বিসিএসশিক্ষা নিউজ

পিএসসি নন-ক্যাডারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ২০২২

পিএসসি নন-ক্যাডারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ২০২২।এ ছাড়া সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে ১০৮ জন, সিনিয়র স্টাফ নার্স পদে ৮৮ জন, পাণ্ডুলিপি গ্রন্থাগারিক পদে ১ জন, সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ১ জন, সিনিয়র স্টাফ নার্স ৬২ জন, ডিজাইনার ১ জন, ডিজাইনার সুপারভাইজার ১ জন ও নার্স ২ জন।গ্রহী প্রার্থীদের টেলিটকের ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd বা পিএসসির ওয়েবসাইটের www.bpsc.gov.bd মাধ্যমে কমিশনের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

সরকারি কর্ম কমিশন (পিএসসি) নন-ক্যাডারে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পিএসসির ওয়েবসাইটে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নবম ও দশম গ্রেডের ১৫টি পদে মোট ২৭৬ জন নেওয়া হবে। গ্রন্থাগারিক পদে ১ জন, নেটওয়ার্ক/ওয়েবসাইট ম্যানেজার পদে ১ জন, ডেটাবেইজ ম্যানেজার পদে ১ জন, কম্পিউটার প্রোগ্রামার পদে ৪ জন, সহকারী প্রত্নতাত্ত্বিক প্রকৌশলী পদে ২ জন, জুনিয়র প্রত্নতাত্ত্বিক রসায়নবিদ পদে ১ জন ও উপসহকারী প্রকৌশলী (টেলিভিশন) পদে ১ জন।

PSC Non-Cadre Recruitment Circular 2022. Besides, there are 107 Assistant Family Planning Officers, 8 Senior Staff Nurses, 1 Manuscript Librarian, 1 Sub-Assistant Engineer, 72 Senior Staff Nurses, 1 Designer, and 1 Designer. 1 Supervisor and 2 Nurses. Candidate candidates have to apply in the form prescribed by the Commission through the Teletalk website http://bpsc.teletalk.com.bd or the PSC website www.bpsc.gov.bd.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group