জাতীয় বিশ্ববিদ্যালয়পরীক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ফাইনাল ভাইভা প্রস্তুতি ২০২৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ফাইনাল মৌখিক পরীক্ষার প্রস্তুতি ২০২৪ National University Masters Final Viva Exam Preparation 2024 নিয়ে আজকে আলোচনা করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ফাইনাল ভাইভা প্রস্তুতি ২০১৮ সকল তথ্য পেতে পোষ্টটি মনোযোগ দিয়ে পড়ুন।
এনইউ মাস্টার্স ফাইনাল ২০১৭ সালের পরীক্ষার কেন্দ্র, পরীক্ষক, তারিখ ও সময়সূচী প্রত্যেকটি কলেজেকে এনইউ ইমেইলের মাধ্যমে জানিয়ে দিয়েছে। সুতরাং, প্রতিটি কলেজে ভিন্ন ভিন্ন পরীক্ষক থাকবেন এবং ঐ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মোট কত নম্বর ভাইভাঃ ৫০ মার্কের ভাইভা হবে এবং সকলের অংশগ্রহন করতে হবে। কেউ অংশ না নিলে তিনি পরীক্ষায় জিপিএ বা সিজিপিএ পাবে না। বরং অকৃতকার্য হবেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ফাইনাল মৌখিক পরীক্ষার প্রস্তুতি ২০২৪
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ফাইনাল মৌখিক পরীক্ষার প্রস্তুতি ২০১৯
ভাইভা বোর্ডে যারা উপস্থিত থাকবেনঃ
মোট কতজন শিক্ষার্থী সে অনুযায়ী কয়েকটি বোর্ড গঠন করে ভাইভা অনুষ্ঠিত হতে পারে।
১. বিভাগীয় প্রধান অবশ্যই উপস্থিত থাকবেন।
২. সাথে ডিপার্টমেন্টে কোনো লেকচারার।
৩. অন্য যে কলেজের একজন স্যার।
মৌখিক পরীক্ষার পূর্বে করনীয়ঃ
১। সুন্দর ও পরিপাটি হয়ে সঠিক সময়ে কলেজে উপস্থিত হবেন।
২। ছেলেরা অবশ্যই ফরমাল পোশাক পরিধান করবেন। পোশাকে যেন অফিশিয়াল একটা ভাব গাম্ভীর্য প্রকাশ পায়। সাদা শার্ট এবং কালো প্যান্ট উত্তম হবে।
৩। মেয়েরা অবশ্যই এপ্রোন পড়ে ভাইভা রুমে প্রবেশ করবেন।
৪। ভাইভার সময় , কলম, এডমিট কার্ড ও রেজিষ্ট্রেশন কার্ড সাথে নিবেন। (অবশ্যই)
সাধারন নিয়মাবলীঃ
১। সবাই সিরিয়াল অনুযায়ী একজন একজন প্রবেশ করবেন।
২। রুম থেকে বের হলে হইচই করবেন না।
৩। যে সব স্যার রুমে তাদের সাথে শালীন এবং নম্র আচরন করবেন।
৪। নিজেকে তখন একজন শিক্ষার্থী মনে করবেন।
৫। তর্ক করবেন না, না পারলে সরি বলবেন।
৬। হাসি মুখে বিদায় নিয়ে চলে আসবেন।
Masters Viva-Voce প্রশ্ন ও উত্তরের জন্য প্রস্তুতিঃ
১। সাবজেক্ট কোড ও নিজের কোর্স সম্পর্কে পুর্নাঙ্গ ধারনা রাখবেন।
২। মাস্টার্স ফাইনাল পরীক্ষার প্রশ্ন বেশি করে পড়বেন। (অতি সংক্ষিপ্ত)
৩। পারিবারিক যেসব প্রশ্ন করবে সঠিক উত্তর দিবেন।
৪। ভাইভার সময় কোন অপ্রাঙ্গগিক কথা বলবেন না।
৫। প্রশ্নের উত্তর না পারলে দুঃখিত বলবেন।
৬। ভয় পাবেন না, ভয় মানুষকে ব্যর্থ করে দেয সব কাজকে।
জেনে রাখা ভালোঃ
১। ভাইভা বোর্ডে যাওয়ার সময় ভয় না পাওয়া,
২। উপস্থিত সবাইকে সালাম দেয়া,
৩। পারফিউম ব্যবহার না করাই ভালো,
৪। বসার অনুমতি দিলে বসা,
৫। বসার সময় চেয়ার টেনে না বসা,
৬। ভাইভার সময় প্রশ্নকর্তার সামনে হাসি খুশি থাকা,
৭। প্রশ্ন না পারলে ইচ্ছামত না বলে সরি বলায় উত্তম,
৮। উত্তর বলার সময় বডি ল্যাঙ্গুয়েজ ঠিক রাখা,
৯। প্রশ্নকর্তার চোখে চোখ রেখে উত্তর দেওয়া,
১০। প্রশ্ন কর্তার সাথে খারাপ আচারন না করা।
ব্যাতিক্রম ধারণাঃ 
প্রশ্নকর্তা প্রথমে আপনাকে সকল বিষয় হতে প্রশ্ন করতে পারেন। আবার সাম্প্রতিক বিষয় নিয়ে প্রশ্ন করতে পারেন, তাই বিগত ৩-৪ দিনের নিউজ পড়বেন, সম্প্রতি মার্স্টাস পরীক্ষায় আসা ক-বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর গুলো পড়ে যাবেন
আর উত্তর যদি বলতে না পারেন, প্রশ্নকর্তা বলতে পারেন, আপনি কোন বিষয় ভাল পারবেন? আপনি সেই বিষয়ের নাম বললে,তখন তিনি সেখান থেকেই আপনাকে প্রশ্ন করবেন।
সুতরাং পরিক্ষার প্রশ্ন গুলো ভালো করে দেখে নিবেন এবং সিরিয়ালে যারা আগে ভাইবা দিয়ে বের হয়েছে তাদের থেকে প্রশ্নের পূর্ব ধারনা পেয়ে যাবেন।
লেখক-
নাজমূল মোড়ল
BSS & MSS
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
সরকারি বি. এল. কলেজ, খুলনা।
শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group