শিক্ষা নিউজ

নভেম্বরে সীমিত আকারে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চিন্তা: শিক্ষামন্ত্রী

নভেম্বরে সীমিত আকারে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চিন্তা, দেশের পরিস্থিতি খারাপ হলে আগামী শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নতুন করে ১৪ নভেম্বর বাড়ানো হয়েছে। আজ সাংবাদিকদের সঙ্গে ভাচুয়াল বৈঠকে মিলিত হয়ে এই সিদ্ধান্ত জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মন্ত্রী বলেন, ১৪ নভেম্বর পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে বিভিন্ন বিষয় বিবেচনা করা হবে। চেষ্টা করছি খুব সীমিত আকারে হরেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যায় কিনা? তবে সবকিছু নির্ভর করছে করোনা পরিস্থিতির উপর।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে আগামী এসএসসি-এইচএসসির বিষয়টি তুলে ধরে ডা. দীপু মনি বলেন, আগামী শিক্ষাবর্ষের জন্য খোলার কথা ভাবা হচ্ছে। বিশেষ করে এসএসসসি ও এইচএসির কথা বিবেচনা করে সীমিত পরিসরে খোলার কথা ভাবা হচ্ছে।/

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির বিষয়ে আয়োজন এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এতে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে আগামী বছরের এসএসসি পরীক্ষা পেছানো হবে কি না- এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘পরীক্ষা পেছানোর এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। সে ধরনের পরিস্থিতি তৈরি হলে হয়তো নির্ধারিত সময়ে পরীক্ষা না নিয়ে তা কিছুটা পিছিয়ে আয়োজন করা হবে।’

এ সময় তিনি বলেন, ‘তার আগে আমরা সীমিত আকারে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়টিকে বেশি গুরুত্ব দিচ্ছি।’

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group