জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির ন্যূনতম যোগ্যতা 2022

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির ন্যূনতম যোগ্যতা 2022 । জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির ন্যূনতম জিপিএ নির্ধারণ করা হয়েছে। মানবিক শাখায় ভর্তির জন্য এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ করে থাকতে হবে। আর বিজ্ঞান ও ব্যবসা শিক্ষায় ভর্তির জন্য এসএসসিতে জিপিএ-৩,৫০ এবং এইচএসসিতে জিপিএ-৩.০০ লাগবে।
এত দিন ন্যূনতম যোগ্যতা এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ-২,৫ ছিল।

বাংলাদেশে স্বীকৃত যে কোন শিক্ষা বাের্ড/উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানবিক শাখা থেকে ২০১৮/২০১৯ সালের SSC ও সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং ২০২০/২০২১ সালের HSC ও সমমান পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.০০ প্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পরিবে।

গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের ৮৯তম একাডেমিক কাউন্সিলের সভায় নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহউপাচার্য মশিউর রহমান ও হাফিজ মুহম্মদ হাসান বাবু, কোষাধ্যক্ষ নোমান উর রশীদসহ একাডেমিক কাউন্সিলের সদস্যরা। এ সময় উপাচার্য হারুন-অর-রশিদ জানান, এখন থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বেসরকারি কলেজগুলোতে শিক্ষক নিয়োগ দেওয়া হবে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে। এছাড়া কলেজের পরিচালনা কমিটি গঠন ও মেয়াদ সংশোধন করা হয় অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠকে।

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির ন্যূনতম যোগ্যতা 2022

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির ন্যূনতম যোগ্যতা 2022

ভর্তির ন্যূনতম যোগ্যতা বাড়লেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলোতে স্নাতক প্রথম বর্ষে ভর্তি হতে এবারও কোনো পরীক্ষার প্রয়োজন পড়বে না। ভর্তি হওয়া যাবে এসএসসি, এইচএসসি ও সমমানের ফলের ভিত্তিতে। তাই আগামী মাসে এইচএসসি ও সমমানের ফল প্রকাশের পর বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির প্রক্রিয়া শুরু হবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group