শিক্ষা খবরশিক্ষা নিউজ

মুজিববর্ষে কেউ বেকার থাকবে না : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মুজিববর্ষে কেউ বেকার থাকবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় যুব পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, যুবকদের যাতে কর্মসংস্থান হয় সেদিকে লক্ষ্য রেখেই যে কোনো প্রকল্প গ্রহণ করে সরকার। তিনি বলেন, প্রতিটি মানুষের মৌলিক চাহিদা পূরণ করাই সরকারের মূল লক্ষ্য। স্বাধীনতার সুফল যেন ঘরে ঘরে পৌঁছায় সেটাই আওয়ামী লীগের মূল লক্ষ্য। No one will be unemployed in Mujib Year: Prime Minister Sheikh Hasina

যুবকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, চাকরি না করে, চাকরি দেবো, এটা মাথায় থাকতে হবে। তাহলে কেউ আর বেকার থাকবে না। চাকরি না করলেও এখন আর বেকার থাকবে না।

মুজিববর্ষে কেউ বেকার থাকবে না : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

তিনি বলেন, মানসিকতা বদলাতে হবে। চাকরি ছাড়া আর কিছু করা যায় না, এ মানসিকতা বদলাতে হবে। চিন্তায় পরিবর্তন আনতে, নিজেরাই করবো প্রশিক্ষণ নিয়ে নিজের পায়ে দাঁড়াতে হবে। বহুমুখী সুযোগের সদ্ব্যবহার করে যুবকদের নিজের পায়ে দাঁড়াতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অহেতুক চাকরির পেছনে না ছুটে যুবসমাজকে তাঁদের মেধা ব্যবহারের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সরকার চায় এই মুজিব বর্ষে দেশে কেউ বেকার থাকবে না। মানুষের মাথায় একটা জিনিস ঢুকেছে যে চাকরি ছাড়া কিছুই করা যায় না। অথচ ফ্রিল্যান্সিং করে মাসে কয়েক লাখ টাকা আয় করা যায়।

এ সময় সরকারের দেয়া বহুমুখী সুযোগের সদ্ব্যবহার করে যুবকদের নিজের পায়ে দাঁড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। চাকরির পেছনে না ছুটে যুব সমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকারি বহুমুখি সুবিধা গ্রহণ করে যুবকদের নিজের পায়ে দাঁড়াতে হবে।

সরকারি হিসেবে, ১৮ থেকে ৩৫ বছর বয়সী কর্মক্ষম মানুষের সংখ্যা প্রায় ৫ কোটি। জনসংখ্যার ১ তৃতীয়াংশ এ যুবগোষ্ঠীর হাতেই সম্ভাবনার বাংলাদেশের ভবিষ্যৎ ও সমৃদ্ধির চাবিকাঠি। সমৃদ্ধির অগ্রযাত্রায় কর্মক্ষম এ যুবকরাও এগিয়ে যাচ্ছে সমানতালে। ব্যক্তিগতভাবে বা সংগঠিত হয়ে বদলে দিচ্ছে বিভিন্ন তটের আর্থসামাজিক অবস্থা।

এমন নানা খাতে অসামান্য কৃতিত্ব দেখানো যুবকদের উৎসাহিত করতে সরকারের এ আয়োজন। নিজ কার্যালয়ে সারাদেশের শ্রেষ্ঠ ২২ আত্মকর্মী ৫ সংগঠকের হাতে জাতীয় যুব পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সরকারের যাবতীয় পরিকল্পনা যুবকদের ঘিরে। সরকারি সুবিধা গ্রহণ করে যুবকদের আত্মনির্ভরশীল হওয়ার পরামর্শ দেন তিনি। মাদক ও সন্ত্রাসবাদ থেকে দূরে থাকারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রবাসীদের দক্ষতা অর্জন করে বিদেশ যাওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group