প্রিমিয়াম সাজেশন Premium Suggestionশিক্ষা খবরশিক্ষা নিউজ

হিসাববিজ্ঞান- প্রথম পত্র ডিগ্রি ১ম বর্ষের প্রিমিয়াম শর্টকার্ট চূড়ান্ত সাজেশন্স ২০২৪

হিসাববিজ্ঞান- প্রথম পত্র ডিগ্রি ১ম বর্ষের প্রিমিয়াম শর্টকার্ট চূড়ান্ত সাজেশন্স ২০২৪
[বিবিএস (ডিগ্রি পাস); পরীক্ষা-২০২২ (অনুষ্ঠিতব্য-২০২৪)]
হিসাববিজ্ঞান- প্রথম পত্র
Principles of Accounting
বিষয় কোড: ১১২৫০১

খ ও গ বিভাগে ৮টি করে প্রশ্ন আসবে মোট ৫টির উত্তর লিখতে হবে।

(ক) হিসাববিজ্ঞান কাকে বলে?
(খ) হিসাববিজ্ঞানের উদ্দেশ্য সংক্ষেপে বর্ণনা কর।
হিসাববিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয় কেন?
হিসাব তথ্যের ব্যবহারকারী কারা? [
মূল্যবোধ ও জবাবদিহিতা সৃষ্টিতে হিসাববিজ্ঞানের ভূমিকা সংক্ষেপে আলোচনা কর।
(ক) সর্বজনস্বীকৃত হিসাববিজ্ঞান নীতিমালা বলতে কি বুঝ?
(খ) সর্বজনস্বীকৃত হিসাববিজ্ঞান নীতিমালার বৈশিষ্ট্য লিখ।
অনিশ্চিত হিসাব কেন প্রস্তুত করা হয়?
হিসাবচক্র কী? হিসাবচক্রের বিভিন্ন ধাপগুলো ব্যাখ্যা কর।

(ক) সমন্বয় দাখিলা কি?
(খ) সমন্বয় দাখিলার প্রয়োজন হয় কেন?
কালান্তিক মজুত পদ্ধতি ও নিত্য মজুত পদ্ধতির মধ্যে পার্থক্য লিখ।
(ক) হিসাববিজ্ঞান তথ্য ব্যবস্থা কি?
(খ) হিসাব তথ্য ব্যবস্থার উপাদানসমূহ উল্লেখ কর।
নগদান বই ও পাস বইয়ের উদ্বৃত্তের মধ্যে পার্থক্যের কারণসমূহ লিখ।
ব্যাংক জমার সমন্বয় বিবরণী প্রস্তুতের উদ্দেশ্যগুলো লিখ।
চলতি দায় ও দীর্ঘমেয়াদি দায় এর মধ্যে পার্থক্য লিখ।
আর্থিক বিবরণীর উপাদানসমূহ আলোচনা কর।
(ক) অনুপাত বিশ্লেষণ কি?
(খ) অনুপাত বিশ্লেষণের সীমাবদ্ধতাগুলো লিখ।

গাণিতিক সমস্যাবলি: বিগত সালের ২০২০,২০১৯,২০১৮,২০১৭,২০১৬ প্রশ্ন দেখতে হবে।

টর্ট আইন

 

সহীহ বুখারী শরিফের ৫৩৬৩ নম্বর হাদিসে হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন- রাসুল (সা.) বলেছেন, “কালিজিরা সকল রোগের ওষুধ কেবল বিষ ছাড়া। ” তিনি (আয়েশা) বললেন ‘বিষ’ কী? জবাবে নবী (সা.) বললেন, “মৃত্যু”।

এই ওষুধের মূল উপাদান হল:- কালিজিরা, ক্যামোমিল ও প্রাকৃতিক মধু।

গবেষণাপত্র অনুযায়ী, এক ডোজ তাইবুভিডে রয়েছে, “এক চা চামচ (২ গ্রাম) কালিজিরা, এক চা চামচ (১ গ্রাম) ক্যামোমিল (এক ধরনের ফুল) চূর্ণ এবং এক চা চামচ প্রাকৃতিক মধু।”

ক্যামোমিল ফুল
ক্যামোমিল ফুল

খাবারের নিয়ম
এই উপাদানগুলো ভালভাবে মিশিয়ে নিতে হবে। এরপর ভালভাবে চিবিয়ে খেয়ে ফেলতে হবে।

উল্লেখ্য, এটা খাওয়ার পর জুস, কমলা ও লেবু খেলে আরও ভাল।

চিকিৎসা
• প্রথম এক সপ্তাহ প্রতিদিন পাঁচবার করে এই ওষুধ খেতে হবে।
• যদি তীব্র কাশি ও শ্বাসকষ্ট থাকে, কালিজিরা অথবা লবঙ্গ দিয়ে গরম পানির ভাপ নিতে পারেন। অথবা কালিজিরা ও ক্যামোমিল দিয়েও গরম পানির ভাপ নেওয়া যেতে পারে।
• উপরের দুইটি উপাদানের যেকোনও একটি নেবুলাইজারে দিয়ে তা নাসারন্দ্র দিয়ে গ্রহণ করুন।
• যদি নেবুলাইজার না থাকে, সেক্ষেত্রে এক টেবিল চামচ কালিজিরা, এক টেবিল চামচ ক্যামোমিল চূর্ণ এবং এক কাপ পানি একটি পাত্রে নিয়ে গরম করে ভাপ নিতে হবে। এভাবে দিনে ৫ থেকে ৬ বার নিতে হবে।সূত্র: www.muslimink.com

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group