জাতীয় বিশ্ববিদ্যালয়বিশ্ববিদ্যালয় ভর্তি

প্রিলিমিনারি টু মাস্টার্স ভর্তি কার্যক্রমে ১ম মেধা তালিকা ফলাফল ২০২০

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমে ১ম মেধা তালিকা ফলাফল ১২ মার্চ ২০২০ প্রকাশ হবে এই তথ্য এনইউ কতৃক এক নোটিশ দ্বারা নিশ্চিত করা হয়েছে। National University Preliminary to Matsers (Regular) Admission 1st Merit List Result 2018-2019 Has Been Published On Daily Result BD Website.

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি মাস্টার্স (নিয়মিত) কোর্সে ভর্তির ১ম তালিকার ফলাফল ১২ মার্চ ২০২০ প্রকাশ করা হয়। উল্লেখিত দিন বিকাল ৪টার পর থেকে প্রথমে এসএমএস এর মাধ্যমে এবং রাত ৯টার পর থেকে অনলাইনে ফলাফল প্রকাশ করা হবে। ১ম মেধাতালিকায় সুযোগপ্রাপ্তদের ১৪ অক্টোবর ২০২০ থেকে ২১ অক্টোবর২০২০ তারিখের মধ্যে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে এবং ১৫ অক্টোবর ২০২০ থেকে ২০ অক্টোবর ২০২০ তারিখের মধ্যে রেজিস্ট্রেশন ফি এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ চূড়ান্ত ভর্তি ফরম সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে।

প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি ফরম পূরণ ও কলেজ কর্তৃক নিশ্চয়ন সংক্রান্ত সার্কুলার

মোবাইলে ফলাফল দেখার নিয়মঃ

উল্লেখিত দিন বিকেল ৪টার পরে প্রথমে মোবাইলে মেসেজ এর মাধ্যমে ফলাফল করা হবে। এস.এম.এস এ ফলাফল দেখার পদ্ধতি নিচে দেওয়া হলোঃ

NU<space>ATMP<space>Roll No এবং লিখে 16222 নম্বরে পাঠিয়ে ফলাফল জানা যাবে।

এখানে, NU= National University
ATMP= Admission Test Masters Preliminary
Admission Roll No= অনলাইনে ভর্তির আবেদন ফরমে প্রাপ্ত রোল নম্বর বোঝানো হয়েছে।

অনলাইনে ফলাফল দেখার নিয়মঃ

উল্লেখিত দিন রাত ৯টার পর অনলাইনে ফলাফল প্রকাশ করা হবে। ফলাফল দেখতে নিচে আপনার ভর্তির রোল নম্বর ও পিন নম্বর লিখে লগিন করতে হবেঃ

মাস্টার্স প্রিলিমিনারি ভর্তির ফলাফল দেখতে লগিন করুন http://app.nu.edu.bd/nu-web/msapplicant/applicantLogin.action?degreeName=Preliminary এখানেঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফলাফল দেখতে ও ভর্তি ফরম পূরণ করতে এই লিঙ্কে ক্লিক করুন।

প্রথম মেধাতালিকায় সুযোগ প্রাপ্তদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ

১ম মেধা তালিকায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণের সময়সীমাঃ ১২ মার্চ ২০২০ থেকে ১৯ মার্চ ২০২০
১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তির ফরম প্রিন্ট করে রেজিস্ট্রেশন ফিসহ সংশ্লিষ্ট কলেজে জমা দেয়ার সময়সীমাঃ ১৪ মার্চ ২০২০ থেকে ২১ মার্চ ২০২০
সংশ্লিষ্ট কলেজ কর্তৃক ১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের সময়সীমাঃ ১৪ মার্চ ২০২০ থেকে ২২ মার্চ ২০২০
ক্লাশ শুরুর তারিখঃ ২৪ মার্চ ২০২০

ভর্তি হতে যে সকল কাগজপত্র লাগবেঃ

অনলাইন থেকে মূল আবেদন ফর্মের – ২ সেট ( অবশ্যই A4 অফসেট সাদা কাগজে কালার প্রিন্ট করতে হবে)।
প্রাথমিক আবেদনের প্রবেশপত্র -২সেট।
পাসপোর্ট সাইজের ছবি ৪টি এবং স্ট্যাম্প সাইজ ৪টি পেছনে নাম লিখে দিতে হবে (কলেজভেদে কম বেশি হতে পারে)।
স্নাতক (পাস) এর সনদপত্র/প্রশংসা পত্রের সত্যায়িত ফটোকপি – ২ সেট।
স্নাতক (পাস) পরীক্ষার নম্বরপত্র।
স্নাতক (পাস) পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত ফটোকপি – ২ সেট।
টাকা জমার রশিদ।
চারিত্রিক সনদপত্র (সাধারণত লাগেনা, কোন কোন কলেজে লাগতে পারে) – ২ টি।
উল্লেখ্য, সকল কাগজপত্র ২ কপি করে ২ সেট বানাতে হবে যার এক কপি বিভাগীয় সেমিনারে এবং এক কপি অফিসে জমা দিতে হবে।

প্রথম মেধাতালিকায় প্রত্যাশিত বিষয় পাননি?
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ার ১ম মেধাতালিকায় সুযোগ প্রাপ্ত ভর্তি ইচ্ছুকরা তাদের সুযোগপ্রাপ্ত বিষয়টি পছন্দ না হলে চাইলে বিষয় পরিবর্তনের জন্য আবেদন করতে পারেন। এই প্রক্রিয়াকে বিষয় পরিবর্তন বা মাইগ্রেশন বলা হয়ে থাকে।

১ম মেধাতালিকায় সুযোগ পাননি?
জাতীয় বিশ্ববিদ্যালয় ফলাফল কয়েকটি ধাপে প্রকাশ করে। যেমনঃ

১ম মেধাতালিকা
২য় মেধাতালিকা (আসন খালি থাকা সাপেক্ষে) ও মাইগ্রেসন।
কোটা ও ও মাইগ্রেসন এবং রিলিজ স্লিপ।
সুতরাং পরবর্তীতে ২য় মেধাতালিকা প্রকাশ হবে এবং তখন অনেকেই সুযোগ পাবেন। আর ২য় মেধাতালিকায় সুযোগ না পেলেও রিলিজ স্লিপের মাধ্যমে কোন না কোন কলেজে ভর্তি হতে পারবেন।

Resuming nu preliminary to masters (regular)1st merit admission 2018-2019

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group