৭ কলেজপরীক্ষার ফরম পূরণ

ঢাবি অধিভুক্ত ৭ কলেজের ২০১৮ সালের অনার্স ৪র্থ বর্ষের ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ

ঢাবি অধিভুক্ত ৭ কলেজের ২০১৮ সালের অনার্স ৪র্থ বর্ষের ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাত কলেজ কর্তৃপক্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে বলা হয়েছে ২০১৪-১৫ সেশনের নিয়মিত, ২০১৩-১৪,২০১২-২০১৩-২০১১-২০১২ ২০১৪-১৫ শিক্ষাবর্ষের অনিয়মিত ও মানোন্নয়ন এবং ২০১১-২০১০ শিক্ষার্ষের (বিশেষ) অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের অনলাইনে আবেদন ফরম পূরণ করতে ও আনুষঙ্গিক কার্যক্রম নিচে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

অনলাইনে স্নাতক সম্মান চতুর্থ বর্ষের আবেদন ফরম পূরণ করার সময়সীমাঃ

অনলাইনে আবেদন ফরম পূরণ করার তারিখঃ ১০/১০/২০১৯ তারিখ থেকে ২৩/১০/২০১৯ পর্যন্ত
কলেজ কর্তৃক নিশ্চয়নের তারিখঃ ২৭/১০/২০১৯ পর্যন্ত
ব্যাংক ড্রাফটের শেষ তারিখঃ ২৭/১০/২০১৯ তারিখ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্ব স্ব কলেজ বিবরনী জমা দেয়ার শেষ তারিখঃ ২৭/১০/২০১৯ পর্যন্ত

ঢাবি অধিভুক্ত ৭ কলেজের অনার্স ৪র্থ বর্ষের ফরম পূরণ বিজ্ঞপ্তি ২০১৯

ঢাবি অধিভুক্ত ৭ কলেজের অনার্স ৪র্থ বর্ষের ফরম পূরণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে

ঢাবি অধিভুক্ত ৭ কলেজের অনার্স ৪র্থ বর্ষের ফরম পূরণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাবি অধিভুক্ত ৭ কলেজের অনার্স ৪র্থ বর্ষের ফরম পূরণ

আরো পড়ুন
ঢাবি অধিভুক্ত ৭ কলেজের ২০১৮ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার রুটিন

অনলাইনে ফরমপূরণের নির্দেশাবলী

২০১৪-১৫ অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফরমপূরণের নির্দেশাবলী
প্রথমে http://103.221.255.46/form_fillup লিংকে ঢুকতে হবে এবং সেখানে sign up বাটনে ক্লিক করতে হবে।

ঢাবি প্রদত্ত রেজি নাম্বার, প্রোগ্রামের নাম এবং সেশন পূরণ করতে হবে
এরপর একটি পেইজ আসবে যেখানে আপনার ব্যক্তিগত তথ্য ও ছবি যুক্ত করতে হবে
লাল তারকা সম্বলিত সব তথ্য পূরন করতে হবে,

ছবির সাইজ ১৫০x১৫০ হতে হবে এবং ছবি ব্যাকগ্রাউন্ড অবশ্যই সলিড কালার হতে হবে।
adress এ নিজের ঠিকানা লিখুন এবং বাবা – মা এর নাম নির্ভুল ভাবে লিখুন
ফোন নাম্বারে নিজের নাম্বার দিন এবং পাসওয়ার্ড দিতে হবে, যা পরবর্তীতে লগিন করার সময় ব্যবহার করতে হবে।

সব তথ্য দেয়ার পর সাবমিট করুন। সাবমিটের পর আপনার রেজিষ্ট্রেশন সাকসেসফুল হবে
লগিন করার পর একটি পেইজ আসবে যেখানে আপনার তথ্যগুলো থাকবে এবং পেজের বামদিকে ড্রপডাউন লিস্ট থেকে পরীক্ষা সিলেক্ট করুন ( Hon’s 4th year exam)
এরপর একটি পেইজ আসবে সেখানে Student type select করুন, Previous degree শুধু মাস্টার্সের জন্য প্রযোজ্য।

Available courses থেকে আপনার কোর্স সিলেক্ট করুন এবং Save preview বাটনে ক্লিক করুন
এরপর একটি পেইজ আসবে যেখানে আপনার পূরনকৃত সব তথ্য আসবে, তথ্যগুলো ঠিক থাকলে সাবমিট করুন এবং ভুল থাকলে edit/back অপশনে গিয়ে পুনরায় ঠিক করুন
সাবমিটের পর ৩ বার তথ্য সম্পাদন করা যাবে, এরপর আর কোনভাবেই পরিবর্তন করা যাবেনা
অনলাইন কপি প্রিন্ট করে কলেজে জমা দিন।

Password : পাসওয়ার্ড ভুলে গেলে student Forgot password ব্যবহার করুন
এরপর রেজি নাম্বার, প্রোগামের নাম ও সেশন লিখুন সাবমিট করুন।আপনার নাম্বারে একটি এসএমএসের মাধ্যমে রেজি ও পাসওয়ার্ড নাম্বার পাঠানো হবে।একজন সর্বোচ্চ ১০ বার পাসওয়ার্ড রিকোভারী দিতে পারবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাতটি সরকারি কলেজ হলঃ

ঢাকা কলেজ, ধানমন্ডী, ঢাকা
ইডেন মহিলা কলেজ, আজীমপুর, ঢাকা
বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ, বকশীবাজার, ঢাকা
কবি নজরুল সরকারি কলেজ, মিউনিসিপ্যাল স্ট্রীট, ঢাকা
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, লক্ষ্মীবাজার, ঢাকা
সরকারি বাংলা কলেজ, মীরপুর, ঢাকা
সরকারি তিতুমীর কলেজ, মহাখালী, ঢাকা।
Dhaka University Affiliated 7 College Honours 4th Year Exam Form Fill Up Notice 2019

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group