জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় সিজিপিএ বনাম পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় সিজিপিএ

জাতীয় বিশ্ববিদ্যালয় সিজিপিএ বনাম পাবলিক বিশ্ববিদ্যালয় সিজিপিএ National University CGPA vs. Public or Private University CGPA

জাতীয় বিশ্ববিদ্যালয় সিজিপিএঃ National University তে CGPA অন্যন্যা ভার্সিটির তুলনায় অনেক কম দেয়া হয়। এর অন্যতম কারন পুরাতন শিক্ষকদের দিয়ে খাতা মূল্যায়ন করা। এখনো অনেক শিক্ষকদের ধারনা যে,জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কেবলমাত্র পরীক্ষার আগের রাতেই পড়ে!!! কিন্তু না। এখন আর সেই দিন নেই, এখন National University নির্দিষ্ট একাডেমীক ক্যালেন্ডার অনুযায়ী চলে, সুতরাং এখানে কোনপ্রকার অনিয়মিত ছাত্রছাত্রী লেখাপড়া করা সুযোগ নেই। আগে একটা সময় ছিল যখন অনেক ছেলেমেয়ে চাকরীর পাশাপাশি National University তে পড়ালেখা চালিয়ে যেত কিন্তু এখন তাদের জন্য সেই সুযোগ থাকছেনা।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা খাতা মূল্যায়ন করে তারা যদি তাদের মন-মানসিকতা কিছুটা পরিবর্তন করেন,তবে ছাত্রছাত্রীদের সিজিপিএ আরো বাড়তে পারে।

পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় সিজিপিএঃ যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে না পড়ে পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের সিজিপিএ অনেক বেশি হয়। এটার কারন পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষক ক্লাস নেন,উনিই পরীক্ষা নেন, উনিই প্রশ্নপত্র তৈরী করেন,উনিই গার্ড দেন,উনিই খাতা দেখেন। ফলে শিক্ষার্থীরা সবাই তার পরিচিত থাকে। পাশাপাশি কিছু শিক্ষার্থীর সাথে শিক্ষকের ব্যাক্তিগত সম্পর্ক গড়ে উঠে। এমনকি ভুলবসত পরীক্ষার খাতার রোল নাম্বার ভুল লিখে আসলেও শিক্ষক তা সংশোধন করে দেন। কারন ছাত্রছাত্রীদের সাথে শিক্ষকের সম্পর্ক অনেক গভীর থাকে।
ফলে তাদের ফলাফল বা সিজিপিএ এমনিতেই অনেক বেশি হয়।
তাছাড়া আরো একটি বড় কারন হলো, জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোন বিষয়ে সি গ্রেড বা তার নিচে পেলে ইমপ্রুভমেন্ট দেয়া যায়। কিন্তু অন্যন্যা বিশ্ববিদ্যালয়ে বি প্লাসের নিচে পেলেই ইমপ্রুভমেন্ট দেয়া যায়।
ফলে National University তে পড়া কোন শিক্ষার্থী সকল বিষয়ে সি প্লাস পেলেও তার মানউন্নয়নের সুযোগ নেই কিন্তু অন্যন্যা বিশ্ববিদ্যালয়ে বি প্লাসের নিচে পেলেই মান উন্নয়ন পরীক্ষা দেয়া যায়।
এই বৈষম্যমূলক নীতির কারনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সিজিপিএ তুলনামূলক অনেক কম হয়। কিন্তু আপনি যদি মেধার বিচার করেন তখন জাতীয় বিশ্ববিদ্যালয় কোন অংশেই কম নয়।

মূলবই বনাম শীটঃ National University তে যারা পড়ে,তাদের সবার বিষয়ভিত্তিক পাঠ্যবই থাকে। সেই পাঠ্যবই মোটামোটি পুরোপুরিভাবে ধারনা না থাকলে ভালো ফলাফল করা যায়না। কিন্তু অন্যন্যা বিশ্ববিদ্যালয়ে পাঠ্যবই না পড়িয়ে,কেবলমাত্র ক্লাস শীট এর প্রতি বেশী জোড় দেয়া হয়।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group