পরীক্ষার ফরম পূরণ

এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি ২০২৪

এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত। এসএসসি পরীক্ষার অনলাইনে ফরম পূরণের কার্যক্রম ২০২৪ (১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। ৭ এপ্রিল পর্যন্ত বিলম্ব ফি ছাড়া ফরমপূরণ করতে পারবেন শিক্ষার্থীরা। ঢাকা বোর্ড থেকে জারি করা এসএসসি পরীক্ষার ফরমপূরণের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এসএসসির টেস্ট পরীক্ষার ফল ৫ নভেম্বরের মধ্যে প্রকাশের নির্দেশ দিয়েছে ঢাকা বোর্ড।জানা গেছে, বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেয়ার সময় ৮ এপ্রিল শেষ হবে। ১০০ টাকা বিলম্ব ফিসহ ফি ৮ এপ্রিল পর্যন্ত ফি জমা দেয়া যাবে।

২০২৪ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছু জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীসহ ২০২০ সালের পরীক্ষায় অকৃতকার্য পরীক্ষার্থীদের এপ্রিলের মধ্যে নিজ প্রতিষ্ঠানের প্রধান বরাবর সাদা কাগজে আবেদন করতে বলা হয়েছে। SSC Exam Form Fill Up Notice 2024.

এতদ্বারা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এর আওতাধীন সকল বিদ্যালয় প্রধান এবং সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে, ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৪ সালে অনুষ্ঠিতব্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার Online এ ফরম পূরণ ও প্রয়োজনীয় ফি ঢাকা শিক্ষা বোর্ডে জমা দেয়ার তারিখ, ফি এর হার ও নিয়মাবলি নিম্নে উল্লেখ করা হলো।

১। Online এ শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা (probable list) প্রদর্শন : শিক্ষার্থীদের তথ্য সংবলিত সম্ভাব্য তালিকা ঢাকা শিক্ষা বোর্ডের

ওয়েবসাইট (www.dhakaeducationboard.gov.bd) এ ২৯/১০/২০২৩ তারিখে দেওয়া হবে। উক্ত সম্ভাব্য তালিকা হতে ৩০/১০/২০20

থেকে ০৭/১১/২০২৩ তারিখের মধ্যে Online এ নিম্নবর্ণিত প্রক্রিয়ায় ফরম পূরণ (eFF) সম্পন্ন করতে হবে।

(ক) প্রতিষ্ঠানসমূহ ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে OEMS / eFF এ ক্লিক করে EIIN ও Password দিয়ে Login করে Probable list এ যেতে হবে এবং Print করে হার্ডকপিতে লালকালি ব্যবহার করে টিক চিহ্ন দিয়ে পরীক্ষার্থী নির্ধারণ করতে হবে। (খ) উক্ত হার্ডকপি Probable list এ টিক চিহ্নিত পরীক্ষার্থীর তথ্য মিলিয়ে কম্পিউটারে প্রদর্শনকৃত probable list থেকে Select করতে হবে।

(1) Temporary List Print করে ভালভাবে যাচাই বাছাই করে প্রয়োজন হলে Select / Unselect করা যাবে।

(ঘ) এর পর Pay Slip Print করতে হবে। নিকটস্থ সোনালী ব্যাংকের শাখায় (যে শাখায় সোনালী সেবা চালু আছে) Pay Slip এ উল্লিখিত পরিমাণ টাকা জমা প্রদান করতে হবে। উল্লেখ্য Pay Slip Print করলে আর কোন অবস্থাতেই Select / Unselect করা যাবে না। (ঙ) ফি এর টাকা ব্যাংকে জমা দেয়ার ২৪ ঘণ্টার মধ্যে Final Candidate List Print Active হবে।

(5) Final Candidate List Print করে পরীক্ষার্থীর স্বাক্ষর গ্রহণ করতে হবে এবং প্রতি পৃষ্ঠায় প্রতিষ্ঠান প্রধান স্বাক্ষর করবেন।

(ছ) প্রয়োজন হলে শিক্ষা প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে অবশিষ্ট ছাত্র/ছাত্রীদের মধ্য থেকে ফরম পূরণের কাজ একইভাবে সম্পন্ন করতে পারবে।

