ঘূর্ণিঝড় বুলবুল: জেএসসি-জেডিসির শনিবারের পরীক্ষা স্থগিত। ঘূর্ণিঝড় বুলবুলের কারণে আগামীকাল (শনিবার) অনুষ্ঠিতব্য জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা স্থগিত করা হয়েছে।
স্থগিত হওয়া জেএসসি পরীক্ষাটি আগামী ১২ নভেম্বর ও জেডিসি পরীক্ষা ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে।
শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় আন্তঃশিক্ষা শিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক এ তথ্য জানান। Read More জাতীয় বিশ্ববিদ্যালয়ের শনিবারের পরীক্ষা স্থগিত ঘূর্ণিঝড় বুলবুল ২য় বর্ষ অনার্স পরীক্ষা শনিবার (০৯ নভেম্বর) থেকে শুরু হবার কথা ছিল।
জেএসসির শনিবারের স্থগিত গণিত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী ১২ নভেম্বর।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বিষয়টি নিশ্চিত করেছে।
Read More JSC JDC Exam Routine Download
শনিবার জেএসসি ও জেডিসিতে গণিত পরীক্ষা হওয়ার কথা ছিল।মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কায়সার আহমেদ বলেন, ‘জেডিসির স্থগিত গণিত পরীক্ষাটি আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে।’
প্রসঙ্গত, গত ২ নভেম্বর থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হয়েছে।