শিক্ষা খবরশিক্ষা নিউজ

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা মে মাসে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা মে মাসের মাঝামাঝি ১৭ তারিখ থেকে কয়েক ধাপে নেয়া হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর। সারা দেশে এই পরীক্ষায় অংশ নিতে ১৩ হাজার পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ২৪ লাখের বেশি। প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা মে মাসে ২০ হাজারের মধ্যে পরীক্ষার্থী আছে এমন ৭টি জেলায় প্রথম ধাপে এ পরীক্ষা নেয়া হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এ এফ এম মনজুর কাদির বলেন, সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা মে মাসের মাঝামাঝি হতে পারে। কোন তারিখে হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে পরীক্ষা-সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত দুই একদিনের মধ্যে নেয়া হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা মে মাসে প্রাথমিক বিদ্যালয়ে ১৩ হাজার ১০০টি পদে সহকারী শিক্ষক নিয়োগে জন্য আবেদন চাওয়া হয়েছিল। এতে আবেদন জমা পড়েছে ২৪ লাখের বেশি। এত বিপুল পরিমাণ আবেদন জমা পড়ার কারণে নিয়োগ পরীক্ষা নিতে কর্তৃপক্ষকে অনেক ভাবতে হচ্ছে।

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা মে মাসে

প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রথম ধাপের ১৬ জেলার পরীক্ষা

শুরু ১৭ মে ২০১৯ঃ
সকল জেলার পরীক্ষার তারিখ প্রকাশ।
জেলাভিত্তিক সর্বমোট ৫ ধাপে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১ম ধাপঃ ১০ মে ২০১৯ ইং
২য় ধাপঃ ১৭ মে ২০১৯ ইং
৩য় ধাপঃ ২৪ মে ২০১৯ ইং
৪র্থ ধাপঃ ৩১ মে ২০১৯ ইং
৫ম ধাপঃ ১৪ জুন ২০১৯ ইং
বাগেরহাট জেলার…
৩১ মে, শুক্রবার ৪র্থ ধাপে ৫টি উপজেলায়
১.মোল্লাহাট
২. মোরলগঞ্জ
৩.শরণখোলা
৪. মোংলা
৫.কচুয়া
,
৫ম বা শেষ ধাপে, ১৪ জুন শুক্রবার
বাগেরহাট জেলার ৪টি উপজেলায়…
১. চিতলমারী
২. বাগেরহাট সদর
৩. ফকিরহাট
৪. রামপাল
অনুষ্ঠিত হবে পরিক্ষা।

প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর গত বছরের ১ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত অনলাইনে ২৪ লাখের বেশি আবেদন জমা পড়েছে। নিয়োগ পরীক্ষার প্রশ্ন করা হবে ডিজিটাল পদ্ধতিতে। এ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা নেয়া হবে।

এর আগে গত ১ ফেব্রুয়ারি থেকে ‘সহকারী শিক্ষক নিয়োগ-১৮’ লিখিত পরীক্ষা শুরুর নীতিগত সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। তবে এসএসসি পরীক্ষার কারণে সেটি পিছিয়ে মার্চে নেয়ার সিদ্ধান্ত হয়।

গত ১৫ জানুয়ারি মন্ত্রণালয়ের এক সভায় নিয়োগ পরীক্ষা ১৫ মার্চ শুরুর সিদ্ধান্ত নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সে লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করতে অধিদপ্তরকে নির্দেশনা দেয়া হয়। তবে ১৩ মার্চ ‘জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯’ পালিত হওয়ায় এ পরীক্ষা নেয়া সম্ভব হয়নি।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group