২০২১ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তি কার্যক্রমের বিএড,বিপিএড,বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড ও এমপিএড কোর্সে অনলাইন রিলিজ স্লিপের আবেদনের সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজেসমূহে ২০২১ শিক্ষাবর্ষে বিএড,বিপিএড,বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড ভর্তি কার্যক্রমে অনলাইন রিলিজ স্লিপের আবেদনের ২৩ জানুয়ারি বিকাল ৪টায় শুরু হয়ে ৩১ জানুয়ারি ২০২১ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে।
যে সকল আবেদনকারী
ক) মেধা তালিকায় স্থান পায়নি;
খ) মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি
গ) মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে,
ঘ) ২য় পর্যায়ে যে সকল আবেদনকারী অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করেছে ও সংশ্লিষ্ট সকল কর্তৃক যাদের আবেদন নিশ্চয়ন করা হয়েছে,
সে সকল আবেদনকারী মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই রিলিজ স্লিপের মাধ্যমে আবেদন করতে হবে।
কলেজ কর্তৃক যে সকল আবেদনকারী প্রাথমিক আবেদন নিশ্চয়ন করা হয়নি,সে সকল আবেদনকারী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না।
মাস্টার্স (প্রফেশনাল) কোর্সসমূহঃ
★ ব্যাচেলর অব এডুকেশন (বিএড)
★ ব্যাচেলর অব মাদ্রাসা এডুকেশন (বিএমএড)
★ ব্যাচেলর অব স্পেশাল এডুকেশন (বিএসএড)
★ ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন (বিপিএড)
★ মাস্টার অব এডুকেশন (এমএড)
★ মাস্টার অব স্পেশাল এডুকেশন (এমএসএড)
★ মাস্টার অব ফিজিক্যাল এডুকেশন (এমপিএড) National University Masters Professional Course Release Slip Online Application Circular 2020-2021.