জাতীয় বিশ্ববিদ্যালয়

পরীক্ষায় তত্বীয় ও ইনকোর্স মিলে ৪০ পেলেই পাস: জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভুল ধারণা ছিল ইনকোর্সে ও তত্বীয় পরীক্ষায় আলাদাভাবে পাস করতে হয়। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ডিগ্রি ও মাস্টার্স পরীক্ষায় তত্বীয় ও ইনকোর্স মিলে ৪০ পেলেই পাস। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ বদরুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান জানিয়েছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ইনকোর্সের ২০ আর থিউরির ৮০ দুটা মিলে ৪০ পাইলে সে পাস। ইনকোর্সে ০ পেয়েও যদি কেউ তত্বীয় পরীক্ষায় ৮০ এর মধ্যে ৪০ পায় সে পাশ করবে। অর্থাৎ ইনকোর্সের ২০ আর থিউরির ৮০ এই দুইটা মিলে ৪০ পেলে সে পাস। অর্থ্যাৎ কেউ যদি ইনকোর্সে ০ পেয়েও তত্বীয়তে ৮০ এর মধ্যে ৪০ পায় সে পাশ করবে। অথবা কেউ যদি ইনকোর্সে ২০ এবং তত্বীয়তে ২০ মিলে ৪০ পায় তাহলেও সে পাস করবে৷

৪ বছর মেয়াদি স্নাতক (অনার্স) কোর্স এর রেগুলেশন অনুযায়ী এক বর্ষ থেকে পবরর্তী বর্ষে Promotion এর জন্য সকল কোর্সের পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক।

১ম বর্ষ থেকে ২য় বর্ষে Promotion এর জন্য কমপক্ষে ৩টি তত্ত্বীয় কোর্সে D বা তার চেয়ে বেশী গ্রেড পেতে হতে। ২য় বর্ষ থেকে ৩য় বর্ষে Promotion এর জন্য কমপক্ষে ৩টি তত্ত্বীয় কোর্সে D বা তার চেয়ে বেশী গ্রেড পেতে হতে।কোন বর্ষে ১টি কোর্সে অনুপস্থিত থেকে বাকি সকল কোর্সে D বা তার চেয়ে বেশী গ্রেড পেলে শর্তসাপেক্ষে পরবর্তী বর্ষে Promotion পাবে। তবে অনুপস্থিত কোর্সে পরবর্তী বছর পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক। ৩য় বর্ষ থেকে ৪র্থ বর্ষে প্রমােশনের জন্য কমপক্ষে ৪ টি D বা এর বেশি পেতে হবে।

উপরের শর্ত পূরণে ব্যর্থ শিক্ষার্থী Not Promoted হবে। পরবর্তী বছর শিক্ষার্থী পূর্ববর্তী বছরের শুধুমাত্র F এবং অনুপস্থিত কোর্সের গ্রেড।উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করবে। একই সাথে C এবং D গ্রেড প্রাপ্ত সর্বোচ্চ ২টি কোর্সে মান উন্নয়ন পরীক্ষার জন্য অংশগ্রহণ করতে পারবে।

১ম বর্ষের সকল কোর্সে D বা এর বেশী না পাওয়া পর্যন্ত ৩য় বর্ষের চূড়া পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কিন্তু তার ফলাফল স্থগিত থাকবে। ১ম ও ২য় বর্ষের সকল কোর্সে D বা এর বেশি না পাওয়া পর্যন্ত ৪র্থ বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

Promoted এবং Not Promoted সকল পরীক্ষার্থী C এবং D গ্রেড পাওয়া প্রতি বর্ষের সর্বোচ্চ ২টি কোর্সে শুধুমাত্র পরবর্তী বছর মান উন্নয়ন পরীক্ষা দিতে পারবে। F গ্রেড প্রাপ্ত কোর্সে একাধীক বার পরীক্ষা দেওয়ার সুযােগ পাবে। একই সাথে গ্রেড উন্নয়ন এবং মান উন্নয়ন পরীক্ষা দেওয়া যাবে। তবে F গ্রেড প্রাপ্ত কোর্সকে গ্রহণযােগ্য গ্রেডে উন্নিত হলে ঐ কোর্সে মান উন্নয়ন পরীক্ষার সুযােগ নাই। এছাড়া F গ্রেড পাওয়া কোর্সে পরবর্তীতে গ্রেড উন্নয়ন হলে প্রাপ্ত গ্রেড যাই হােক না কেন B’ (Plus) এর বেশী প্রাপ্য হবে না।

একই বর্ষে সর্বোচ্চ ২টি কোর্সে মান উন্নয়ন (C এবং D গ্রেড প্রাপ্ত) পরীক্ষা দিতে পারবে। সর্বস্তুরে মান উন্নয়ন পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে Pick up পদ্ধতি অনুসরণ করা হবে। অর্থাৎ ১ম এবং ২য় বার পরীক্ষার ফলাফলের মধ্যে যেটি উচ্চতর গ্রেড সে গ্রেড CGPA গণনার ক্ষেত্রে প্রযােজ্য হবে। ইন-কোর্স, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় গ্রেড উন্নতিকরণ কোন সুযােগ থাকবে না।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে পূর্বের ন্যায় ইনকোর্স পরীক্ষা বহাল থাকবে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকের অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিল সভায়। ইনকোর্স পরীক্ষা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি। আজ ৯৪তম একাডেমিক কাউন্সিল সভায় এমন সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. মশিউর রহমান।

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ে পূর্বের ন্যায় ইনকোর্স পরীক্ষা বহাল থাকবে

২০২০-২১ শিক্ষাবর্ষের ইনকোর্স পরীক্ষা বাতিল হচ্ছে না বলে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। উল্লেখ্য, এর আগে ২০২০ সালের ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৯১তম সভয় ইনকোর্স পরীক্ষার পরিবর্তে শিক্ষার্থীদের ৫০ ও ১০০ নম্বরের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।

আজ সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৯৪তম সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০২০-২১ শিক্ষাবর্ষের ইনকোর্স পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করা হলো।

উল্লেখ্য, এর আগে এর পরিবর্তে অর্ধপত্রের জন্য ৫০ এবং পূর্ণপত্রের জন্য ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা ছিল যা আজ পুনরায় বাতিল করা হয় । বিষয়টি গত বছরের ১২ ফেব্রুয়ারি একাডেমিক কাউন্সিলের ২০৫তম সভায় অনুমোদিত হয় যা আজ পুনরায় বাতিল করা হয়।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group