ক্যারিয়ারবিসিএস

বিসিএস প্রিলিমিনারী গণিত প্রস্তুতি ২০২০

বিসিএস প্রিলিমিনারী গণিত প্রস্তুতি ২০২০ নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করা হবে। BCS Preliminary Mathematics Preparation 2020

১. প্রথম কথা, বিসিএস এর জন্য গণিত নিয়ে ভয় বা চিন্তার কিছু নেই। বিসিএস পরীক্ষায় গণিতের জন্য তুলনামূলক কম নাম্বারই বরাদ্দ। তবে প্রতিটা নাম্বারের যেহেতু অনেক গুরুত্ব, সেহেতু অবহেলারও কিছু নেই।

২. প্রথম কাজ, ৮ম ও ৯ম-১০ম শ্রেণির সাধারণ গণিত বই সংগ্রহ করা।
৩. প্রতিটি চ্যাপ্টারের প্রথমে থাকা প্রয়োজনীয় সূত্রগুলো খুঁজে বের করে দাগিয়ে মুখস্থ করে ফেলুন।যেহেতু এই সূত্রগুলো আপনার আগেই পড়া আছে, খুব বেশি সময় লাগবে না।

৪. এরপর প্রতিটি চ্যাপ্টারের উদাহরণের অংকগুলো দেখে যাবেন।
৫. সব অংক খাতায় করার দরকার নেই। শুধুমাত্র টাফ অংকগুলো খাতায় প্র্যাকটিস করতে পারেন।

৬. অনুশীলনীর অংকগুলো নিজে নিজে প্র্যাকটিস করুন, কঠিন অংকগুলোর জন্য সাথে গাইড বই রাখতে পারেন।
৭. ৮ম, ৯ম-১০ম শ্রেণির সাধারণ গণিত বই ফলো করলে অন্য কোন বইয়ের দরকার হবে না।

৮. বৈচিত্র্যময় নিয়মের কিছু অংকের জন্য ওরাকল প্রিলিমিনারী গাণিতিক যুক্তি বই বা আপনার পছন্দের কোন বই থেকে সিলেকশন করে কিছু অংক দেখে যেতে পারেন।
৯. প্রিলিমিনারী পরীক্ষায় গণিত অংশে সবশেষে হাত দিবেন। কারন, একবার গণিতে গোলমাল লেগে গেলে সব বিষয় এলোমেলো হয়ে যেতে পারে।

১০. আমার মতে, অংক নিয়ে চিন্তার কিছু নেই।বেসিক মোটামুটি ভাল থাকলে ৫০% অংক পরীক্ষার হলেই সমাধান করা যায়।
১১. অংকের ক্ষেত্রে একটাই কথা, সবসময় মাথা ঠান্ডা।

একটা অংকে গোলমাল হলে ঐ অংকে সময় নষ্ট না করে পরের অংকে চলে যাওয়াই বেটার।
আবার বলি, পরীক্ষায় গণিত পার্টটা সবশেষে উত্তর করার চেষ্টা করবেন।
শুভকামনা রইলো।

Mahmud Hassan Mridha Hridoy
মাহমুদ হাসান হৃদয়
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group