জাতীয় বিশ্ববিদ্যালয়শিক্ষা খবরশিক্ষা নিউজ

মাষ্টার্স নিয়মিত ও মাষ্টার্স প্রাইভেট এর পার্থক্য জেনে নিন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেগুলার মাষ্টার্স ও প্রাইভেট মাষ্টার্স এর পার্থক্য জেনে নিন। এই পার্থক্য নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করা হবে Learn the difference between regular masters and private masters in a national university. This difference will be discussed in detail today.। Different Between Regular and Masters Private Course.

মাষ্টার্স নিয়মিত ও মাষ্টার্স প্রাইভেট এর মধ্যে কি কি পার্থক্য রয়েছে জেনে নিন।

(১) ডিগ্রি ও মাষ্টার্সে প্রাইভেটে পোগ্রাম আছে,
কিন্তু অনার্সের প্রাইভেট পোগ্রাম নাই।
(২) প্রাইভেট ও নিয়মিত উভয়ের সার্টিফিকেটর মান সমান, চাকরির ক্ষেত্রে দুটাই সমান মূল্যায়ন করা হয়।
(৩) প্রাইভেটের ভর্তি সবসময় রেগুলারের ভর্তির পরে শুরু হয়।
(৪) প্রাইভেটে ভর্তির খরচ অনেক কম,
প্রিলীতে ভর্তি প্রায় ১,১০০ টাকা।
(৫) প্রাইভেটে ভর্তির পদ্ধতিও সহজ, অনলাইনে আবেদন করে তা অনলাইনের আবেদন কপিসহ টাকা, ছবি ও সার্টিফিকেট ও মার্কশীট কলেজে জমা দিলেই ভর্তি পক্রিয়া শেষ।
(৬) প্রাইভেটে ক্লাসের ব্যবস্থা নাই, তাই ক্লাস করতে হয় না। চাকুরিজীবীদের জন্য এটাই শ্রেয়।
(৭) উভয় ক্ষেত্রে ইনকোর্স, সাময়িকী ও নির্বাচনী/টেস্ট পরীক্ষা দিতে হয়।
(৮) উভয়ক্ষেত্রে পরিক্ষার মান/ মার্কস ও সমান।
(৯) উভয় ক্ষেত্রে পঠিত বিষয়গুলো সমান, শুধু প্রাইভেটে টার্মপেপার থাকেনা, কিন্তু উভয় ক্ষেত্রে ভাইভা পরিক্ষা দিতে হয়।
(১০) উভয় ক্ষেত্রে ফরমপূরন, রুটিন, পরিক্ষা ও রেজাল্ট একই সময়ে হয়, মাঝে মাঝে প্রাইভেটের এইটা রেগুলারের ২/১ দিন পরে হয়।

Read More অনার্স ও ডিগ্রীর মধ্যে পার্থক্য গুলো কি কি দেখে নিন


ভর্তি সংক্রান্ত তথ্য

  • প্রাইভেটে ভর্তির সুযোগ না পেলে প্রাইভেটে
    সহজেই ভর্তি হতে পারে।
  • প্রাইভেটে ভর্তির জন্য শুধু পাশই যথেষ্ট, তবে প্রিলীতে ভর্তির জন্য পছন্দের বিষয়ে গড়ে নূন্যতম ৪০+ নাম্বার থাকতে হয়।
  • প্রাইভেটে ভর্তির জন্য বয়সের কোন সমস্যা নাই।
  • প্রাইভেট থেকে ডিগ্রী করলে সে আর রেগুলারের মাষ্টার্স করতে পারবে না।
  • প্রাইভেটের আসন সংখ্যা প্রতিটি বিষয়ে ১০০০
    (এক হাজার) টি।
  • রেগুলারে মোট খরচ প্রায় ২০,০০০টাকা,
    প্রাইভেটে খরচ প্রায় ১২,০০০ টাকা।
  • সব কলেজে প্রাইভেট পোগ্রাম থাকে না।
  • সারা বাংলাদেশে মাত্র 55 টি কলেজে প্রাইভেটের মাষ্টার্স আছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group