জাতীয় বিশ্ববিদ্যালয়

ডিগ্রি ১ম এবং অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীদের এসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের শিক্ষার্থীদের এসাইনমেন্টের মাধ্যমে পরবর্তী বর্ষে উঠানো হবে জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি- অধ্যাপক মশিউর রহমান।তিনি আরোও বলেন আমাদের শিক্ষার্থীদের অনলাইনে দক্ষ করা হবে।

ডিগ্রি ১ম এবং অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীদের এসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন করে ২য় বর্ষে প্রমোশন দেওয়া হবে, শুধুমাত্র যারা সফল ভাবে এসাইনমেন্ট সম্পন্ন করতে পারবে শুধু তাদের প্রমোশন দেওয়া হবে এবং শিক্ষার্থীদের সাথে শর্ত থাকবে যে শিক্ষাবর্ষের মধ্যে সকল কোর্সে অবশ্যই পাশ করতে হবে।

এছাড়া ডিগ্রি ২য়,৩য় এবং অনার্স ২য়,৩য় ও ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের সরাসরি পরিক্ষা দিয়ে পরবর্তী বর্ষে উঠানো হবে। শারীরিক দূরত্ব বজায় রেখে প্রাপ্ত বয়স্ক শিক্ষার্থীদের পরীক্ষা নেয়ার কথা ও বলেন তিনি।

তিনি শিক্ষার্থীদের ভ্যাকসিন দেয়ার ব্যাপারে বলেন, প্রায় ১০০০ কলেজের শিক্ষার্থীদের তথ্য উপাক্ত সংগ্রহ করা হয়েছে। সবাইকে টিকা দেয়া সম্ভব না হলেও শিক্ষা কার্যক্রম চালু রাখা হবে। যুগের সাথে তাল মিলিয়ে চলতে তিনি পরামর্শ দেন।

শিক্ষার্থীরা যেহেতু এক বর্ষে ২ বছর ধরে আছে,তাই এসাইনমেন্টের মাধ্যমে পরবর্তী বর্ষে উত্তীর্ণ করে দিতে পারি। জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য আজকে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে এসব কথা বলেছেন, তিনি বলেন তিনি বলেন স্ব শরীরে পরীক্ষা নিলে বুঝি বাড়বে বলে হয় না।

তিনি বলেন, কোভিডের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেহেতু পরীক্ষা চালু হয়েও বন্ধ করা হয়েছে, সেক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রেখেই পরীক্ষা গুলো আবার নেওয়া হবে। যেহেতু শিক্ষার্থীরা একই বর্ষে ২ বছর ধরে আছে সেক্ষেত্রে আমরা শুধু ১ম বর্ষের শিক্ষার্থীদের এসাইনমেন্ট নিয়ে পরবর্তী বর্ষে উঠিয়ে দিব। যাতে করে শিক্ষার্থীদের সেশনজট না লাগে।

তিনি আরও বলেন, এসাইনমেন্টের মাধ্যমে পরবর্তী বর্ষে উঠলেও ৪র্থ বর্ষের মধ্যে অর্থাৎ অর্নাস ফাইনাল ইয়ারের আগেই তাদের সকল পরীক্ষা গুলো দিয়ে দিতে হবে। তবে আমরা ইতিমধ্যে কয়েক হাজার ক্লাস অনলাইনে আপলোড দিয়েছি। শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করেই আমরা সিদ্ধান্ত নিব।

খুব শিগ্রই স্থগিত পরিক্ষার নতুন সংশোধিত রুটিন প্রকাশ করা হবে বলে জানান জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি- অধ্যাপক মশিউর রহমান।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group