তথ্যপ্রযুক্তিশিক্ষা খবর

Assistant Family Planning Officer Seat Plan admit card 2022

Assistant Family Planning Officer Seat Plan admit card 2022 The Directorate of Family Planning Exam Information:
Post Name: Assistant Family Planning Officer
Exam Date: 26 November 2022
Exam Time: 11.00 am – 12.00 pm
Syllabus Distribution: Bengali-25, English-25, General Knowledge-25, Mathematics-20 and Science-05.

Assistant Family Planning Officer Seat Plan admit card 2022

Assistant Family Planning Officer Seat Plan admit card 2022

50K PC Build Guide Bangladesh RYZEN 5 5600G / Intel Core i5 11400 (6C/12T)! আগেই বলে নিই, আজকের পোস্টটা মোটামুটি বড়, আর দুই দিক থেকে দুইরকম বিল্ড গাইড দেওয়া হয়েছে। আর ৫০ হাজার বলে ৫০ এ থাকা গেলো নাহ, একটু উপরে চলেই গেলো। 😐
আসসালামু আলাইকুম! কি অবস্থা সবার? সবচেয়ে বেশি রিকোয়েস্টেড 50K Personal Computer Build Guide in BD নিয়েই আজ কথা বলবো। Let’s just jump into it!

• PROCESSOR: RYZEN 5 5600G (6C/12T) – 23,700৳
যারা iGPU দিয়েই মোটামুটি গেমিং করতে চান তারা এই প্রসেসর টা ফার্স্ট অপশন রাখতে পারেন। অবশ্য এটি Gen4 সাপোর্টেড নাহ। তাই কারো যদি Gen4 এর প্রয়োজন হয় আর ইন্টেল বিল্ড চান সে ক্ষেত্রে আপনি ফার্স্ট অপশন Intel Core i5 11400 (6C/12T) রাখতেই পারেন। এর মার্কেট প্রাইস 18,000৳। এর iGPU দিয়ে হালকাপাতলা FPS গেমস আর পুরোনো AAA টাইটেল গেমস গুলো লো সেটিংস এ খেলতে পারবেন। আর প্রোডাক্টিভিটির ক্ষেত্রে আমার সাজশন থাকবে
এই প্রসেসর মিড রেঞ্জ বাজেটের খুব ভালো একটা অপশন। গেমিং এ অনেক ক্ষেত্রে (GPU সহ) Ryzen 7 3700X থেকেও বেটার।

50K PC Build Guide Bangladesh RYZEN 5 5600G / Intel Core i5 11400 (6C/12T)
50K PC Build Guide Bangladesh RYZEN 5 5600G / Intel Core i5 11400 (6C/12T)

• MOTHERBOARD: RYZEN 5 5600G নিলে – ASROCK B450M PRO4-F/MSI B450M PRO-VDH MAX – 8,300৳
কেউ কেউ বলতে পারেন B550/X570 না কেন? আগেই বলেছি, প্রসেসরটি Gen3 সাপোর্টেড। তাই B550 নিয়ে এক্সট্রা খরচ করার কোন দরকার নেই। B450 chipset enough.
এবার আসি ইন্টেল এর ক্ষেত্রে, ASROCK B560M PRO4 – 11,800৳
Asus TUF Gaming B560M-E – 12,900৳, তবে আপনার যদি ৫০ হাজারের উপরে যেতে সমস্যা হয়, সে ক্ষেত্রে একটা দুই র‍্যাম স্লটের B560 বোর্ড নিতে পারেন। (MSI/AsRock/Asus)। তবে এই প্রসেসর এর সাথে একটা ভালো B560 বোর্ড পেয়ার করাটাই বেটার হবে।

RAM: PNY XLR8 8GB 3200MHZ. RAM (2) অর্থাৎ, টোটাল ১৬ জিবি। – 3,650৳*2 = 7,300৳
এখন একটা ইম্পোর্টেন্ট বিষয়ে আসি, Ryzen system এ (বিশেষ করে APU এর ক্ষেত্রে) ডুয়েল চ্যানেল মেমোরি কনফিগ পারফরম্যান্স অনেকটা বাড়ায়, যেখানে ইন্টেল এ সামান্য পরিমাণই বাড়ে। কিন্তু উভয় ক্ষেত্রেই ডুয়েল চ্যানেল বেটার পারফরম্যান্স দেয়, তাই অবশ্যই ডুয়েল চ্যানেল নেওয়ার পরামর্শ রইল। আর কাছাকাছি প্রাইসে Patriot Viper Steel ram টি আছে। পার স্টিক 200৳ বেশি। আপনি চাইলে G skrill, CorSair, Team Elit, এর র‍্যাম ও নিতে পারেন।

• Storage: স্টোরেজ হিসেবে আপাতত একটা NVMe. এসএসডিই রেখেছি।
PNY CS1031 256GB NVME. M.2 SSD – 3,750৳
অথবা HP এর টাও লিস্টে রাখতে পারেন, HP EX900 250GB NVMe. M.2 SSD – 3,650৳ অথবা স্যামসাং এর 980 Evo Plus NVMe আর আপনার বাজেট একটু বাড়ানো গেলে হার্ডডিস্ক 1TB নিতে পারেন। TOSHIBA/WD Blue

Power Supply: এইটা অনেকটা নির্ভর করে আপনি কি ফিউচারে গ্রাফিক্স কার্ড লাগাচ্ছেন নাকি লাগাচ্ছেন না। যদি RTX কার্ডে যেতে চান তবে Corsair CV650/Gigabyte P650B – 5,600/5,200৳
তবে আমি এই বাজেটে CV550 – 4,500৳ হিসাব করেছি

CASING: DEEPCOOL MATREXX 55 MESH ADD-RGB 4F – 5,200৳
COOLER MASTER MASTERBOX K501L – 4,500৳

* CPU COOLER: DEECOOL GAMMAXX GTE V2 RGB – 2,200
কস্ট কাটিং এর ব্যাপারে আসি, যাদের বাজেট কিছুটা টাইট তারা চিপার অপশন গুলো লিস্ট করবেন, আর বাজেট এক্সটেন্ড করা গেলে তো ভালোই।

অনেকে আছেন একটা 1080p, 22 inch monitor সাথে নিয়ে মোটামুটি 60K+/- এর মধ্যে রাখতে চান। আগে ১০ হাজারের আশেপাশে এই রিকোয়ারমেন্টের মনিটর পাওয়া গেলেও এখন মার্কেট প্রাইস অনেকটাই বেশি। তাই যদি নিতেই হয় কিছু অপশন এড করে দিলাম –

  1. BenQ GW2270H Monitor – 10,500৳
  2. Xiaomi Mi 1C (24 inch) – 13,500৳
  3. AOC 22V2Q – 13,800৳ তবে ভালো পারফাম্যান্স এর জন্য 75HZ এর মনিটর নিবেন।

KeyBoard and Mouse কিবোর্ড ও মাউসঃ 

আপনি চাইলে A4Tech, LogiTech, Havit, Revenger, HP, Dell এসব ব্রান্ডের কিবোর্ড ও মাউস ব্যবহার করতে পারেন।
বিল্ড গাইড আজ এতটুকুই। এ নিয়ে কোন প্রশ্ন থাকলে করতে পারেন। ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো।
THAT’S IT, SIGNING OUT!

Written By
Tasneem Tahmeed.
PC Builders of Bangladesh

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group