বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ/বিএসএস পরীক্ষার রুটিন 2022 প্রকাশিত হয়েছে। ডেইলি রেজাল্ট বিডিতে এই বাউবি বিএ/বিএস এস পরীক্ষার রুটিন পাওয়া যাবে। Bangladesh Open University BOU BA / BSS Exam Routine 2022 of Bangladesh Open University has been published. This BOU BA / BSS exam schedule can be found in the Daily Result BD.
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিএ/বিএসএস পরীক্ষার রুটিন ২০২০
প্রকাশিত সময়সূচী অনুযায়ী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০১৮ সালের ব্যাচেলর অব আর্টস ও ব্যাচেলর অব সোশ্যাল সায়েন্স (বিএ/বিএসএস) পরীক্ষা ৭ ফেব্রুয়ারী ২০২০ তারিখ (শুক্রবার) থেকে শুরু হবে এবং শেষ হবে ২৪ সেপ্টেম্বর ২০২১।
২০১৮ সালের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রুটিন-২০১৮ (BA/BSS) বিএ/বিএসএস ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ সেমিস্টার পরীক্ষার বিস্তারিত সময়সূচী নিচে তুলে দেওয়া হলোঃ
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরীক্ষার রুটিন 2022 BOU BA / BSS Exam Routine 2022

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ/বিএসএস পরীক্ষার রেজাল্ট
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের ব্যাচেলর অব আর্টস (বিএ), ব্যাচেলর অব সোশ্যাল সায়েন্স (বিএসএস) পরীক্ষার চূড়ান্ত ফল বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। এতে পাসের হার ৬১ দশমিক ৬০ শতাংশ।
একই সঙ্গে বিএ/বিএসএস প্রোগ্রামের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ সেমিস্টার বিষয়ভিত্তিক দুই লাখ ৯৬ হাজার ২৬২ পরীক্ষার্থীর পরীক্ষার ফলও প্রকাশিত হয়েছে।
চূড়ান্তভাবে উত্তীর্ণ পরীক্ষার্থীদের সিজিপিএ (bou.ac.bd) এবং Semester/Detail Result exam.bou.edu.bd ঠিকানায় পাওয়া যাবে।
এ ছাড়া SMS–এর মাধ্যমে চূড়ান্ত ফল পাওয়ার জন্য < bou><space> student ID (11digits without any space, for example 15023810001) লিখে বাংলালিংক-এ ২৭০০ এবং অন্যান্য অপারেটরে ২৭৭৭-এ SMS পাঠাতে হবে।