শিক্ষা খবরশিক্ষা নিউজ

বিদ্রোহী কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর

বিদ্রোহী কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-, কবি নিজেকে কার বুকের ক্রন্দন-শ্বাস বলে উল্লেখ করেছেন ?

উত্তর: কবি নিজেকে বিধবার বুকের ক্রন্দন-শ্বাস বলে উল্লেখ করেছেন ।

প্রশ্ন-. কবি নিজেকে কাদের বঞ্চিত ব্যথা বলেছেন?

উত্তর: কবি নিজেকে পথবাসী গৃহহারা যত পথিক রয়েছে তাদের বঞ্চিত ব্যথা বলেছেন ।

প্রশ্ন-, কবি নিজেকে কাদের মরম বেদনা বলেছেন?

উত্তর: কবি নিজেকে অবমানিতের মরম বেদনা বলেছেন।

প্রশ্ন-, কবি নিজেকে কেমন রবি বলেছেন?

উত্তর: কবি নিজেকে রৌদ্র-রুদ্র রবি বলেছেন ।

প্রশ্ন-, কবি কীসের তানে পাশরি যান?

উত্তর: কবি বাঁশরীর তানে পাশরি যান।-

টর্ট আইন

প্রশ্ন-. কাজী নজরুল ইসলাম কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?

উত্তর: কাজী নজরুল ইসলাম ১৮৯৯ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন ।

প্রশ্ন-. প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কখন?

উত্তর: প্রথম বিশ্বযুদ্ধ ১৯১৪ খ্রিষ্টাব্দে শুরু হয়।

প্রশ্ন-. কাজী নজরুল ইসলাম কত নম্বর বাঙালি পল্টনে সৈনিক হিসেবে যোগদান করেন?

উত্তর: কাজী নজরুল ইসলাম ৪৯ নম্বর বাঙালি পল্টনে সৈনিক হিসেবে যোগদান করেন ।

প্রশ্ন-. কখন বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়?

উত্তর: ১৯২০ সালের শুরুতে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়।

প্রশ্ন-. ‘বিদ্রোহী’ কবিতাটি সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?

উত্তর: ‘বিদ্রোহী’ কবিতাটি সর্বপ্রথম সাপ্তাহিক ‘বিজলী’ পত্রিকায় প্রকাশিত হয় ।

প্রশ্ন-. কত খ্রিষ্টাব্দে কাজী নজরুল ইসলাম ‘পদ্মভূষণ’ উপাধিতে ভূষিত হন?

উত্তর: ১৯৬০ খ্রিষ্টাব্দে কাজী নজরুল ইসলাম ‘পদ্মভূষণ’ উপাধিতে ভূষিত হন ।

 

প্রশ্ন-. ‘বিদ্রোহী’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
উত্তর: ‘বিদ্রোহী’ কবিতাটি ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে ।

প্রশ্ন-. ‘বিদ্রোহী’ কবিতাটি ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থের কততম কবিতা?
উত্তর: ‘বিদ্রোহী’ কবিতাটি ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা।

প্রশ্ন-. ‘অগ্নিবীণা’ কোন ধরনের সাহিত্যকর্ম?
উত্তর: ‘অগ্নিবীণা’ হলো একটি কাব্যগ্রন্থ ।

প্রশ্ন-. কোন যুগে ‘বিদ্রোহী’ কবিতার মধ্যদিয়ে এক প্রাতিস্বিক কবিকন্ঠের আত্মপ্রকাশ ঘটে?
উত্তর: রবীন্দ্রযুগে ‘বিদ্রোহী’ কবিতার মধ্যদিয়ে এক প্রাতিস্বিক কবিকন্ঠের আত্মপ্রকাশ ঘটে

প্রশ্ন-. কবি নিজেকে কীসের অভিশাপ হিসেবে ঘোষণা করেছেন?

উত্তর: কবি নিজেকে পৃথিবীর অভিশাপ হিসেবে ঘোষণা করেছেন।

প্রশ্ন-. কবি কী মানেন না?

উত্তর: কবি কোনো আইন মানেন না ।

প্রশ্ন-. কবির এক হাতে কী রয়েছে বলে উল্লেখ করেছেন?

উত্তর: কবির এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী রয়েছে বলে উল্লেখ করেছেন ।

প্রশ্ন-. কবি তাঁর অন্য হাতে কী রয়েছে বলে কবিতায় উল্লেখ করেছেন?

উত্তর: কবি তাঁর অন্য হাতে রণ-তূর্য রয়েছে বলে কবিতায় উল্লেখ করেছেন ।

প্রশ্ন-. ‘বিদ্রোহী’ কবিতায় কবি কী দাহন করবেন বলে উল্লেখ করেছেন?

উত্তর: ‘বিদ্রোহী’ কবিতা অনুসারে কবি বিশ্বকে দাহন করবেন বলে উল্লেখ করেছেন ।

 

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group