জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন

সমাবর্তনসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।  পাঁচ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র ঐক্য পরিষদ। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ মানবন্ধন কর্মসূচি পালিত হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র ঐক্য পরিষদের পাঁচ দফা দাবিগুলো হলো- প্রতিবছর নিয়মতান্ত্রিক ভাবে সমাবর্তন আয়োজন করতে হবে; কলেজগুলোতে সরকার নির্ধারিত ফি’র অতিরিক্ত আদায় করা যাবে না; সকল বিভাগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক ব্যবহারিক কোর্স চালু এবং গবেষণাগার প্রতিষ্ঠা করতে হবে; মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষক ও ক্লাসরুম সংকট দূর করতে হবে; কলেজগুলোকে শুধু সনদপ্রাপ্তির কেন্দ্র না করে সংস্কারের মাধ্যমে কর্মমুখী শিক্ষা পদ্ধতি চালু করতে হবে।

মানববন্ধনে জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র ঐক্য পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মো. রহমাতুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় শুরু হওয়ার পর থেকে আমরা শোষণের শিকার হয়ে আসছি। আমাদের সর্বশেষ সমাবর্তন হয়েছিল ২০০০ সালে। তাও ছিল অসম্পূর্ণ। আমরা সারাবিশ্বের দ্বিতীয় বৃহৎ বিশ্ববিদ্যালয় হওয়ার পরও বঞ্চনার শিকার হচ্ছি। আমরা এর থেকে মুক্তি চাই। আমরা আন্দোলন করতে চাই না, পড়ার টেবিলে ফিরে যেতে চাই। তাই অতি দ্রুত আমাদের পাঁচ দফা দাবি মেনে নেওয়া হোক।

এ সময় শিক্ষার্থীরা আরও বলেন, সমাবর্তন শিক্ষার্থীদের জন্য শিক্ষা পরবর্তী সবচেয়ে বড় উপহার। প্রতিষ্ঠার ২৮ বছরেও সফলতার সাথে কোনো সমাবর্তন আয়োজন করতে পারেনি।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র ঐক্য পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক মিনা-আল আমিন, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মো. রহমাতুল্লাহ, ধনিয়া কলেজের শিক্ষার্থী গোলাম রব্বানী, তেজগাঁও কলেজ শিক্ষার্থী ইশা, তানবীর, হাজি সেলিম কলেজের আজিজ সাইফুল প্রমুখ।

সমাবর্তনসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

যা বৈষম্য দূর ও দক্ষ জনশক্তি তৈরির লক্ষে সমাবর্তনসহ শিক্ষা পদ্ধতি সংস্কারের দাবি জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র ঐক্য পরিষদ।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group