শিক্ষা নিউজ

১৪ জুনের মধ্যে শিক্ষকদের বকেয়া বেতন পরিশোধ করার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেডের বকেয়া বেতন দিতে ৬৯৭ কোটি ৭৮ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। ৫১৩টি উপজেলার শিক্ষকদের বকেয়া বেতন ভাতা পরিশোধ ও অন্যান্য খরচ মেটাতে এ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। আগামী ১৪ জুনের মধ্যে এসব উপজেলার যেসব শিক্ষকের বকেয়া বেতন নির্ধারণ করা হয়েছে তাদের বকেয়া অবশ্যই পরিশোধ করার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

২০২১-২২ অর্থবছরে রাজস্ব বাজেটে সরকারি প্রাথমিক বিদ্যালয় খাতে পাওয়া বরাদ্দ থেকে ৬৯৭ কোটি ৭৮ লাখ ৮৯ হাজার টাকা ৫১৩টি উপজেলা শিক্ষা অফিসের আওতায় কর্মরত শিক্ষকদের বেতনভাতা ও অন্যান্য খাতের ব্যয় নির্বহের জন্য ঘাটতি বাজেটে বরাদ্দ ও মঞ্জুরি দেয়া হয়েছে এবং উপজেলা শিক্ষা অফিসারকে এ টাকা বিধিমোতাবেক ব্যয়ের ক্ষমতা দেয়া হয়েছে।

আদেশে বলা হয়েছে, এ ব্যয় ২০২১-২২ অর্থবছরের রাজস্ব বাজেটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খাতে বরাদ্দকৃত টাকা থেকে মেটানো হবে। এ টাকা সরকারি বিধি মোতাবেক ব্যয় করতে হবে। যেকোনো প্রকার অনিয়মিত ব্যয়ের জন্য সংশ্লিষ্ট আয়ন ব্যয়ন কর্মখর্তার ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।
২০২১-২২ অর্থ বছরে বরাদ্দকৃত টাকা থেকে শিক্ষকদের ১৩তম গ্রেডের বকেয়া পরিশোধ করা যাবে। ইতোমধ্যে যাদের ১৩তম গ্রেডে বেতন নির্ধারণ হয়েছে, তাদের প্রাপ্য বকেয়া আগামী ১৪ জুনের মধ্যে অব্যশ্যিকভাবে পরিশোধ করতে হবে। তা না হলে আয়ন-ব্যয়ন কর্মকর্তা দায়ী থাকবেন।

অব্যয়িত টাকা ১৫ জুনের মধ্যে সমর্পন করতে হবে। চাহিদার অতিরিক্ত টাকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে জমা দিতে হবে। সিস্টেমে মাসিক খরচ এন্ট্রি দিতে হবে।
২০২০ সালে সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেড কার্যকর হওয়ার অনেক শিক্ষকেই বকেয়া বেতন ভাতা পাবেন। গত ১১ মে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষকদের ১৩তম গ্রেডের বকেয়ার চাহিদা জানতে চাওয়া হলো।

২০১৯ সালের নভেম্বর মাসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন গ্রেড-১৪ (প্রশিক্ষণপ্রাপ্ত) এবং বেতন গ্রেড-১৫ (প্রশিক্ষণবিহীন) থেকে গ্রেড-১৩ তে উন্নীত করা হয়। কিন্তু শিক্ষাগত যোগ্যতা নিয়ে দ্বিধা-দ্বন্দ্ব হওয়ায় সব শিক্ষকের বেতন গ্রেড উন্নিত হওয়া নিয়ে সংশয় সৃষ্টি হয়েছিলো। পড়ে সে জটিলতা নিরসণের পর আইবাস প্লাস প্লাসে শিক্ষকদের বেতন নির্ধারণ ও ফিক্সেশন নিয়ে ফের জটিলতা হয়। এত কিছুর পর ২০২১ খ্রিষ্টাব্দের শেষের দিকে শিক্ষকরা ১৩তম গ্রেডে বেতন পাওয়া শুরু করেন। বেতন নির্ধারণের পর বেতন প্রাপ্তির সময় পর্যন্ত সব শিক্ষকের ১৩তম গ্রেডে বেতনের কিছু অংশ বকেয়া ছিলো।

Read More-

নিম্নবিত্তদের জন্য ছয় মাসের এনজিও ঋণের কিস্তি শিথিল করা হয়েছে। এনজিও ঋণের কিস্তি ছয় মাসের জন্য শিথিল করেছে নিয়ন্ত্রক সংস্থা মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)। এর ফলে আগামী জুন পর্যন্ত ঋণগ্রহীতা কিস্তি পরিশোধ করতে ব্যর্থ হলে সেটিকে খেলাপি বা বিরূপমানে শ্রেণিকরণ করা যাবে না। গতকাল সংস্থাটি এ বিষয়ে একটি সার্কুলার জারি করে।

সার্কুলারে বলা হয়, ‘বর্তমানে করোনাভাইরাসজনিত কারণে বিশ্ববাণিজ্যের পাশাপাশি দেশের ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে। দেশের সার্বিক অর্থনীতির এ নেতিবাচক প্রভাবের ফলে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের ঋণগ্রহীতাদের ব্যবসা-বাণিজ্য তথা স্বাভাবিক অর্থনৈতিক কর্মকান্ডও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি বিধিমালা, ২০১০ এর বিধি ৪৪ অনুসরণে ১ জানুয়ারি ২০২০ তারিখে ঋণের শ্রেণিমান যা ছিল, আগামী ৩০ জুন পর্যন্ত ওই ঋণ তার চেয়ে বিরূপ মানে শ্রেণিকরণ করা যাবে না।’ The NGO loan installment has been relaxed for six months by the regulatory body MicroCredit Regulatory Authority (MRA). As a result, if the borrower fails to repay the installment until next June, it cannot be classified as defective or inverse.

এর আগে গতকাল বিভিন্ন পত্রিকায় নিম্নবিত্তদের দুর্ভোগের কথা তুলে ধরে ‘করোনায় দিনজীবীদের কমছে আয়, চিন্তা ঋণের কিস্তি নিয়ে’ একটি প্রতিবেদন প্রকাশ করা হয়, যেখানে ভুক্তভোগীরা এনজিও ঋণের কিস্তি পরিশোধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। ওই প্রতিবেদন প্রকাশের পর পরই নড়েচড়ে বসে এমআরএ। সংস্থাটির নির্বাহী ভাইস চেয়ারম্যান অমলেন্দু মুখার্জ্জি বলেন, করোনাভাইরাসের কারণে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে আমরা আপাতত আগামী জুন পর্যন্ত কিস্তি পরিশোধের বিষয়টি রিল্যাক্স করে সার্কুলার দিয়েছি। পরিস্থিতি আরও খারাপ হলে প্রয়োজনে এই সুবিধা আরও বাড়ানো হবে। এমআরএর তথ্য অনুযায়ী, গত ডিসেম্বর পর্যন্ত ৭৫৮টি এনজিও সারা দেশে প্রায় ১ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঋণ বিতরণ করেছে। ৩ কোটির বেশি গ্রাহক এই ঋণ গ্রহণ করেছেন। এর মধ্যে বকেয়া ঋণের পরিমাণ ৬৮ হাজার কোটি টাকা।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group