এনইউ রেজাল্টজাতীয় বিশ্ববিদ্যালয়

মাস্টার্স (নিয়মিত) ভর্তি রিলিজ স্লিপের মেধা তালিকার ফলাফল 2024 NU Masters Release Slip Result

২০২১-২০২২ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভৰ্তি নিশ্চয়ন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষ পর্ব (নিয়মিত) প্রোগ্রামের ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের মেধা তালিকা অনলাইনে প্রকাশ করা হবে।এনইউ  প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের মেধা তালিকা প্রকাশ

রিলিজ স্লিপে কারা আবেদন করতে পারবেঃ

যারা মেধা তালিকায় চান্স পায়নি, চান্স পেয়েও যারা কোন কারণে ভর্তি হতে পারেনি, ভর্তি হয়ে যারা ভর্তি বাতিল করেছে তারা রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। রিলিজ স্লিপে আবেদনের সময় সর্বনিম্ন বা সর্বোচ্চ ৩ টি কলেজ দিতে হবে, এর কম বেশি দেয়া যাবে না।
রিলিজ স্লিপের আবেদন ফরম কলেজে জমা দিতে হবে না।

উল্লেখ্য যে, একই অথবা দুটি ভিন্ন শিক্ষাবর্ষে কোন প্রার্থী মাস্টাস নিয়মিত/প্রাইভেট) অথবা মাস্টার্স প্রফেশনাল কোর্সে অধ্যয়নরত অবস্থায় ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তি হলে তার উভয় ভর্তি বাতিল বলে গণ্য হবে।

২০১৯-২০২০ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ভর্তি কার্যক্রম নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবেঃ

ক) রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত প্রার্থীদের অনলাইনে ভর্তি ফরম পূরণের তারিখ: ১৯/১২/২০১৯ থেকে ৩১/১২/২০১৯

প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইটের (www.nu.ac.bd/admissions) থেকে Applicant Login লিঙ্কে Masters (Regular) Login অপশন ক্লিক করে ভর্তি ফরম পূরণ করতে হবে।

খ) রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত প্রার্থীকে চূড়ান্ত ভর্তি ফরমের প্রিন্ট কপি সংশ্লিষ্ট কলেজে জমা দেয়ার তারিখ: –/০৯/২০১৯ থেকে –/০৯/২০১৯

মাস্টার্স শেষ পর্বর এর রেগুলারের রিলিজ স্লিপের রেজাল্ট ২০ মার্চ ২০২৪ সালে প্রকাশ পাবে। National University NU ( Regular) Masters Admission Release Slip Result Will Published

মাস্টার্স শেষ পর্ব রিলিজ স্লিপের রেজাল্ট Check SMS ,

NU <Space> atmf<space> admission roll and send to 16222 Number

বিঃদ্রঃ চূড়ান্ত ফরম ও কাগজপত্র সহ রেজিস্ট্রেশন ফি ৮৩৫/-(আটশত পয়ত্ৰিশ) টাকা হারে কলেজে জমা দিতে হবে।

গ) কলেজ কর্তৃক রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত প্রার্থীদের অনলাইনে ভর্তি নিশ্চয়নের তারিখ: –/০১/২০১৯ থেকে –/০১/২০১৯

২০২১-২০২২ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের মেধা তালিকা সম্পর্কিত বিজ্ঞপ্তি NU Masters Release Slip Result

ঘ) কলেজকে রিলিজ স্লিপে ভর্তিকৃত প্রার্থীদের নিশ্চয়নের তারিখ: ১২/–/২০১৯ থেকে–/০৯/২০১৯

রেজিষ্ট্রেশন ফি [প্রার্থী প্রতি ৮৩৫-(আটশত পয়ত্ৰিশ) টাকা হারে] সোনালী সেবার মাধ্যমে যে কোন সোনালী ব্যাংক শাখায় জমা দিতে হবে। এ লক্ষ্যে থেকে কলেজ Login এর মাধ্যমে Admission Payment Info (Reg.) অপশনে ক্লিক করে Pay slip ডাউনলোড করবে। Pay slip এ ২০১৭২০১৮ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ‘রেজিষ্ট্রেশন ফি” খাতের সঞ্চয়ী হিসাব নম্বর- 0218100000134 উল্লেখপূর্বক মোট টাকার অংক । লেখা থাকবে এবং এর প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোন শাখায় জমা দিয়ে রশিদ সংগ্রহ করবে।

ফলাফল দেখতে এই http://app3.nu.edu.bd/nu-web/msapplicant/applicantLogin.action?degreeName=Postgraduate লিংকে ক্লিক করুন

উক্ত ফলাফল SMS (nu atmf roll no টাইপ করে 16222 নম্বরে send করতে হবে) এর মাধ্যমে একইদিন বিকাল ৪টা থেকে এবং ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) রাত ৯টা থেকে পাওয়া যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.acbd/admissions) লিঙ্কে গিয়ে এ সংক্রান্ত সকল তথ্য পাওয়া যাবে।

ভর্তি হতে যে সব কাগজপত্র লাগবেঃ

  • অনলাইন থেকে মূল আবেদন ফরম – ২ সেট ( অবশ্যই A4 অফসেট সাদা কাগজে কালার প্রিন্ট করতে হবে), (স্টুডেন্ট কপি হাতে রাখতে হবে)।
  • সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি ২-৪টি এবং স্ট্যাম্প সাইজ ২-৪ টি পেছনে নাম লিখে দিতে হবে (কলেজভেদে কম বেশি হতে পারে)।
  • এসএসসি/সমমান,এইচএসসি/সমমান, স্নাতক (সম্মান) নিয়মিত/স্নাতকোত্তর প্রথম পর্ব পাশের সনদপত্র এর সত্যায়িত ফটোকপি – ২ সেট।
  • স্নাতক (সম্মান) পাশের প্রশংসাপত্র/প্রত্যয়নপত্র ও রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি – ২ সেট।
  • টাকা জমার রশিদ।
  • চারিত্রিক সনদপত্র (সাধারণত লাগেনা, কোন কোন কলেজে লাগতে পারে) – ২ টি।
  • সমতা নিরূপণ ও মাইগ্রেশন সনদের সত্যায়িত ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে)।

যারা রিলিজ স্লিপের মেধা তালিকায় সুযোগ পায়নি তাদের হতাশ হওয়ার কিছু নেই। জাতীয় বিশ্ববিদ্যালয় এর পর ২য় রিলিজ স্লিপ এর আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group