দিক মুস্তাফা মনোয়ার
9. মংডুর পথে বিপ্রদাশ বড়ুয়া
10. বাংলা নববর্ষ শামসুজ্জামান খান
11. বাংলা ভাষার জন্মকথা হুমায়ুন আজাদ

নির্বাচিত বিষয়:
1. কাকতাড়ুয়া সত্যজিৎ রায়
2. নয়া পত্তন জহির রায়হান
3. হেমাপ্যাধি, এ্যালাপ্যাথি হাসান আজিজুল হক
4. আমড়া ও ক্র্যাব নেবুলা মুহম্মদ জাফর ইকবাল
5. ডেভিড কপারফিল্ড চার্লস ডিকেন্স, রূপান্তর : আখতারুজ্জামান ইলিয়াস
6. মুক্তি অ্যালেক্স হ্যালি, অনুবাদ : গীতি সেন
7. ফিলিস্তিনের চিঠি ঘাসান কানাফানি, অনুবাদ : মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
8. তিরন্দাজ যোগীন্দ্রনাথ সরকার
9. নাটক: মানসিংহ ও ঈসা খাঁ ইব্রাহীম খা
10. ভ্রমণ-কাহিনি: কাবুলের শেষ প্রহরে সৈয়দ মুজতবা আলী

নির্বাচিত বিষয়:
1. কাকতাড়ুয়া সত্যজিৎ রায়
2. নয়া পত্তন জহির রায়হান
3. হেমাপ্যাধি, এ্যালাপ্যাথি হাসান আজিজুল হক
4. আমড়া ও ক্র্যাব নেবুলা মুহম্মদ জাফর ইকবাল
5. ডেভিড কপারফিল্ড চার্লস ডিকেন্স, রূপান্তর : আখতারুজ্জামান ইলিয়াস
6. মুক্তি অ্যালেক্স হ্যালি, অনুবাদ : গীতি সেন
7. ফিলিস্তিনের চিঠি ঘাসান কানাফানি, অনুবাদ : মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
8. তিরন্দাজ যোগীন্দ্রনাথ সরকার
9. নাটক: মানসিংহ ও ঈসা খাঁ ইব্রাহীম খা
10. ভ্রমণ-কাহিনি: কাবুলের শেষ প্রহরে সৈয়দ মুজতবা আলী

১.মনে কর তোমার নাম নিবিড় ।তোমার বন্ধুর নাম রাহুল। সে পাবনায় থাকে ৷বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা উল্লেখ করে তার কাছে একটি পত্র লেখ ।

বৃক্ষরোপণ অভিযান পালনের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোকপাত করে তোমার বন্ধুর নিকট একটি পত্র লেখ ।[ জে.এস.সি.২০১০ )
অথবা , জাতীয় বৃক্ষরোপণ সপ্তাহ কিভাবে উদ্যাপন করলে তার বর্ণনা দিয়ে বন্ধুর নিকট একটি পত্র লেখ ।১০০ %

উপরে উল্লেখিত বৃক্ষরোপণের পত্রটি পড়তে ক্লিক করুন
২.তোমার বান্ধবি মানিজার মা হঠাৎ মারা গেছেন । তাকে সান্তনা জানিয়ে একটি চিঠি লেখ ।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group