শিক্ষা খবরশিক্ষা নিউজ

এসএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষার আবেদন করার নিয়ম ২০২৩

এসএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষার আবেদন করার নিয়ম ও তারিখ দেখে নিন। এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষার জন্য আবেদনপত্র গ্রহণ শুরু। যারা SSC পরীক্ষার ফল আশানুরূপ বলে মনে করবেন না তারা এই SSC রেজাল্ট পুনঃনিরীক্ষার আবেদন করতে পারবেন।

মঙ্গলবার থেকে এসএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু হয়েছে। এসএমএসের মাধ্যমে ফল পুনঃনিরীক্ষাণের আবেদন করা যাবে। ফল পুনঃনিরীক্ষাণের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে প্রতিপত্রের জন্য ১২৫টাকা।

সোমবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এসএসসির ফল পুনঃনিরীক্ষার প্রক্রিয়া জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

প্রতিটি বিষয় ও প্রতি পত্রের জন্য ১২৫ টাকা হারে চার্জ কাটা হবে। যেসব বিষয়ের দুটি পত্র (প্রথম ও দ্বিতীয় পত্র) রয়েছে, সেসব বিষয়ের ফল পুনঃনিরীক্ষণ আবেদন করলে মোট ২৫০ টাকা ফি কাটা হবে।

এসএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষার আবেদন করার নিয়ম ২০২৩

এসএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষার আবেদন করার নিয়ম ২০২৩

এসএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষার আবেদন করার নিয়ম ও তারিখ

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি সূত্রে জানা গেছে, এসএমএসের মাধ্যমে ফল পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে ২৯ জুলাই থেকে ০৪/০৮/২০২৩ইং পর্যন্ত। টেলিটক নম্বর থেকে RSC <space> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <space> রোল নম্বর <space> বিষয় কোড লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে।

একই এসএমএসে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। এ ক্ষেত্রে বিষয় কোড পর্যায়ক্রমে ‘কমা’ দিয়ে লিখতে হবে।

ফিরতি এসএমএসে চার্জের অংক জানিয়ে একটি পিন নম্বর (পার্সোনাল আইডেন্টিফিকেশন নম্বর) দেয়া হবে। এতে রাজি থাকলে RSC <space> YES <space> পিন নম্বর <space> যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

রোববার (৩১ মে) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৮২ দশমিক ৮৭ শতাংশ। পরীক্ষা শুরু হয় ৩ ফেব্রুয়ারি, শেষ হয় ২৭ ফেব্রুয়ারি।
প্রকাশিত ফলাফল থেকে জানা যায়, এবছর সব শিক্ষা বোর্ডের এসএসসি, মাদ্রাসা, কারিগরি ও এসএসসিসহ (ভোকেশনাল) দেশের ১১টি শিক্ষাবোর্ডের আওতায় এবারের এসএসসি পরীক্ষায় ৩ হাজার ৫১২টি কেন্দ্রে মোট ২০ লাখ ৪০ হাজার ২৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষায় অংশ নেওয় দুই লাখ ৮১ হাজার ২৫৪ জন। কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ভোকেশনাল পরীক্ষায় এক লাখ ৩১ হাজার ২৮৫ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।

এরমধ্যে ছাত্র ১০ লাখ ২১ হাজার ৪৯০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। পাশ করেছে ৮ লাখ ৩৩ হাজার ৮৯২ জন। ফেল করেছে ১ লাখ ৮৭ হাজার ৫৯৮ জন। সে হিসেবে পাশের হার ৮১ দশমিক ৬৩ শতাংশ। অপরদিকে ১০ লাখ ১৮ হাজার ৫৩৮ জন ছাত্রী এবারের পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে পাশ করেছে ৮ লাখ ৫৬ হাজার ৬৩১ জন। আর ফেল করেছে ১ লাখ ৬১ হাজার ৯০৭ জন। সে হিসেবে মোট পাশের হার ৮৪ দশমিক ১০ শতাংশ।

এবছর পাশের হারে বোর্ড সেরা রাজশাহী। এ বোর্ডে পাশের হার ৯০ দশমিক ৩৭ শতাংশ, ঢাকা বোর্ডে পাশের হার ৮২ দশমিক ৩৪ শতাংশ, দিনাজপুর বোর্ড ৮২ দশমিক ৭৩ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৮৪ দশমিক ৭৫ শতাংশ, যশোর বোর্ডে পাশের হার ৮৭ দশমিক ৩১ শতাংশ, বরিশাল বোর্ডে ৭৯ দশমিক ৭০ শতাংশ, কুমিল্লা বোর্ডে পাশের হার ৮৫ দশমিক ২২ শতাংশ, সিলেট বোর্ডে পাশের হার ৭৮ দশমিক ৭৯ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে পাশের হার ৮০ দশমিক ১৩ শতাংশ। এছাড়া মাদ্রাসা বোর্ডে ৮২ দশমিক ৫১ শতাংশ ও কারিগরি বোর্ডে পাশের হার ৭২ দশমিক ৭০ শতাংশ।

এদিকে এ বছরের এসএসসি পরীক্ষা শুরু হয় গত ৩ ফেব্রুয়ারি আর শেষ হয় ২৭ ফেব্রুয়ারি। ২৯ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group