পরীক্ষাশিক্ষা খবরশিক্ষা নিউজ

বেসরকারি শিক্ষক নিবন্ধন: প্রিলিমিনারিতে প্রার্থী সাড়ে ৮ লাখ

আগামীকাল শুক্রবার ১৯ এপ্রিল ২০১৯ এর ১৫তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় ৮ লাখ ৭৬ হাজার ৩৩ জন প্রার্থী অংশগ্রহণ করছেন। এনটিআরসিএ সূত্র ডেইলি রেজাল্ট বিডিকে এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে,বেসরকারি শিক্ষক নিবন্ধন আবেদনকারীরা ইতোমধ্যে ওয়েবসাইট থেকে ১৫তম শিক্ষক নিবন্ধনের প্রবেশপত্র ডাউনলোড করেছেন। শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কেন্দ্রের সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আগামীকাল শুক্রবার সকাল ১০ টার দিকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল রাজধানীর তিতুমীর কলেজে শিক্ষক নিবন্ধন পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করবেন।

বেসরকারি শিক্ষক নিবন্ধন: প্রিলিমিনারিতে প্রার্থী সাড়ে ৮ লাখ

জানা গেছে, পরীক্ষার হলে কালো কালির বলপয়েন্ট কলম নিয়ে আসতে বলা হয়েছে প্রার্থীদের। এছাড়া প্রিলিমিনারি পরীক্ষায় মোবাইল ফোন, সায়েন্টিফিক ক্যালকুলেটর বা কোনো প্রকার ইলেকট্রিক ডিভাইস নিয়ে আসা যাবে না বলেও উল্লেখ আছে অ্যাডমিট কার্ডে।

গত ২৮ নভেম্বর ১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। মামলাজনিত কারণে প্রায় এক বছর পর নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এরপর ৫ ডিসেম্বর থেকে অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হয়ে ২৬ ডিসেম্বর পর্যন্ত চলে। এই বিজ্ঞপ্তি অনুসারে ৮ লাখ ৭৬ হাজার ৩৩টি আবেদন জমা পড়েছিল।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group