(জ) বিলম্ব ফি সহ ০৯/১১/২০২৩ হতে ১৩/১১/২০২৩ পর্যন্ত অনলাইনে ফরম পূরণ (BFF) করা যাবে।

২। পরীক্ষার্থীর স্বাক্ষর সংবলিত প্রিন্ট কপি শিক্ষা প্রতিষ্ঠানে ১ (এক) কপি সংরক্ষণ করতে হবে।

৩। ফি জমার সর্বশেষ তারিখ: বিলম্ব ফি ছাড়া ০৮/১১/২০২৩ এবং বিলম্ব ফিসহ ১৪/১১/২০২৩ পর্যন্ত

এসএসসি ফরম ফিলাপ কত টাকা ২০২৪
বিজ্ঞান বিভাগ:-নিয়মিত (৪র্থ বিষয় সহ)
১। বোর্ড ফি:- ১৬২৫ টাকা
২। কেন্দ্র ফ্রি (ব্যবহারিক সহ) :- ৫১৫ টাকা

মোট:- ২১৪০ টাকা

ব্যবসায় বিভাগ:-নিয়মিত (৪র্থ বিষয় সহ)
১। বোর্ড ফি:- ১৫৩৫ টাকা
২। কেন্দ্র ফ্রি (ব্যবহারিক সহ) :- ৫৮৫ টাকা

মোট:- ২০২০ টাকা
মানবিক বিভাগ:-নিয়মিত (৪র্থ বিষয় সহ)
১। বোর্ড ফি:- ১৫৩৫ টাকা
২। কেন্দ্র ফ্রি (ব্যবহারিক সহ) :- ৫৮৫ টাকা

মোট:- ২০২০ টাকা

বিলম্ব ফি পরীক্ষার্থী প্রতি ১০০.০০ টাকা।
পরীক্ষার্থীদের বেতন ও সেশনচার্জ ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত পরিশোধ করতে হবে। কোন পরীক্ষার্থীর নবম ও দশম শ্রেণির সর্বমোট ২৪ মাসের বেশি বেতন ও সেশনচার্জ নেয়া যাবে না।
এ বিজ্ঞপ্তিতে উল্লিখিত ফি-এর অতিরিক্ত ফি কোনভাবেই আদায় করা যাবে না। এ সংক্রান্ত কোন অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি ২০২৪

এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি ২০২৪
এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি ২০২৪

এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি ২০২৪এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি ২০২৪এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি ২০২৪

এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি ২০২১ SSC Exam Form Fill Up Notice 2021

এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি ২০২০

এস এস সি ফরম ফিলাপ কত টাকা?

এসএসসির ফরমপূরণ বাবদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে সর্বোচ্চ ১ হাজার ৯৭০ টাকা, ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থীদের থেকে সর্বোচ্চ ১ হাজার ৮৫০ টাকা এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে সর্বোচ্চ ১ হাজার ৮৫০ টাকা ফি নিতে প্রতিষ্ঠানগুলোকে বলেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

Read More এসএসসি পরীক্ষার ফলাফল

শিক্ষার্থীদের কাছ থেকে এসএসসি পরীক্ষার ফি বাবদ পত্র প্রতি ১০০ টাকা, ব্যবহারিকের ফি বাবদ পত্র প্রতি ৩০ টাকা, একাডেমিক ট্রান্সক্রিপ্টের ফি বাবদ পরীক্ষার্থী প্রতি ৩৫ টাকা মূল সনদ বাবদ শিক্ষার্থী প্রতি ১০০ টাকা, বয়েজ স্কাউট ও গার্লস গাইড ফি বাবদ ১৫ টাকা এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ফি বাবদ পরীক্ষার্থী প্রতি ৫ টাকা।

এস এস সি ফরম ফিলাপ ফি কত? অন্যদিকে অনিয়মিত শিক্ষার্থীদের ক্ষেত্রে পরীক্ষার্থী প্রতি ১০০ টাকা অনিয়মিত ফি নির্ধারণ করা হয়েছে। জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীদের তালিকাভুক্তি ফি ১০০টাকা।
এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিস্তারিত প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group