শিক্ষা নিউজ

(Published) বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৪ ডাউনলোড করুন (নাম্বার সহ) কওমি মাদ্রাসার শিক্ষাবোর্ড

(Published) বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৪ ডাউনলোড করুন (নাম্বার সহ) কওমি মাদ্রাসার শিক্ষাবোর্ড।  কওমি মাদ্রাসার শিক্ষাবোর্ড ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ’ (বেফাক) এর কেন্দ্রীয় পরীক্ষা পেছানো হয়েছে। বিগত বছরগুলোতে রমজানের আগে এ পরীক্ষা অনুষ্ঠিত হলেও এবার ঈদুল ফিতরের পর তা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বেফাক। বুধবার (৮ এপ্রিল) বেফাকের মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। Qaumi Madrasa education board suspends BFAK’s central exam. Due to the Corona situation, the Central Board of Examination of Beaumakul Madarisil Arabiya Bangladesh (Befak) has been pursued by the Qomi Madrasah Education Board.

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে সারা বিশ্বের পাশাপাশি আমাদের দেশও এক কঠিন পরীক্ষার সম্মুখীন। এ পরিস্থিতিতে বেফাক কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, ৪৭তম কেন্দ্রীয় পরীক্ষা আগামী রমজানের ঈদের পর অনুষ্ঠিত হবে। নতুন সময়সূচি যথাসময়ে প্রকাশ করা হবে। আজ শনিবার বিকাল ৩.০০ ঘটিকায় https://wifaqedu.com/তে ফলাফল প্রকাশ করা হবে। ইনশাআল্লাহ।

(Published) বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৪ ডাউনলোড করুন (নাম্বার সহ) কওমি মাদ্রাসার শিক্ষাবোর্ড

আজ শনিবার বিকাল ৩.০০ ঘটিকায় https://wifaqedu.com/তে ফলাফল প্রকাশ করা হবে। ইনশাআল্লাহ।

কওমি মাদ্রাসার শিক্ষাবোর্ড বেফাকের কেন্দ্রীয় পরীক্ষা স্থগিত।

যেভাবে অনলাইনে wifaqresult.com/ লিঙ্কে গিয়ে ফলাফল জানা যাবে
এসএমএস এর মাধ্যমে ফলাফল দেখবেন যেভাবে

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড’র (বেফাক) কেন্দ্রীয় পরীক্ষার রেজাল্ট

মোবাইলে এসএমএস এর মাধ্যমে wifaqresultফলাফল পেতে নিচের নিয়ম অনুসরণ করুনঃ
BEFAQ<space>First English Letter of Class<space>Roll Number<space>And লিখে পাঠিয়ে দিন 9933 নম্বরে।

শিক্ষার্থীরা নিজ নিজ স্থানে পরীক্ষার প্রস্তুতি অব্যাহত রাখবেন। পাশাপাশি নিয়মিত ইবাদত, জিকিরে মাসনূন, তেলাওয়াতে কুরআন, তওবা, ইস্তিগফার করবেন। পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সতর্কতার প্রতি বিশেষ জোর দেওয়ার জন্য পরামর্শ দেয় বেফাক।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group