নতুন এমপিওভুক্ত কারিগরি ও মাদ্রাসার তালিকা প্রকাশ করা হয়েছে ২৭১৬টি স্কুল-কলেজ।আজ নতুন এমপিও পাওয়া ৯৮২টি কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিও কোড দেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালকদের এই নির্দেশ দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকাশিত তালিকায় যেসব প্রতিষ্ঠানের নাম ছিল সেগুলো চূড়ান্ত তালিকায় স্থান পায়নি। বাদ পড়া প্রতিষ্ঠানের জন্য রিভিউ আবেদনের সুযোগ দিয়েছে মন্ত্রণালয়।
আদেশে বলা হয়েছে, নতুন এমপিওভুক্তির ক্ষেত্রে চূড়ান্ত তালিকায় বিবেচিত হয়নি অথচ প্রাথমিক তালিকায় নাম ছিল এমন প্রতিষ্ঠান আগামী ৩০ দিনের মধ্যে রিভিউ আবেদন করতে পারবে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, কারিগরি শিক্ষা অধিদফতর ও মাদ্রাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক বরাবর যুক্তিসঙ্গত কারণ ও কাগজপত্রসহ অনলাইনে (secretary@tmed.gov.bd/techedu09@gmail.com/ dgdmeb@gmail.com) আবেদন করতে পারবে তারা।
যেসব প্রতিষ্ঠান এমপিও কোড পাচ্ছে সেগুলো তালিকা নিম্নে দেয়া হল।
এসএসসি (ভোকেশনাল), দাখিল (ভোকেশনাল)
ব্যবসায় ব্যবস্থাপনা
কৃষি ডিপ্লোমা
কামিল
ফাজিল
দাখিল
দীর্ঘ তিন বছর পর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ২ হাজার ৭১৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে।
বুধবার (৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য জানান।
তিনি বলেন, এ বছর নতুন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ২৭১৬ টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হচ্ছে। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।
এদিকে মন্ত্রণালয় সূত্র জানায়, বুধবার দুপুর ১ টায় শিক্ষামন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন করবেন শিক্ষমন্ত্রী ডা. দীপু মনি। এসময় কোন কোন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে বিস্তারিত তুলে ধরবেন তিনি।
জানা যায়, চলতি বছরের মে মাসে বেসরকারি নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার তালিকা চূড়ান্ত করা হয় এবং তা প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হয়।