ইসলামি বিশ্ববিদ্যালয়ভর্তি তথ্য

ইসলামী বিশ্ববিদ্যালয়ে এলএলএম কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি 2024

ইসলামী বিশ্ববিদ্যালয়ে এলএলএম কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি 2024 প্রকাশিত হয়েছে।  কুষ্টিয়া, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধীন আইন বিভাগ কর্তৃক পরিচালিত এলএল.এম, (সান্ধ্যকালীন) কোর্সে ২০২০-২০২১ সেশনে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের এলএল.এম কোর্সে ভর্তি প্রকাশিত হয়েছে। Law Department, Islamic Arabic LLB LLM Course Admission Circular 2024 Has Been Published. IU Law Admission info bd.

এক বছর মেয়াদী সান্ধ্য এলএল.এম, ভর্তির জন্য আবেদনকারীকে UGC অনুমােদিত বিশ্ববিদ্যালয় হতে এলএল.বি (অনার্স)-এ<ন্যূনতম সিজিপিএ-২.৫০ বা সনাতন পদ্ধতির ক্ষেত্রে ২য় শ্রেণী থাকতে হবে।

• দুই বছর মেয়াদী সান্ধ্য এলএল.এম, এ ভর্তির জন্য আবেদনকারীর এলএল.বি (পাস) ডিগ্রী পরীক্ষায় ন্যূনতম জিপিএ-২.৫০ অথবা ২য় শ্রেণী থাকতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর ২য় শ্রেণীসহ স্নাতকোত্তর ডিগ্রী থাকলে এ শর্ত শিথিল যােগ্য। তবে শর্ত থাকে যে, ন্যূনতম দশজন যােগ্যতা সম্পন্ন আবেদনকারী না পেলে কোর্স শুরু করা হবে না।

• এলএল.বি (অনার্স)/ এলএল.বি (পাস) ডিগ্রীর কোন ক্রেডিট অসম্পূর্ণ থাকলে ভর্তির জন্য বিবেচিত হবে না।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের এলএল.এম কোর্সে ভর্তির গুরুত্বপূর্ণ তারিখ ও সময়

• আবেদনপত্র গ্রহনের সময়সীমা: ১৭ নভেম্বর ২০২০ ইং থেকে ২৬ ডিসেম্বর ২০২০ ইং পর্যন্ত।

• ভর্তির জন্য লিখিত পরীক্ষা: পরবর্তীতে জানানো হবে।

• স্থান: আইন বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়।

• বিষয়: এলএল.বি (অনার্স) কোর্সে পঠিত বিষয়সমূহ এবং এলএল.বি (পাশ) কোর্সের পঠিত বিষয় সমূহ। পূর্ণমান ১০০

• ভর্তির জন্য সাক্ষাৎকার: সময় পরবর্তীতে জানানো হবে।
স্থান : আইন বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয় ।

• ভর্তির সময়সীমা: পরবর্তীতে জানানো হবে।

• ক্লাস শুরু: পরবর্তীতে জানানো হবে।

এলএলএম কোর্সে ভর্তির জন্য যেসব কাগজপত্র লাগবে:

• নির্ধারিত সঞ্চয়ী হিসাব নং এ, অগ্রণী ব্যাংক, ইসলামী বিশ্ববিদ্যালয় বরাবরে এক হাজার টাকার জমা রশিদ। তাছাড়া বিকাশ একাউন্টে আবেদন ফি পরিশোধ করে ই-মেইলের (arifkushtia7@gmail.com) মাধ্যমেও আবেদন সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
• এক মাসের মধ্যে সদ্য তোলা পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি তিন কপি ।
• শিক্ষাগত যোগ্যতার সকল সনদ ও নম্বরপত্রের ফটোকপি ।
• জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের ফটোকপি বা ছবিসহ এইচএসসি রেজিষ্ট্রেশন কার্ড।

বিদ্র: সাক্ষাৎকারের সময় ৩ ও ৪ নং-এ বর্ণিত প্রমানাদির মূল কপি দেখাতে হবে । ভর্তির আবেদনপত্র এবং ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য আইন বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয় অফিস হতে সংগ্রহ করা যাবে।
বিশেষ প্রয়োজনেঃ মাহবুব বিন শাহজাহান শুভ স্যার, সহযোগী অধ্যাপক, মোবাইল; ০১৮৪১১২১২১১

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group