শিক্ষা খবরশিক্ষা নিউজ

শীর্ষ এক হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকাতেও নেই ঢাকা বিশ্ববিদ্যালয়

শীর্ষ এক হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকাতেও নেই ঢাকা বিশ্ববিদ্যালয়. লন্ডনভিত্তিক সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং-২০২০ প্রকাশ করেছে বৃহস্পতিবার। এ তালিকায় বাংলাদেশ থেকে কোনো বিশ্ববিদ্যালয় এক হাজারের ভেতর জায়গা পায়নি। তালিকায় শুধু জায়গা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)। তবে ঢাবির অবস্থান এক হাজারের পর।

সারা বিশ্ব থেকে ৯২টি দেশের ১৩শ বিশ্ববিদ্যালয় এই তালিকায় স্থান পেয়েছে। শিক্ষার পরিবেশ ও গবেষণাসহ ৫টি মানদ-ে এই তালিকা তৈরি করা হয়েছে।

শীর্ষ এক হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকাতেও নেই ঢাকা বিশ্ববিদ্যালয়. লন্ডনভিত্তিক সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং-২০২০

র্যাংকিংয়ের প্রথম স্থানে রয়েছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব অক্সফোর্ড। চারবারের মতো প্রথম স্থানে রয়েছে এ বিশ্ববিদ্যালয়টি। দ্বিতীয় স্থানে রয়েছে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি এবং তৃতীয় অবস্থানে রয়েছে ইউনিভার্সিটি অব কেমব্রিজ।

এ বছরের তালিকার প্রথম ১০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৭টিই যুক্তরাষ্ট্রের। তালিকায় এক হাজারের ভেতর স্থান পেয়েছে ভারতের ৩৬টি বিশ্ববিদ্যালয় এবং পাকিস্তানের ৭টি বিশ্ববিদ্যালয়।/

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group