ইসলামি বিশ্ববিদ্যালয়

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত ৩১ মার্চ পর্যন্ত

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত ৩১ মার্চ পর্যন্ত করা হয়েছে। প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ৩১ মার্চ পর্যন্ত ২০১৯ সালের কামিল ১ম ও ২য় পর্বের মৌখিক পরীক্ষা স্থগিত করেছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরীক্ষা স্থগিত করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় থেকে বিষয়টি জানিয়ে নোটিশ জারি করা হয়।

Examination of Islamic Arabic University postponed till 31 March, The Islamic Arabic University has postponed oral (viva) examinations of Kamil 1st and 2nd period till 31st March 2020 due to the outbreak of the deadly Corona virus.

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত  ৩১ মার্চ পর্যন্ত

নোটিশে আরও বলা হয়, কামিল ১ম ও ২য় পর্বের মৌখিক পরীক্ষার পরবর্তী তারিখ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। উল্লেখ্য এর আগে ১৬ মার্চ এক সংবাদ সম্মেলনে । শিক্ষা উপমন্ত্রী (১৭ মার্চ) থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করছে সরকার। আপাতত ৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এ তথ্য জানান।

প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল-হোসেন বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে আমরাও বন্ধ ঘোষণা করবো। বিকালে বৈঠক করে বিষয়টি চূড়ান্ত করা হবে।’ বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছেই। এখন পর্যন্ত ১ লাখ ৬৯ হাজার ৫৫২ জন এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছে। ৬ হাজার ৫১৬ জনের প্রাণ কেড়েছে করোনা। এছাড়া ৭৭ হাজার ৭৫৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এখন পর্যন্ত ১৫৭টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। শুধুমাত্র চীনেই এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৮৬০ এবং সেখানে মারা গেছে ৩ হাজার ২১৩ জন।

এদিকে, প্রাণঘাতী করোনা ভাইরাসে ইতালিতে গত ২৪ ঘণ্টায় ৩৬৮ জনের মৃত্যু হয়েছে। রবিবার রেকর্ড সংখ্যক মৃত্যুতে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮ শ’ ৯ জনে। সেইসঙ্গে আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়েছে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group