জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ বিশেষ পরীক্ষার রুটিন ২০২২ প্রকাশ। এনইউ অনার্স দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। পরীক্ষার সময়কাল প্রশ্নপত্রে উল্লেখ থাকবে। কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে।NU Honours 2nd Year Exam Routine , National University Honours 2nd Year Special Exam Routine 2022 Has Been Published My daily result bd website.
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১ সালের অনার্স ২য় বর্ষের (নিয়মিত, অনিয়মিত এবং গ্রেড উন্নয়ন) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী বছরের ২ জানুয়ারি থেকে অনার্স দ্বিতীয় বর্ষের লিখিত পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষা চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
২০২১ সালের অনার্স ২য় বর্ষ ( নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন ) পরীক্ষার সময়সূচি। ২০১৯ সালের অনার্স ১ম, ২য়, ৩য় এবং ৪র্থ বর্ষ (বিশেষ) পরীক্ষার সময়সূচী।
Exam Start date 4th January 2023
Test End date 2nd February 2022
Exam Start time Everyday 12:00 PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ বিশেষ পরীক্ষার রুটিন ২০২২



রুটিন প্রকাশের তারিখঃ অনার্স ২য় বর্ষের সংশোধিত রুটিন প্রকাশ হয়েছে ৮ ডিসেম্বর ২০২১
• পরীক্ষা শুরুর তারিখঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ পরীক্ষা শুরু হবে ২৯ জানুয়ারী ২০২২
• পরীক্ষা আরম্ভের সময়: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের পরীক্ষা আরম্ভ হবে সকাল ৯:০০ মিনিট থেকে।
• পরীক্ষা শেষের তারিখঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ পরীক্ষা শেষ হবে ১৫ মার্চ ২০২২।
২০১৯ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার নতুন সময়সূচি
এতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারী মাসে। বর্তমানে এ পরীক্ষা ১৮ ফেব্রুয়ারী থেকে শুরু করা হবে। শেষ হবে ২৭ মার্চ ২০২১। প্রতিদিন দুপুর ১ টা ৩০ মিনিটথেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। অনার্স দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষার জন্য নতুন করে রুটিন তৈরি করা হয়েছে। পরীক্ষার রুটিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে http://www.nu.ac.bd/ পাওয়া যাবে।
লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষার তারিখ সময়মতো জানিয়ে দেওয়া হবে। শিক্ষার্থীদের নিজ দায়িত্বে সংশ্লিষ্ট কলেজে যোগাযোগ করে ব্যবহারিক পরীক্ষার সময় জেনে নিতে হবে। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে শিক্ষার্থীদের।
Read More- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ১ম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়েছে, একাডেমিক কউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের মাস্টার্স ১ম পর্ব পরীক্ষার ২৯টি বিষয়ের ফল প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকাশিত ফলে কোনো প্রকার আপত্তি বা অভিযোগ থাকলে ফল প্রকাশের এক মাসের মধ্যে স্ব স্ব কলেজের অধ্যক্ষের মাধ্যমে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর লিখিতভাবে জানাতে হবে। ওই সময়ের মধ্যে না জানালে পরে কোনো আপত্তি বা অভিযোগ গ্রহণযোগ্য হবে না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) বদরুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এ ফলাফল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.nu.edu.bd এবং www.nubd.info) থেকে জানা যাবে।
অনার্স ২য় বর্ষ পরীক্ষার বিশেষ নির্দেশনা
• জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থীদের প্রবেশপত্র ও রেজি: বিবরণী কলেজ অধ্যক্ষগন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nubd.info/202 হতে কলেজের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ডাউনলোড করবেন ।
• সমুদয় প্রবেশপত্র প্রিন্ট করে পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করবেন । পবেশপত্র বিতরণের পূর্বে পরীক্ষার্থীদের ছবি প্রবেশপত্রের নির্ধারিত স্থানে আইকা গাম নিয়ে লাগিয়ে অধ্যক্ষ মহোদয় ছবির উপর এবং নির্ধারিত স্থানে স্বাক্ষর করবেন ।
• প্রবেশপত্র গ্রহনের সময় একজনের প্রবেশপত্র অন্য জন যাতে গ্রহণ না করে রেজিষ্ট্রেশন নম্বর যাচাই করে তা নিশ্চিত হতে হবে।
• ব্যবহারিক পরীক্ষার তারিখ এবং সময় যথাসময়ে জানানো হবে। পরীক্ষার্থীগণ স্ব-স্ব কলেজে যোগাযোগ করে পরীক্ষার তারিখ ও সময় জেনে নেবে।