জাতীয় বিশ্ববিদ্যালয়বিশ্ববিদ্যালয় ভর্তিভর্তি রেজাল্ট

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রফেশনাল ১ম বর্ষ ভর্তি নোটিশ রেজাল্ট ২০২৪

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রফেশনাল ভর্তি বিজ্ঞপ্তি ও রেজাল্ট ২০২৪ সেশন পাওয়া যাবে Daily Result BD তে। জাতীয় বিশ্ববিদ্যালয় প্রফেশনাল অনার্স ১ বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি সার্কুলার 2019-20 প্রকাশিত হয়েছে এনইউ এর ওয়েবসাইট  www.nu.edu.bd/admissions তে প্রকাশ করা হয়েছে National University Honours Professional 1st Year Admission Notice Result 2020-2021 Session Has Been Published On Daily Result BD website. Notice regarding merit list for masters (professional) admission 2022

আবেদন শুরুর তারিখঃ ১২ সেপ্টেম্বর ২০২৪
আবেদনের শেষ তারিখঃ ২৮ সেপ্টেম্বর ২০২৪
প্রার্থীদের অনলাইন আবেদন ফরম জমাদানের সময়সীমা : ২৯ সেপ্টেম্বর ২০২৪
ফরমের মূল্য : ৩০০/

১ম মেধা তালিকা প্রকাশিত হবে ২৪ ফেব্রুয়ারী ২০২৪

২য় মেধা তালিকা প্রকাশিত হবে অক্টোবর ২০২৪
ক্লাস শুরু : ২৪ অক্টোবর ২০২৪
অনলাইনে আবেদনের লিংক: nu.ac.bd/admissions

আবেদনের ন্যূনতম যোগ্যতা

১, বাংলাদেশে স্বীকৃত যে কোন শিক্ষা বোর্ড/উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানবিক শাখা থেকে ২০১৫/২০১৬/২০১৭ সালের SSC ও সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫ এবং ২০১৭/২০১৮/২০১৯ সালের HSC ও সমমান পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ২.৫ প্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবে।
২,বাংলাদেশে স্বীকৃত যে কোন শিক্ষা বাের্ড/উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে ২০১৫/২০১৬/২০১৭ সালের SSC ও সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০ এবং ২০১৭/২০১৮/২০১৯ সালের HSC ও সমমান পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ২.৫ প্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবে।
৩,বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে শুধুমাত্র i) এইচ.এস.সি. (ভােকেশনাল) ii) এইচ.এস.সি. (বিজনেস্ ম্যানেজমেন্ট) ii) ডিপ্লোমা-ইন কমার্স পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা 2 নং শর্তপূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে।
প্রার্থীদের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় পঠিত বিষয়সমূহ থেকে ভর্তি যােগ্য (Eligible) বিষয় নির্ধারণ করা হবে। উক্ত পঠিত বিষয়ে (২০০ নম্বরের) ন্যূনতম গ্রেড পয়েন্ট ৩.০ থাকতে হবে।

অনলাইনে আবেদন নির্দেশিকা / সম্মান/অনার্স প্রথম বর্ষ ভর্তি নির্দেশিকাটি দেখে নিন।

অনার্স প্রফেশনাল ভর্তির ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি ২০২১-২০২২

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রফেশনাল ২য় পর্যায়ের ভর্তি বিজ্ঞপ্তি ফলাফল ২০২১

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রফেশনাল ১ম বর্ষ ভর্তি নোটিশ রেজাল্ট ২০২০-২০২১

প্রফেশনাল ভর্তি ফরমের সাথে কলেজে যা যা জমা দিতে হবেঃ-
আবেদনকারীকে প্রিন্ট করা প্রাথমিক আবেদন ফরমটির নির্ধারিত স্থানে স্বাক্ষর করতে হবে৷ এই আবেদন ফরমের সংগে প্রার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার সত্যায়িত নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত কপি ও আবেদন ফি বাবদ ৩০০/- টাকা সংশ্লিষ্ট কলেজে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে৷ সংশ্লিষ্ট কলেজ যে সকল প্রাথমিক আবেদন online-এ নিশ্চয়ন করবে সে সকল শিক্ষার্থীদের তাদের মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে তা জানিয়ে দেয়া হবে৷

২০১৯-২০২০ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল ১ম রিলিজ স্লিপের মেধা তালিকা প্রকাশ করা হবে।

২০১৯-২০২০ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ১ম রিলিজ স্লিপের মেধা তালিকা

Honours Profession Course Admission ফলাফল SMS এ দেখার নিয়ম :

NU <space> ATHP <space> roll no টাইপ করে 16222 নাম্বারে পাঠাতে হবে।

An Example Here: NU ATHP 7565635 And Send To 16222 Number

অনলাইন এ Admission Result Link দেখতে ক্লিক করুন

http://app.nu.edu.bd/nu-web/applicantLogin.action?degreeName=Professional

প্রথমে ভর্তি রোল ও পিন নম্বর দিয়ে লগইন করুন

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply