শিক্ষা খবরশিক্ষা নিউজ

নতুন এমপিও ভুক্ত প্রতিষ্ঠানের তালিকা (২৭১৬টি স্কুল-কলেজ)

নতুন এমপিও ভুক্ত প্রতিষ্ঠানের তালিকা (২৭১৬টি স্কুল-কলেজ) ।দীর্ঘ তিন বছর পর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ২ হাজার ৭১৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে।

New MPO News Today: প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৬ জুলাই) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) আইটি বিজনেস ইনকিউবেটরের উদ্বোধনকালে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এই বছর ২০২২ সালে আমি আজকে ঘোষণা দিচ্ছি, এরপর আমাদের শিক্ষা মন্ত্রণালয় কার্যকর পদক্ষেপ নেবেন। যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক বিষয় বিবেচনা করে ২০২২ সালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতায় নতুন ২ হাজার ৫১টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার ঘোষণা দিচ্ছি। এর মধ্যে রয়েছে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ৬৬৬টি, মাধ্যমিক বিদ্যালয় ১ হাজার ১২২টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ১৩৬টি, উচ্চ মাধ্যমিক কলেজ ১০৯টি, ডিগ্রি কলেজ ১৮টি। ’

‘একইভাবে কারিগরি এবং মাদরাসা শিক্ষা বিভাগের আওতাভুক্ত ৬৬৫টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার ঘোষণা দিচ্ছি। এর মধ্যে রয়েছে এসএসসি ভোকেশনাল অথবা দাখিল ভোকেশনাল ৯৭টি, এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ২০০টি, ডিপ্লোমা ইন এগ্রিকালচার দুটি, দাখিল মাদরাসা ২৬৪টি, আলিম মাদরাসা ৮৫টি, ফাজিল মাদরাসা ৬টি, কামিল মাদরাসা ১১টি। ’

শেখ হাসিনা আরও বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় উভয় বিভাগের আওতায় ২ হাজার ৭১৬টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করবে সেই ঘোষণা আমি দিচ্ছি। শিক্ষা মন্ত্রণালয় যথাযথ ব্যবস্থা নেবে। আজকেই এই ঘোষণাটা দিতে পারে (শিক্ষা মন্ত্রণালয়) তাহলে আমাদের দেশের মানুষের খুবই উপকার হবে। ’

আজ (৬ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য জানান। তিনি বলেন, এ বছর নতুন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ২৭১৬ টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হচ্ছে। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।

এদিকে মন্ত্রণালয় সূত্র জানায়, বুধবার দুপুর ১ টায় শিক্ষামন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন করবেন শিক্ষমন্ত্রী ডা. দীপু মনি। এসময় কোন কোন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে বিস্তারিত তুলে ধরবেন তিনি।

জানা যায়, চলতি বছরের মে মাসে বেসরকারি নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার তালিকা চূড়ান্ত করা হয় এবং তা প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হয়।

নতুন এমপিও ভুক্ত প্রতিষ্ঠানের তালিকা (২৭১৬টি স্কুল-কলেজ)

নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তকরণ MPO List।

pdf মাধ্যমিক স্কুলের তালিকা দেখুন এখানে view

pdf নিম্ন-মাধ্যমিক স্কুলের তালিকা দেখুন এখানে view

pdf উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্কুলের তালিকা দেখুন এখানেview

pdf উচ্চ মাধ্যমিক কলেজ স্কুলের তালিকা দেখুন এখানে view

pdf ডিগ্রী কলেজ তালিকা দেখুন এখানে view

নতুন এমপিওভুক্ত মাধ্যমিক স্কুলের তালিকা দেখুন এখানে

এমপিওভুক্ত নিম্ন মাধ্যমিক স্কুলের তালিকা দেখুন এখানে

।আজ নতুন এমপিওভুক্ত এক হাজার ৬৩৩টি স্কুল-কলেজের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর তথ্য যাচাই-বাছাই করে চূড়ান্ত ভাবে এ তালিকা প্রকাশ করা হয়। বুধবার (২৯ এপ্রিল) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ তালিকা প্রকাশ করে। প্রতিষ্ঠানগুলোর কোড ও শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত করার প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দেয়া হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে।

নতুন এমপিও ভুক্ত প্রতিষ্ঠানের তালিকা (১৬৩৩টি স্কুল-কলেজ)

নতুন এমপিও ভুক্ত প্রতিষ্ঠানের তালিকা (২৭১৬টি স্কুল-কলেজ)

তালিকায় মাধ্যমিক বিদ্যালয় ৯৯১টি, নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ৪৩০টি। উচ্চ মাধ্যমিক কলেজ ৯২টি, ডিগ্রি কলেজ ৫২টি এবং ৬৮টি স্কুল এন্ড কলেজ। নতুন এমপিও ভুক্ত প্রতিষ্ঠানের তালিকা (১৬৩৩টি স্কুল-কলেজ)

নতুন এমপিওভুক্ত ৯২টি উচ্চ মাধ্যমিক কলেজের চূড়ান্ত তালিকা

নতুন এমপিওভুক্ত ৬৮টি স্কুল অ্যান্ড কলেজের চূড়ান্ত তালিকা

নতুন এমপিওভুক্ত ৫২টি ডিগ্রি কলেজের চূড়ান্ত তালিকা

নতুন এমপিওভুক্ত ৪৩০টি নিম্ন মাধ্যমিক স্কুলের চূড়ান্ত তালিকা

নতুন এমপিওভুক্ত ৯৯১টি মাধ্যমিক স্কুলের চূড়ান্ত তালিকা

জানা গেছে, তথ্য যাচাই বাছাইয়ের প্রাথমিকভাবে নির্বাচিত ১ হাজার ৬৫০টি স্কুল-কলেজ থেকে কিছু প্রতিষ্ঠান বাদ পড়েছে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রতিষ্ঠানগুলো তালিকা প্রকাশ করা হয়েছে। একই সাথে প্রতিষ্ঠানগুলোকে এমপিও কোড এবং শিক্ষকদের বেতন-ভাতা পরিশোধ করার প্রয়োজনীয় উদ্যোগ নিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষকরা ২০১৯ সালের ১ জুলাই থেকে বেতন ভাতা পাবেন বলেও জানানো হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে। আর কোনো প্রতিষ্ঠান যোগ্যতা ধরে রাখতে ব্যর্থ হলে তার এমপিও স্থগিত করা হবে বলেও জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এমপিও নীতিমালা ২০১৮ অনুযায়ী এমপিওভুক্ত করা হবে। তবে, শিক্ষক-কর্মচারীরা যখন নিয়োগ পেয়েছেন সেই সময়ের নিয়োগ বিধি কার্যকর হবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group