শিক্ষা খবরশিক্ষা নিউজ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়”বাউবি”মাস্টার্স (MA) এমবিএ (MBA) এমএসএ(MSS) পরীক্ষার রুটিন 2022

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ”বাউবি”মাস্টার্স (MA) এমবিএ (MBA) এমএসএ(MSS) পরীক্ষার রুটিন 2022 বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু শুক্রবার থেকে।বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০২০-২০২১ সালের অনার্স ও মাস্টার্সের শিক্ষার্থীদের ক্লাস শুরু হচ্ছে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) থেকে। প্রত্যেক সপ্তাহের শুক্র ও শনিবার অনলাইনে এই ক্লাস পরিচালিত হবে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ক্লাসের সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রতিটি ক্লাসের জন্য ৫৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।

MA and MSS (Preliminary-211 Term)
MA and MSS (Final-201 Term)

Subject: Bangla Language and Literature, History, Islamic Studies, Philosophy, Political Science, Sociology,
Examination Center : Regional Center, Dhaka and Rajshahi.

পরীক্ষা শুরু ২৫/১১/২০২২
পরীক্ষা শেষ হবে ১৪/০১/২০২৩
পরীক্ষা প্রতিদিন শুরু হবার সময় দুপুর ২টা থেকে ৬টা পর্যন্ত।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়”বাউবি”মাস্টার্স (MA) এমবিএ (MBA) এমএসএ(MSS) পরীক্ষার রুটিন 2022

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়''বাউবি''মাস্টার্স (MA) এমবিএ (MBA) এমএসএ(MSS) পরীক্ষার রুটিন 2022

প্রতিদিন বিরতিহীনভাবে ৫টি ক্লাস অনলাইনে নেওয়া হবে। তবে শিক্ষার্থীদের স্বার্থে তাদের সঙ্গে আলোচনা করে কোর্স শিক্ষকরা নির্ধারিত সূচি পরিবর্তন করতে পারবেন।চার বছর মেয়াদি বিএ ও বিএসএস (অনার্স) এবং এলএলবি (অনার্স) প্রথম সেমিস্টার, এমএ এবং এমএসএস (প্রথম ও শেষ পর্ব) ২০২০-২০২১ সালের প্রথম সেমিস্টারের ক্লাস ২৫ ফেব্রুয়ারি থেকে অনলাইনে শুরু হচ্ছে।

Bangladesh Open University classes begin on Friday. Classes for honours and masters students of Bangladesh Open University (BAUB) 2020-2021 will begin from Friday (February 25). The classes will be conducted online on Fridays and Saturdays of every week. The class schedule was released on Thursday (February 24). 55 minutes were set aside for each class.

Five classes will be held online every day without interruption. However, in the interest of the students, the course teachers can change the schedule by discussing it with them. Classes for the first semester of ba and bss (Hons) and LLB (Hons) and LLB (Hons) first semester, MA and MSS (first and last phase) 2020-2021 for the year 2020-2021 are starting online from February 25.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group