জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের ডিগ্রি (পাস) প্রাইভেট/সার্টিফিকেট কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ। অনলাইনে রেজিষ্ট্রেশন আবেদনের তারিখঃ ২০/১২/২০২৩ইং তারিখ বিকাল ৪টা থেকে ০৯/০১/২০২৪ইং তারিখ রাত ১২টা পর্যন্ত। অনলাইনে রেজিষ্ট্রেশন আবেদনের তারিখঃ ২০/১২/২০২৩ইং তারিখ বিকাল ৪টা থেকে ০৯/০১/২০২৪ইং তারিখ রাত ১২টা পর্যন্ত।
প্রাইভেট ডিগ্রির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনে আবেদন শুরু হবে ১২ ফ্রেবুয়ারী বিকাল ৪টা থেকে ২৮ ফেব্রুয়ারী রাত ১২টা পর্যন্ত । অনলাইনে আবেদন করে কলেজ নোটিশ দেখে, কলেজে ভর্তি হতে হবে। এখানে আবেদনের কোন রেজাল্ট দিবে না, আগে আসলে আগে সিট পাবেন ভিত্তিতে ভর্তি করানো হবে
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে এই কোর্সে রেজিস্ট্রেশন এর জন্য অনলাইনে আবেদন ফরম সংগ্রহ প্রক্রিয়া ২০/১২/২০২৩ তারিখ থেকে শুরু হয়ে -০৯/০১/ ২০২৪ তারিখ পর্যন্ত চলবে। পূরণকৃত আবেদন ফরম ও নির্ধারিত ফিসহ প্রয়োজনীয় কাগজপত্র –/০১/২০২০ তারিখের মধ্যে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে।
ডিগ্রি ১ম বর্ষ(প্রাইভেট) ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশ NU Degree Private Admission Circular
আবেদন যোগ্যতাঃ যেকোনো শিক্ষাবোর্ড/উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে ২০১৯ সাল বা তৎপূর্বে HSC ও SSC পরীক্ষায় ন্যুনতম জিপিএ ২.০ প্রাপ্ত শিক্ষার্থীরা ২০২১ সালের ডিগ্রি (পাস) প্রাইভেট ডিগ্রি (বি.এ/বি.এস.এস/বি.বি.এস) কোর্সে রেজিষ্ট্রেশনের জন্য আবেদন করতে পারবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের উক্ত আবেদন ফরম পূরণ করে প্রাথমিক আবেদন ফি বাবদ ২৫০/-টাকা ও রেজিষ্ট্রেশন ফি ৪৮৫/- টাকা সংশ্লিষ্ট কলেজে ২১ মার্চ ২০২২ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে।
National University releases admission notification for 2021 degree (pass) private/certificate courses. Date of Online Registration Application: 28/02/2022 From 4 pm to 20/03/2022nd date till 12 pm.