জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার প্রবেশপত্র বিতরণ বিজ্ঞপ্তি 2021

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার প্রবেশপত্র প্রিন্ট ও বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি 2021 প্রকাশ করা হয়েছে। National University Honours 4th Year Special Exam Admit Card Distribution Circular 2021 Has Been Published On Daily Result BD com Website.

এনইউ ২০১৯ সালের অনার্স ৪র্থ বর্ষ বিশেষ পরীক্ষার প্রবেশপত্র পরীক্ষা নিয়ন্ত্রকের ডিজিটাল স্বাক্ষরসহ ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ২০ ফেব্রুয়ারী ২০২০ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংশ্লিষ্ট কলেজগুলোকে পরীক্ষার্থীদের প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট নিয়ে নির্ধারিত স্থানে পরীক্ষার্থীদের ছবি লাগিয়ে এবং নির্ধারিত স্থানে অধ্যক্ষের স্বাক্ষর ও সীল দিয়ে পরীক্ষার্থীদের মাঝে বিতরণ করতে বলা হয়েছে।

অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার প্রবেশপত্র বিতরণ বিজ্ঞপ্তি 2021

অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার প্রবেশপত্র বিতরণ বিজ্ঞপ্তি 2021


এনইউ এর প্রবেশপত্র ডাউনলোড করতে নির্ধারিত লিংকে (www.nu.ac.bd/admit/) গিয়ে College Login এ ক্লিক করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। এ সংক্রান্ত জরুরি প্রয়োজনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে (ফোন: ০১৭২১৫৫১৫৫৮ এবং ০২৯২৯১০৩১) যোগাযোগ করতে বলা হয়েছে।

The notification said that if no valid candidate’s admit card is found or there is any mistake in the admit card, the application has to be made to the concerned branch by 27/12/2021. No correction can be done by the college or the centre in the admit card. No action will be taken after the specified date.

Meanwhile, the attendance letter for the 2020 Honors 4th Year Examination under the National University has been published on the www.nu.ac.bd/admit website. College Login all the college centres concerned have been asked to download the attendance sheets of the candidates and verify the information of the candidates on the print and take action for the examination of the candidates.

যদি কোন বৈধ পরীক্ষার্থীর প্রবেশপত্র পাওয়া না যায় বা প্রবেশপত্রে কোনপ্রকার ভুল থাকে তাহলে তা সংশোধনে আগামী ২৮ জানুয়ারী মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন করতে হবে বলেও জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group