প্রিমিয়াম সাজেশন Premium Suggestionশিক্ষা নিউজ

ভেষজ উদ্ভিদ এবং ভেষজ ঔষধ মাস্টার্স ফাইনাল প্রিমিয়াম সাজেশন ২০২৪

ভেষজ উদ্ভিদ এবং ভেষজ ঔষধ মাস্টার্স ফাইনাল প্রিমিয়াম সাজেশন ২০২৪

উদ্ভিদবিজ্ঞান
পরীক্ষা-২০২১ (অনুষ্ঠিতব্য-২০২৪)
ভেষজ উদ্ভিদ এবং ভেষজ ঔষধ
সময়: ৪ ঘণ্টা
বিষয় কোড: ৩১৩০২৭)
পূর্ণমান: ৮০

খ বিভাগ

০১. ব্যবহৃত অংশের উপর ভিত্তি করে ভেষজ উদ্ভিদের শ্রেণিবিন্যাস কর।
০২. উৎসসহ উদ্ভিদে প্রাপ্ত চারটি Antifungal agent-এর নাম লিখ।
০৩. উদ্ভিদ হতে প্রাপ্ত ছত্রাকবিরোধী যৌগ ফেনলের উদাহরণসহ প্রয়োগ লিখ।
০৪. Traditional এবং Folk medicines এর বৈশিষ্ট্যগুলো লিখ।
০৫. বর্তমান সময়ে বাংলাদেশ ভেষজ উদ্ভিদের চাহিদা বৃদ্ধির কারণগুলো লিখ।
০৬. অ্যামিনো এসিডের ঔষধী গুণ সম্পর্কে বর্ণনা দাও।
০৭. প্রাইমারি ও সেকেন্ডারি মেটাবলাইটস এর মধ্যে পার্থক্য নির্ণয় কর।
০৮. ভেষজ উদ্ভিদের মনোগ্রাফ (Monograph) বলতে কী বুঝ?

গ বিভাগ
০১. টীকা লিখ: (ঘ) ফার্মাকোপিয়া।
০২. টীকা লিখ: (ক) মাল্টিপল ড্রাগ রেজিস্টান্স টি।
০৩. টীকা লিখ: (গ) ইথনোমেডিসিন।
০৪. WHO-এর GMP অনুযায়ী নিম্নের বিষয়গুলো লিখ।
(i) প্রশিক্ষণ
(ii) ব্যক্তিগত স্বাস্থ্যবিধি।
০৫. WHO এর guidlines অনুযায়ী maximum residue limit বর্ণনা কর।
০৬. ভেষজ ঔষধে Mycotoxin ও Endotoxin এবং তেজস্ক্রিয় দূষণ সম্পর্কে বর্ণনা দাও।

০৭. টীকা লিখ:
(ক) Pesticide।
(খ) ভেষজ ঔষধে জীবজ দূষণ।
(গ) রাসায়নিক দৈনিক গ্রহণযোগ্য মাত্রা (ADI).

০৮. ডায়াবেটিস কী? বাংলাদেশে প্রাপ্ত এন্টি ডায়াবেটিস উদ্ভিদের বর্ণনা দাও ।

০৯. বাংলাদেশে প্রাপ্ত পাঁচটি ক্যান্সার প্রতিরোধী ভেষজ উদ্ভিদের বৈজ্ঞানিক নাম, পরিবারের নাম, ব্যবহৃত অংশের নাম ও ব্যবহার লেখ।
১০. নিম্নলিখিত সেকেন্ডারি মেটাবলাইটসসমূহের আরোগ্যকারী গুণাগুণ নির্দেশপূর্বক তাদের বর্ণনা দাও:

(1) টারপিনয়েডস;
(ii) ফিনোলস।
১১. টীকা লিখ-
(ক) স্টেরয়েডস;
(খ) In situ Conservation;
১২. ভেষজ উদ্ভিদ সংরক্ষণে IUCN-এর নিদের্শিকা বর্ণনা কর।
১৩. হার্বাল রেসিপি কী? ভেষজ উদ্ভিদের যে-কোনো চারটি হার্বাল রেসিপি বর্ণনা কর।
টর্ট আইন

করোনাভাইরাসঃ শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছে। করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে প্রাক-প্রাথমিক থেকে সব রকমের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির সময় বৃদ্ধি করা হয়েছে। ১৫ জুন পর্যন্ত সময় দেয়া থাকলেও তা বেড়ে ৩০ জুন পর্যন্ত করা হয়েছে। Coronavirus: Educational institution has been extended leave.
Depending on the coronavirus situation, the holidays of all types of educational institutions have been increased. Although time is given until June 15, the increase has been made till Jun 30

আজ এ তথ্য জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের। জানা যায়, ২৬ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩০ মে  পর্যন্ত ছুটি ঘোষণা করা আছে। তাই আজ শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ানোর বিষয়ে দুই মন্ত্রণালয় বৈঠকের পর এ নির্দেশনা দেয়া হয়।

করোনাভাইরাসঃ শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছে

এর আগে, সোমবার (১৬ মার্চ) করোনা ভাইরাস আতঙ্কে ১৮মার্চ-৩০ মে পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছিল। এছাড়া ১৮ থেকে ১৫ জুন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, করোনার সংক্রমণ যাতে না ছড়ায়, তাই এ সিদ্ধান্ত। তিনি বলেন, সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে এ সিদ্ধান্ত। মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। গ্রীষ্মের ছুটি, রোজার ছুটির সাথে প্রয়োজনে এ ছুটিকে সমন্বয় করা হবে। তখন ছুটি কমে আসতে পারে।

১৫ জুন পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে,অনলাইনে ক্লাস চলবে।

চলমান করোনা পরিস্থিতিতে সাধারণ ছুটি আর বাড়ছেনা। আগামী ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে অফিস-আদালতে কাজ করতে হবে। তবে বয়স্ক এবং গর্ভবতী নারীরা এর আওতামুক্ত থাকবেন। আজ বুধবার বিকেলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এ সময়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে অফিস-আদালতে কাজ করতে নির্দেশ দেয়া হয়েছে। তবে বয়স্ক এবং গর্ভবতী নারীদের অফিসে আসতে হবে না। সেইসঙ্গে গণপরিবহনও চলবেনা। স্কুল, কলেজসহ সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ১৫ জুন পর্যন্ত আপাতত বাড়ানো হবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group